শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএতে নিয়োগ
রাহুল শর্মা, ঢাকা
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুলেট গতিতে। সকালে ৩ হাজার ১০৫ জন চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশে এমন গতি, ডিআইএ কর্তৃপক্ষ প্রশ্নপত্র প্রণয়ন করায় এবং খাতা মূল্যায়নের ব্যবস্থাপনায় থাকায় এই নিয়োগ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
ডিআইএর একাধিক কর্মকর্তা ও বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর অভিযোগ, পছন্দের প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতেই ফল প্রকাশে এত তড়িঘড়ি। তবে ডিআইএ কর্তৃপক্ষ বলেছে, প্রশ্নপত্র তাঁরা প্রণয়ন করলেও খাতা মূল্যায়ন করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকেরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিআইএর অডিটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহায়ক—এই চার পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয় ৯ মে সকালে। রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা হয়। ৩ হাজার ১০৫ প্রার্থীর খাতা মূল্যায়ন করে সেদিন রাতেই ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫২ জন।
সূত্র আরও জানায়, বাকি ৭ পদের (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, রেকর্ড কিপার, স্টোর কিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তাপ্রহরী) লিখিত পরীক্ষা হওয়ার কথা ২৩ মে। পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সব মিলিয়ে ডিআইএর ১১ পদে মোট আবেদন করেন ২৪ হাজার ১১২ জন চাকরিপ্রার্থী।
ডিআইএতে জনবল নিয়োগে প্রথম বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০২৩ সালের ২১ মে। ওই বিজ্ঞপ্তিতে ১০ ধরনের পদে মোট ৩০ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়। ২০২৪ সালের ১০ অক্টোবর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১ ধরনের পদে ৩৩ জনকে নিয়োগের কথা উল্লেখ ছিল।
নিয়োগ কার্যক্রমে অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডিআইএর পরিচালক অধ্যাপক সাইফুল ইসলামকে মোবাইলে একাধিকবার ফোন এবং এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি।
ডিআইএর প্রধান কাজ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থা পরিদর্শন এবং নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা। পরিদর্শনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা পেলে পরে প্রতিবেদনে সেগুলো তুলে ধরার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর ভিত্তিতে ব্যবস্থা নেয় শিক্ষা মন্ত্রণালয়।
ডিআইএর সূত্র বলছে, ডিআইএর তৎকালীন পরিচালক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম দায়িত্ব নেওয়ার পর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে লিখিত পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেন। কিন্তু তাঁর বদলির কারণে ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি। পরে ডিআইএর বর্তমান পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর ডিআইএ নিজেরাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইএর একাধিক কর্মকর্তা দাবি করেন, বর্তমান পরিচালকের চাকরির মেয়াদ আছে তিন মাসেরও কম। এ কারণে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে। ডিআইএতে সাধারণত বিভাগীয় পদোন্নতি/নির্বাচন কমিটির (ডিপিসি) সদস্যসচিবের দায়িত্ব পালন করেন উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তা। কিন্তু এবার দায়িত্ব দেওয়া হয়েছে একজন শিক্ষা পরিদর্শককে। এত অল্প সময়ে স্বচ্ছতার ভিত্তিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা অসম্ভব।
অন্তত ১০ জন চাকরিপ্রার্থী অভিযোগ করেন, সন্তোষজনক পরীক্ষা দিলেও উত্তীর্ণদের মধ্যে তাঁরা নেই। অনিয়মের কারণেই তাঁরা উত্তীর্ণ হননি।
তবে সবকিছু নিয়ম অনুযায়ীই হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিটির সদস্যসচিব ও শিক্ষা পরিদর্শক মো. আফরুজ জামান। ১১ মে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ডিপিসি সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগের সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কমিটিতে অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও আছেন। প্রশ্নপত্র আমরা প্রণয়ন করলেও খাতা মূল্যায়ন করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকেরা। আমরা শুধু ব্যবস্থাপনায় ছিলাম।’
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুলেট গতিতে। সকালে ৩ হাজার ১০৫ জন চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশে এমন গতি, ডিআইএ কর্তৃপক্ষ প্রশ্নপত্র প্রণয়ন করায় এবং খাতা মূল্যায়নের ব্যবস্থাপনায় থাকায় এই নিয়োগ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
