এনভিডিয়ার চেয়ে দ্রুতগতির ও সাশ্রয়ী এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ বানাচ্ছে আমাজন। এ জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে অবস্থিত আমাজন চিপ ল্যাবের অভ্যন্তরে কঠোর নিরাপত্তায় নতুন সার্ভার ডিজাইন পরীক্ষা করে দেখেছেন কোম্পানিটির অর্ধ ডজন ইঞ্জিনিয়ার। শুক্রবার (২৬ জুলাই) আমাজনের নির্বাহী রামি সিন্নো এসব তথ্য প্রকাশ করেন।
সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ব্যয়বহুল এনভিডিয়া চিপের ওপর নির্ভরতা সীমিত করতে নিজস্ব প্রসেসর তৈরি করছে কোম্পানিটি। আমাজন ওয়েব সার্ভিসের (এডাব্লুএস) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড ব্যবসার জন্য এনভিডিয়ার কিছু চিপ ব্যবহার করা হয়।
নিজেদের তৈরি চিপগুলোর মাধ্যমে গ্রাহকদের জটিল বিষয় কম্পিউট করতে এবং সস্তায় প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়াকরণে সাহায্য করতে চায় আমাজন।
আমাজনের প্রতিযোগী কোম্পানি মাইক্রোসফট ও অ্যালফাবেটও নিজস্ব চিপ তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
২০১৫ সালে অন্নপূর্ণা ল্যাবস কিনে নেয় আমাজন। এই ল্যাবে আমাজন ওয়েব সার্ভিসের জন্য বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা–নিরীক্ষা করা হয়। আমাজন অন্নপূর্ণা ল্যাবসের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর সিন্নো বলেন, ক্রমবর্ধমানভাবে এনভিডিয়ার চিপের চেয়ে সস্তা বিকল্পের দাবি করছিল অ্যামাজনের গ্রাহকেরা।
আমাজন এআই চিপ তৈরির ক্ষেত্রে আমাজন নতুন। তবে এআই বিশেষায়িত চিপ ছাড়াও প্রায় এক দশক করে ‘গ্রাভিটন’–চিপ বিকাশ করছে আমাজন। গ্রাভিটন চিপের চতুর্থ প্রজন্ম পর্যন্ত তৈরি করেছে কোম্পানিটি। এ ছাড়া আমাজনের নতুন চিপ ডিজাইনের মধ্যে রয়েছে—‘এআই চিপস’, ‘ট্রেনিয়াম’ ও ‘ইনফেরেনশিয়া’।
আমাজন ওয়েব সার্ভিসের কম্পিউপ ও নেটওয়ার্কিংয়ের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ব্রাউন বলেন, এডাব্লুএসের পণ্য ব্যবহার করে একটি মেশিং লার্নিং মডেল চালানো হলে তা এনভিডিয়ার হার্ডওয়্যারের চেয়ে কম মূল্যে আরও কর্মক্ষমতা প্রদর্শন করবে।
ক্লাউড কম্পিউটিং ও এআই সেবার প্রতিযোগিতামূলক বাজারে কম খরচের সুবিধাটি এডাব্লুএস পণ্যের বিক্রি বাড়াতে সাহায্য করবে।
এডাব্লুএসের পণ্য থেকে আয় আমাজনের সামগ্রিক আয়ের মাত্র এক পঞ্চমাংশের কম। গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে এই আয় ১৭ শতাংশ বেড়ে ২ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। এডাব্লুএস ক্লাউড কম্পিউটিং বাজারের প্রায় এক-তৃতীয়াংশ দখল করেছে আর মাইক্রোসফটের আজুরের দখলে রয়েছে প্রায় ২৫ শতাংশ।
আমাজন ওয়েবসাইটে পণ্য কেনার জন্য বছরে নির্দিষ্ট সময় বিশেষ ছাড় দেওয়া। একে ‘প্রাইম ডে ডিল’ বলা হয়। এই বছরের প্রাইম ডে ডিলের সময় প্ল্যাটফর্ম জুড়ে কার্যকলাপের ঢেউ সামলাতে প্রায় ২৫ হাজার গ্রাভিটন চিপ ও ৮০ হাজার কাস্টম এআই চিপ ব্যবহার করে কোম্পানিটি।
এনভিডিয়ার চেয়ে দ্রুতগতির ও সাশ্রয়ী এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ বানাচ্ছে আমাজন। এ জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে অবস্থিত আমাজন চিপ ল্যাবের অভ্যন্তরে কঠোর নিরাপত্তায় নতুন সার্ভার ডিজাইন পরীক্ষা করে দেখেছেন কোম্পানিটির অর্ধ ডজন ইঞ্জিনিয়ার। শুক্রবার (২৬ জুলাই) আমাজনের নির্বাহী রামি সিন্নো এসব তথ্য প্রকাশ করেন।
সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ব্যয়বহুল এনভিডিয়া চিপের ওপর নির্ভরতা সীমিত করতে নিজস্ব প্রসেসর তৈরি করছে কোম্পানিটি। আমাজন ওয়েব সার্ভিসের (এডাব্লুএস) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড ব্যবসার জন্য এনভিডিয়ার কিছু চিপ ব্যবহার করা হয়।
