অনলাইন ডেস্ক
চুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষাব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’।
বর্তমানেও অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে চুরি প্রতিরোধের ব্যবস্থা থাকলেও নতুন এই ফিচার ডিভাইসকে পুরোপুরি অকার্যকর করে দেবে। যদি কেউ জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করে, তাহলে ফোন লক হয়ে যাবে।
গুগল জানায়, ফোন চুরি হয়ে গেলে বা সন্দেহজনকভাবে ফ্যাক্টরি রিসেট করা হলে নতুন ফিচার ফোনটিকে পুরোপুরি লক করে ফেলবে। তখন সেটআপের সময় সঠিক পাসকোড বা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য ছাড়া ফোনটি আর চালু করা যাবে না।
যদিও এই ফিচারের কীভাবে কাজ করবে তার বিস্তারিত তথ্য গুগল এখনো জানায়নি। তবে প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা গেছে, ফোনটি লক হওয়ার পর একটি বার্তা দেখা যাবে। সেখানে লেখা থাকবে—ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ডিভাইসটি লক হয়েছে।
এই উন্নত ফিচার চলতি বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ অথবা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজের (কিউপিআর) সঙ্গে এটি উন্মুক্ত করা হবে।
এ ছাড়া, গুগল অ্যান্ড্রয়েড ১৬তে নতুন একটি ডিজাইন ভাষা—মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ উপস্থাপন করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও রঙিন করে তুলবে। নতুন ডিজাইনে ঘড়ি অ্যাপসহ সব নেটিভ অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসবে।
এই আপডেট আগামী জুন মাসে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে গুগল জানিয়েছে।
আরও খবর পড়ুন:
চুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষাব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’।
বর্তমানেও অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে চুরি প্রতিরোধের ব্যবস্থা থাকলেও নতুন এই ফিচার ডিভাইসকে পুরোপুরি অকার্যকর করে দেবে। যদি কেউ জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করে, তাহলে ফোন লক হয়ে যাবে।
গুগল জানায়, ফোন চুরি হয়ে গেলে বা সন্দেহজনকভাবে ফ্যাক্টরি রিসেট করা হলে নতুন ফিচার ফোনটিকে পুরোপুরি লক করে ফেলবে। তখন সেটআপের সময় সঠিক পাসকোড বা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য ছাড়া ফোনটি আর চালু করা যাবে না।
যদিও এই ফিচারের কীভাবে কাজ করবে তার বিস্তারিত তথ্য গুগল এখনো জানায়নি। তবে প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা গেছে, ফোনটি লক হওয়ার পর একটি বার্তা দেখা যাবে। সেখানে লেখা থাকবে—ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ডিভাইসটি লক হয়েছে।
এই উন্নত ফিচার চলতি বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ অথবা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজের (কিউপিআর) সঙ্গে এটি উন্মুক্ত করা হবে।
এ ছাড়া, গুগল অ্যান্ড্রয়েড ১৬তে নতুন একটি ডিজাইন ভাষা—মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ উপস্থাপন করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও রঙিন করে তুলবে। নতুন ডিজাইনে ঘড়ি অ্যাপসহ সব নেটিভ অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসবে।
এই আপডেট আগামী জুন মাসে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে গুগল জানিয়েছে।
আরও খবর পড়ুন:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১৩ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে