অনলাইন ডেস্ক
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
আউটডোর ব্যবহারের উপযোগী করে স্মার্টফোনটির স্থায়িত্ব ও পারফরম্যান্স বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কারণ, এতে রয়েছে আইপি ৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মিলিটারি-গ্রেড ড্রপ প্রোটেকশন এবং ফ্ল্যাগশিপ লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যার সমন্বয়ে ডিভাইসটি নিশ্চিত করে এই সেগমেন্টে সর্বোচ্চ মানের স্মার্টফোনের অভিজ্ঞতা।
এই ধরনের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। তবে পানি ও ধুলা থেকে সুরক্ষা দিতে অপো এ৫ এক্সে রয়েছে আইপি ৬৫।
এ ছাড়া, সূর্যের তীব্র আলোতেও যেন স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়, এ জন্য অপো এ৫ এক্সে যুক্ত করা হয়েছে আউটডোর মোড। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত স্মার্টফোন।
অপো এ৫ এক্সের টেকসই নির্মাণও বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে রয়েছে ১৪-স্টার সার্টিফিকেশনসহ মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স—যা ডিভাইসটিকে দেয় অতিরিক্ত সুরক্ষা ও স্থায়িত্ব। এই দামের মধ্যে এমন সব প্রিমিয়াম সুরক্ষা পাওয়া যায়, যা সাধারণত এই রেঞ্জের ফোনে খুব একটা দেখা যায় না।
ফোনটির ক্যামেরাও বেশ দুর্দান্ত। এর পেছনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের এবং সামনের সেলফি ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর।
আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০-নিট ব্রাইটনেসের ৬ দশমিক ৬৭-ইঞ্চি ডিসপ্লে। ফলে ব্যবহারকারীরা প্রাণবন্ত ও উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা পায়।
স্মার্টফোনটকে ফোনটিকে দ্রুত ও নিরাপদভাবে আনলক করার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০ শতাংশ আলট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে ৭ দশমিক ৯৯ এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়কভাবে ও সহজেই মুঠোবন্দী করা যায়।
এসব আধুনিক ফিচার সমন্বিত ডিভাইসটি পুরুত্ব মাত্র ৭ দশমিক ৯৯ মিলিমিটার। এর ওজন মাত্র ১৯৩ গ্রাম। ফলে ফোনটি সহজেই মুঠোবন্দী করা যায় এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও থাকে আরামদায়ক।
স্মার্টফোনটি দুটি বাহারি রঙে পাওয়া যাবে—লেজার হোয়াইট এবং মিডনাইট ব্লু।
আজ (১৫ মে) থেকেই অপো এ৫ এক্স (৪ জিবি+৬৪ জিবি) ফোনটি প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকেরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, এক মাসের বঙ্গ সাবস্ক্রিপশন অথবা নিশ্চিতভাবে কম্বো গিফট বক্স।
বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ও অপো বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করুন।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
আউটডোর ব্যবহারের উপযোগী করে স্মার্টফোনটির স্থায়িত্ব ও পারফরম্যান্স বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কারণ, এতে রয়েছে আইপি ৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মিলিটারি-গ্রেড ড্রপ প্রোটেকশন এবং ফ্ল্যাগশিপ লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যার সমন্বয়ে ডিভাইসটি নিশ্চিত করে এই সেগমেন্টে সর্বোচ্চ মানের স্মার্টফোনের অভিজ্ঞতা।
এই ধরনের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। তবে পানি ও ধুলা থেকে সুরক্ষা দিতে অপো এ৫ এক্সে রয়েছে আইপি ৬৫।
এ ছাড়া, সূর্যের তীব্র আলোতেও যেন স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়, এ জন্য অপো এ৫ এক্সে যুক্ত করা হয়েছে আউটডোর মোড। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত স্মার্টফোন।
অপো এ৫ এক্সের টেকসই নির্মাণও বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে রয়েছে ১৪-স্টার সার্টিফিকেশনসহ মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স—যা ডিভাইসটিকে দেয় অতিরিক্ত সুরক্ষা ও স্থায়িত্ব। এই দামের মধ্যে এমন সব প্রিমিয়াম সুরক্ষা পাওয়া যায়, যা সাধারণত এই রেঞ্জের ফোনে খুব একটা দেখা যায় না।
ফোনটির ক্যামেরাও বেশ দুর্দান্ত। এর পেছনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের এবং সামনের সেলফি ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর।
আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০-নিট ব্রাইটনেসের ৬ দশমিক ৬৭-ইঞ্চি ডিসপ্লে। ফলে ব্যবহারকারীরা প্রাণবন্ত ও উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা পায়।
স্মার্টফোনটকে ফোনটিকে দ্রুত ও নিরাপদভাবে আনলক করার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০ শতাংশ আলট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে ৭ দশমিক ৯৯ এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়কভাবে ও সহজেই মুঠোবন্দী করা যায়।
এসব আধুনিক ফিচার সমন্বিত ডিভাইসটি পুরুত্ব মাত্র ৭ দশমিক ৯৯ মিলিমিটার। এর ওজন মাত্র ১৯৩ গ্রাম। ফলে ফোনটি সহজেই মুঠোবন্দী করা যায় এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও থাকে আরামদায়ক।
স্মার্টফোনটি দুটি বাহারি রঙে পাওয়া যাবে—লেজার হোয়াইট এবং মিডনাইট ব্লু।
আজ (১৫ মে) থেকেই অপো এ৫ এক্স (৪ জিবি+৬৪ জিবি) ফোনটি প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকেরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, এক মাসের বঙ্গ সাবস্ক্রিপশন অথবা নিশ্চিতভাবে কম্বো গিফট বক্স।
বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ও অপো বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করুন।
টিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৭ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
৯ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৯ ঘণ্টা আগেসৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে
১০ ঘণ্টা আগে