নিজেদের তৈরি চিপগুলোর মাধ্যমে গ্রাহকদের জটিল বিষয় কম্পিউট করতে এবং সস্তায় প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়াকরণে সাহায্য করতে চায় আমাজন।
আমাজনের প্রতিযোগী কোম্পানি মাইক্রোসফট ও অ্যালফাবেটও নিজস্ব চিপ তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
২০১৫ সালে অন্নপূর্ণা ল্যাবস কিনে নেয় আমাজন। এই ল্যাবে আমাজন ওয়েব সার্ভিসের জন্য বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা–নিরীক্ষা করা হয়। আমাজন অন্নপূর্ণা ল্যাবসের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর সিন্নো বলেন, ক্রমবর্ধমানভাবে এনভিডিয়ার চিপের চেয়ে সস্তা বিকল্পের দাবি করছিল অ্যামাজনের গ্রাহকেরা।
আমাজন এআই চিপ তৈরির ক্ষেত্রে আমাজন নতুন। তবে এআই বিশেষায়িত চিপ ছাড়াও প্রায় এক দশক করে ‘গ্রাভিটন’–চিপ বিকাশ করছে আমাজন। গ্রাভিটন চিপের চতুর্থ প্রজন্ম পর্যন্ত তৈরি করেছে কোম্পানিটি। এ ছাড়া আমাজনের নতুন চিপ ডিজাইনের মধ্যে রয়েছে—‘এআই চিপস’, ‘ট্রেনিয়াম’ ও ‘ইনফেরেনশিয়া’।
আমাজন ওয়েব সার্ভিসের কম্পিউপ ও নেটওয়ার্কিংয়ের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ব্রাউন বলেন, এডাব্লুএসের পণ্য ব্যবহার করে একটি মেশিং লার্নিং মডেল চালানো হলে তা এনভিডিয়ার হার্ডওয়্যারের চেয়ে কম মূল্যে আরও কর্মক্ষমতা প্রদর্শন করবে।
ক্লাউড কম্পিউটিং ও এআই সেবার প্রতিযোগিতামূলক বাজারে কম খরচের সুবিধাটি এডাব্লুএস পণ্যের বিক্রি বাড়াতে সাহায্য করবে।
এডাব্লুএসের পণ্য থেকে আয় আমাজনের সামগ্রিক আয়ের মাত্র এক পঞ্চমাংশের কম। গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে এই আয় ১৭ শতাংশ বেড়ে ২ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। এডাব্লুএস ক্লাউড কম্পিউটিং বাজারের প্রায় এক-তৃতীয়াংশ দখল করেছে আর মাইক্রোসফটের আজুরের দখলে রয়েছে প্রায় ২৫ শতাংশ।
আমাজন ওয়েবসাইটে পণ্য কেনার জন্য বছরে নির্দিষ্ট সময় বিশেষ ছাড় দেওয়া। একে ‘প্রাইম ডে ডিল’ বলা হয়। এই বছরের প্রাইম ডে ডিলের সময় প্ল্যাটফর্ম জুড়ে কার্যকলাপের ঢেউ সামলাতে প্রায় ২৫ হাজার গ্রাভিটন চিপ ও ৮০ হাজার কাস্টম এআই চিপ ব্যবহার করে কোম্পানিটি।
ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘনে ৮ বিলিয়ন ডলারের মামলার তোপে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। অভিযোগটা ছিল গুরুতর, ফেসবুক নাকি বছরের পর বছর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গচ্ছিত রাখতে পারেনি। আর সেগুলো তৃতীয় পক্ষের হাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
৭ মিনিট আগেবিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ দিন দিন বেড়েই চলেছে। এই প্লাস্টিক বর্জ্য এখন পরিবেশের জন্য এক মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবছর সমুদ্রে প্রায় ১১ মিলিয়ন টন বর্জ্য ফেলা হচ্ছে। এ কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য পড়ছে ধ্বংসের মুখে।
১৩ মিনিট আগেঅনলাইনে প্রতারণার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে মানুষের ব্যক্তিগত তথ্য। ই-মেইল, মোবাইল ফোন নম্বর, ঠিকানা কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য—সবই আজকাল অনলাইনে ঘুরে বেড়ায়। আর এই তথ্যগুলো গুগল সার্চে সহজে পাওয়া যায়, যা হতে পারে প্রতারণার বড় কারণ।
২০ মিনিট আগেবৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
২১ ঘণ্টা আগে