ডিআইএর একাধিক কর্মকর্তা ও বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর অভিযোগ, পছন্দের প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতেই ফল প্রকাশে এত তড়িঘড়ি। তবে ডিআইএ কর্তৃপক্ষ বলেছে, প্রশ্নপত্র তাঁরা প্রণয়ন করলেও খাতা মূল্যায়ন করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকেরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিআইএর অডিটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহায়ক—এই চার পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয় ৯ মে সকালে। রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা হয়। ৩ হাজার ১০৫ প্রার্থীর খাতা মূল্যায়ন করে সেদিন রাতেই ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫২ জন।
সূত্র আরও জানায়, বাকি ৭ পদের (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, রেকর্ড কিপার, স্টোর কিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তাপ্রহরী) লিখিত পরীক্ষা হওয়ার কথা ২৩ মে। পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সব মিলিয়ে ডিআইএর ১১ পদে মোট আবেদন করেন ২৪ হাজার ১১২ জন চাকরিপ্রার্থী।
ডিআইএতে জনবল নিয়োগে প্রথম বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০২৩ সালের ২১ মে। ওই বিজ্ঞপ্তিতে ১০ ধরনের পদে মোট ৩০ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়। ২০২৪ সালের ১০ অক্টোবর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১ ধরনের পদে ৩৩ জনকে নিয়োগের কথা উল্লেখ ছিল।
নিয়োগ কার্যক্রমে অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডিআইএর পরিচালক অধ্যাপক সাইফুল ইসলামকে মোবাইলে একাধিকবার ফোন এবং এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি।
ডিআইএর প্রধান কাজ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থা পরিদর্শন এবং নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা। পরিদর্শনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা পেলে পরে প্রতিবেদনে সেগুলো তুলে ধরার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর ভিত্তিতে ব্যবস্থা নেয় শিক্ষা মন্ত্রণালয়।
ডিআইএর সূত্র বলছে, ডিআইএর তৎকালীন পরিচালক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম দায়িত্ব নেওয়ার পর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে লিখিত পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেন। কিন্তু তাঁর বদলির কারণে ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি। পরে ডিআইএর বর্তমান পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর ডিআইএ নিজেরাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইএর একাধিক কর্মকর্তা দাবি করেন, বর্তমান পরিচালকের চাকরির মেয়াদ আছে তিন মাসেরও কম। এ কারণে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে। ডিআইএতে সাধারণত বিভাগীয় পদোন্নতি/নির্বাচন কমিটির (ডিপিসি) সদস্যসচিবের দায়িত্ব পালন করেন উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তা। কিন্তু এবার দায়িত্ব দেওয়া হয়েছে একজন শিক্ষা পরিদর্শককে। এত অল্প সময়ে স্বচ্ছতার ভিত্তিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা অসম্ভব।
অন্তত ১০ জন চাকরিপ্রার্থী অভিযোগ করেন, সন্তোষজনক পরীক্ষা দিলেও উত্তীর্ণদের মধ্যে তাঁরা নেই। অনিয়মের কারণেই তাঁরা উত্তীর্ণ হননি।
তবে সবকিছু নিয়ম অনুযায়ীই হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিটির সদস্যসচিব ও শিক্ষা পরিদর্শক মো. আফরুজ জামান। ১১ মে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ডিপিসি সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগের সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কমিটিতে অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও আছেন। প্রশ্নপত্র আমরা প্রণয়ন করলেও খাতা মূল্যায়ন করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকেরা। আমরা শুধু ব্যবস্থাপনায় ছিলাম।’
সরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বৈদেশিক সম্পর্কের নানা দিক সামাল দেওয়ার ক্ষেত্রে ঝামেলা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ও তাঁর দপ্তর মনে করছে, অন্তর্বর্তী সরকারের ধরন এবং সরকারপ্রধানের কাজের যে বৈচিত্র্য ও গতি, তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় তাল-লয় ঠিক রেখে চলতে পারছে না...
২ ঘণ্টা আগেসর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এখন থেকে কোনো চাঁদাদাতা ৬০ বছর বয়স পূর্ণ করলেই তাঁর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন তোলার সুযোগ পাবেন; এটি প্রথমবারের মতো চালু হলো। পাশাপাশি প্রবাস ও প্রগতি স্কিমে মাসিক...
৩ ঘণ্টা আগেযমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার (১৪ মে) যমুনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের পর তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এই আহ্বান জানান। উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আপনারা যেন আন্দোলন...
৫ ঘণ্টা আগেবালুমহাল নিয়ে ১০টি নির্দেশনা দিয়ে স্থানীয় প্রশাসনকে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আজ বুধবার সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বালুমহাল নিয়ে এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে