কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক তৈরি করে বিভিন্নভাবে মানুষকে বিপদে ফেলছে প্রতারকেরা। এবার ইলন মাস্কের ডিপফেকের ফাঁদে পা দিয়ে ৭০ মিলিয়ন কোরিয়ান ওন বা ৫০ হাজার ডলার খোয়ালেন দক্ষিণ কোরিয়ান নারী। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন বলছে, এই প্রতারক ২০২৩ সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্কের ভুয়া অ্যাকাউন্ট খোলে। এসব অ্যাকাউন্টে বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রতারক বোঝাতে চেয়েছিলেন যে তিনিই আসল মাস্ক। এ জন্য ইলন মাস্কের ব্যক্তিগত কার্যকলাপও তুলে ধরেন তিনি। প্রতারক বলেন, তিনি প্রায়ই ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে টেক্সাসে (এখানে টেসলার কারখানা অবস্থিত) ও ফ্লোরিডায় (স্পেসএক্সের সদর দপ্তর) ভ্রমণ করেন। প্রতারক এক পোস্টে বলেন, তাঁর ছেলেমেয়েরা প্রতি সপ্তাহেই স্পেসএক্সে যায়।
মাস্কের ছদ্মবেশ ধারণ করে প্রতারক বলে, বিশ্বের জন্য দুর্দান্ত কিছু করছেন। প্রতারক আরও বলে, ‘আমি খুশি যে আমার ভক্তরা আমার মাধ্যমে ধনী হবে।’ এসব ঘোষণার মাধ্যমে ওই নারীর আস্থা অর্জন করেন প্রতারক।
প্রথম দিকে ভুক্তভোগী নারী এ নিয়ে কিছুটা সন্দেহ করছিলেন। কিন্তু সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে প্রতারকের পোস্টের মিল পেয়ে তিনি আর সন্দেহ করেনি।
প্রতারক ওই নারীকে ভিডিও কল দেওয়ার পর এই সন্দেহ আরও দূর হয়। কারণ, ভিডিও কলে প্রতারককে দেখতে ইলন মাস্কের মতোই মনে হয়।
প্রতারক ভিডিও কলে বলে, ‘আই লাভ ইউ’ বলে।
মাস্কের ছদ্মবেশে প্রতারক বলেন, তিনি খুশি যে তার ভক্তরা তার মাধ্যমে ধনী হবে। বিনিয়োগ করলে আরও অর্থ পাওয়া যাবে। এমনকি তিনি একটি কোরিয়ার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও তুলে ধরেন। এ ছাড়া ‘মঙ্গল গ্রহের নাগরিকত্বের’ একটি আইডি কার্ডের ছবিও প্রকাশ করে।
এতগুলো তথ্য পাওয়ার পর প্রতারককেই ইলন মাস্ক বলে বিশ্বাস করেন ভুক্তভোগী নারী।
গত বছরের আগস্টে ভুক্তভোগী নারী প্রতারকের অ্যাকাউন্টে একাধিকবার অর্থ পাঠায়। সব মিলিয়ে তিনি ৫০ হাজার ডলার পাঠান। ওই অর্থ বিনিয়োগ করলে তিনি ধনী হয়ে যাবেন বলে তিনি ভাবেন। পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক তৈরি করে বিভিন্নভাবে মানুষকে বিপদে ফেলছে প্রতারকেরা। এবার ইলন মাস্কের ডিপফেকের ফাঁদে পা দিয়ে ৭০ মিলিয়ন কোরিয়ান ওন বা ৫০ হাজার ডলার খোয়ালেন দক্ষিণ কোরিয়ান নারী। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন বলছে, এই প্রতারক ২০২৩ সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্কের ভুয়া অ্যাকাউন্ট খোলে। এসব অ্যাকাউন্টে বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রতারক বোঝাতে চেয়েছিলেন যে তিনিই আসল মাস্ক। এ জন্য ইলন মাস্কের ব্যক্তিগত কার্যকলাপও তুলে ধরেন তিনি। প্রতারক বলেন, তিনি প্রায়ই ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে টেক্সাসে (এখানে টেসলার কারখানা অবস্থিত) ও ফ্লোরিডায় (স্পেসএক্সের সদর দপ্তর) ভ্রমণ করেন। প্রতারক এক পোস্টে বলেন, তাঁর ছেলেমেয়েরা প্রতি সপ্তাহেই স্পেসএক্সে যায়।
মাস্কের ছদ্মবেশ ধারণ করে প্রতারক বলে, বিশ্বের জন্য দুর্দান্ত কিছু করছেন। প্রতারক আরও বলে, ‘আমি খুশি যে আমার ভক্তরা আমার মাধ্যমে ধনী হবে।’ এসব ঘোষণার মাধ্যমে ওই নারীর আস্থা অর্জন করেন প্রতারক।
প্রথম দিকে ভুক্তভোগী নারী এ নিয়ে কিছুটা সন্দেহ করছিলেন। কিন্তু সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে প্রতারকের পোস্টের মিল পেয়ে তিনি আর সন্দেহ করেনি।
প্রতারক ওই নারীকে ভিডিও কল দেওয়ার পর এই সন্দেহ আরও দূর হয়। কারণ, ভিডিও কলে প্রতারককে দেখতে ইলন মাস্কের মতোই মনে হয়।
প্রতারক ভিডিও কলে বলে, ‘আই লাভ ইউ’ বলে।
মাস্কের ছদ্মবেশে প্রতারক বলেন, তিনি খুশি যে তার ভক্তরা তার মাধ্যমে ধনী হবে। বিনিয়োগ করলে আরও অর্থ পাওয়া যাবে। এমনকি তিনি একটি কোরিয়ার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও তুলে ধরেন। এ ছাড়া ‘মঙ্গল গ্রহের নাগরিকত্বের’ একটি আইডি কার্ডের ছবিও প্রকাশ করে।
এতগুলো তথ্য পাওয়ার পর প্রতারককেই ইলন মাস্ক বলে বিশ্বাস করেন ভুক্তভোগী নারী।
গত বছরের আগস্টে ভুক্তভোগী নারী প্রতারকের অ্যাকাউন্টে একাধিকবার অর্থ পাঠায়। সব মিলিয়ে তিনি ৫০ হাজার ডলার পাঠান। ওই অর্থ বিনিয়োগ করলে তিনি ধনী হয়ে যাবেন বলে তিনি ভাবেন। পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
৬ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৭ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
৮ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৯ ঘণ্টা আগে