প্রযুক্তি ডেস্ক
প্রাথমিকভাবে প্রকাশের পর মাউন্টেন ভ্যালি জায়ান্টের এআই চ্যাটবট গুগল বার্ড খুব একটা ভালো অবস্থায় যেতে পারেনি। তবে চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করা গুগল বার্ড এআই চ্যাটবট এখন অনেক নতুন বৈশিষ্ট্যসহ সংশোধিত হয়ে এসেছে। কিন্তু নতুন উন্নতি কী?
গুগল বার্ড ল্যামডা থেকে বেরিয়ে এখন পাম-২ বা প্যাথওয়েজ ল্যাঙ্গুয়েজ মডেল-২ দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে বাংলা ভাষাসহ একাধিক ভাষায় এই কৃত্রিম চ্যাটবট ব্যবহার করা যাচ্ছে। পিএএলএম-২ বা পাম-২ এর মাধ্যমে টেক্সট থেকে গানও বানানো যাবে।
বার্ড যা করতে পারে
» গুগল বার্ড ছবি পড়তে ও শনাক্ত করতে পারে। চাইলে ছবি দেখে ক্যাপশনও লিখে দিতে পারে।
» ভয়েস রিকগনিশনের মাধ্যমে বার্ডকে ছবির জন্য বলা যাবে এবং অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে ইমেজ আউটপুট পাওয়া যাবে। এমনকি এই ছবিগুলোকে সম্পাদনা করা যাবে। অথবা সম্পাদনার জন্য সেগুলোকে অ্যাডোবি এক্সপ্রেসে টেনে আনা যাবে। মিডজার্নির মতো এআই ইমেজ জেনারেশন টুলের সঙ্গে একটি বিল্ট-ইন ইমেজ জেনারেটর পাওয়া যাবে
গুগল বার্ডে।
» মাইক্রোসফট বিং এআই চ্যাট যখন সবার জন্য উন্মুক্ত হয়, তখন এটি ছবির সঙ্গে সাড়া দেওয়ার ক্ষমতাসহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য ঘোষণা করে। গুগল বার্ডের ভিজ্যুয়াল আরও উন্নত করা হয়েছে।
» গুগলের সব সার্ভিস ব্যবহার করতে সক্ষম বার্ড। গুগল বার্ড এবং গুগলের গুগল সিট, ডক এমনকি ম্যাপের মতো পরিষেবাগুলোর মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ তৈরি করছে এটি।
» একাধিক প্লাগইন ব্যবহারের সুবিধা আছে বার্ডে।
» সহজেই এটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
» গুগল বার্ডে কোড লেখা যাবে সহজে।
» ডার্ক থিম দিয়ে গুগল বার্ডকে সাজানো যাবে। এতে একটি সম্পূর্ণ নতুন ডার্ক থিমের দেখা মিলবে, যা গাঢ় ও ধূসর রঙের বিভিন্ন শেডের একটি ভালো মিশ্রণ ব্যবহারে বেশ আকর্ষণীয় দেখায়।
সূত্র: গুগল, বিবম ডটকম
প্রাথমিকভাবে প্রকাশের পর মাউন্টেন ভ্যালি জায়ান্টের এআই চ্যাটবট গুগল বার্ড খুব একটা ভালো অবস্থায় যেতে পারেনি। তবে চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করা গুগল বার্ড এআই চ্যাটবট এখন অনেক নতুন বৈশিষ্ট্যসহ সংশোধিত হয়ে এসেছে। কিন্তু নতুন উন্নতি কী?
গুগল বার্ড ল্যামডা থেকে বেরিয়ে এখন পাম-২ বা প্যাথওয়েজ ল্যাঙ্গুয়েজ মডেল-২ দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে বাংলা ভাষাসহ একাধিক ভাষায় এই কৃত্রিম চ্যাটবট ব্যবহার করা যাচ্ছে। পিএএলএম-২ বা পাম-২ এর মাধ্যমে টেক্সট থেকে গানও বানানো যাবে।
বার্ড যা করতে পারে
» গুগল বার্ড ছবি পড়তে ও শনাক্ত করতে পারে। চাইলে ছবি দেখে ক্যাপশনও লিখে দিতে পারে।
» ভয়েস রিকগনিশনের মাধ্যমে বার্ডকে ছবির জন্য বলা যাবে এবং অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে ইমেজ আউটপুট পাওয়া যাবে। এমনকি এই ছবিগুলোকে সম্পাদনা করা যাবে। অথবা সম্পাদনার জন্য সেগুলোকে অ্যাডোবি এক্সপ্রেসে টেনে আনা যাবে। মিডজার্নির মতো এআই ইমেজ জেনারেশন টুলের সঙ্গে একটি বিল্ট-ইন ইমেজ জেনারেটর পাওয়া যাবে
গুগল বার্ডে।
» মাইক্রোসফট বিং এআই চ্যাট যখন সবার জন্য উন্মুক্ত হয়, তখন এটি ছবির সঙ্গে সাড়া দেওয়ার ক্ষমতাসহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য ঘোষণা করে। গুগল বার্ডের ভিজ্যুয়াল আরও উন্নত করা হয়েছে।
» গুগলের সব সার্ভিস ব্যবহার করতে সক্ষম বার্ড। গুগল বার্ড এবং গুগলের গুগল সিট, ডক এমনকি ম্যাপের মতো পরিষেবাগুলোর মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ তৈরি করছে এটি।
» একাধিক প্লাগইন ব্যবহারের সুবিধা আছে বার্ডে।
» সহজেই এটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
» গুগল বার্ডে কোড লেখা যাবে সহজে।
» ডার্ক থিম দিয়ে গুগল বার্ডকে সাজানো যাবে। এতে একটি সম্পূর্ণ নতুন ডার্ক থিমের দেখা মিলবে, যা গাঢ় ও ধূসর রঙের বিভিন্ন শেডের একটি ভালো মিশ্রণ ব্যবহারে বেশ আকর্ষণীয় দেখায়।
সূত্র: গুগল, বিবম ডটকম
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
৭ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
৯ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
১১ ঘণ্টা আগে