টেক্সট থেকে ছবি তৈরির টুল ডাল–ই-র উন্নত ভার্সন নিয়ে এল ওপেনএআই। এই ভার্সনে অসম্পূর্ণ নির্দেশনা দিলেও আগের চেয়ে নিখুঁত ছবি তৈরি হবে। চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারসহ গ্রাহকরা অক্টোবর থেকে ডাল–ই ৩ ভার্সন ব্যবহার করতে পারবেন।
চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে টেক্সট নির্দেশনার ভিত্তিতে ছবি তৈরির প্রথম টুল নিয়ে আসে ওপেনএআই। চ্যাটবটকে নির্দেশনা দিয়ে ছবি তৈরির পাশাপাশি ছবি পরিবর্তন আনা যায়।
ওপেনএআইর বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ডাল–ই ৩ ভার্সনের মাধ্যমে ছোট বা অল্প নির্দেশনা দিয়েও ডিটেইল ও নির্ভুল ছবি তৈরি করা যায়। এই সংস্করণে সুরক্ষা জোরদার করা হয়েছে। সহিংস, শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী ও ঘৃণা ছড়ানোর মতো বিষয়বস্তু তৈরির ক্ষমতা সীমিত করে দেওয়া হয়েছে।
কোনো পাবলিক ফিগারের ছবি বা জীবন্ত শিল্পীর স্টাইলে ছবি তৈরির নির্দেশনা দেয়- টুলকে এমন অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ওপেনএআই বলছে, টেক্সট থেকে ছবি তৈরির টুলকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবহৃত চিত্রকর্মের সবটা বা অংশবিশেষ নির্মাতারা পরে প্রত্যাহার করে নিতে পারবেন।
টেক্সট থেকে নির্ভুলভাবে ছবি তৈরির ক্ষেত্রে বাজারে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী আলিবাবার টঙগিই ওয়ানক্সিয়াং, মিডজার্নি ও স্ট্যাবিলটি এআই। এসব কোম্পানিও তাদের টুল উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।
এআই দিয়ে ছবি তৈরির প্রসার যত বাড়ছে, পাল্লা দিয়ে উদ্বেগও তত বাড়ছে। গত আগস্টেই ওয়াশিংটন ডিসির আদালত রায় দিয়েছ, মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধু এআই দিয়ে তৈরি শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের আইনে কপিরাইট পাবে না।
টেক্সট থেকে ছবি তৈরির টুল ডাল–ই-র উন্নত ভার্সন নিয়ে এল ওপেনএআই। এই ভার্সনে অসম্পূর্ণ নির্দেশনা দিলেও আগের চেয়ে নিখুঁত ছবি তৈরি হবে। চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারসহ গ্রাহকরা অক্টোবর থেকে ডাল–ই ৩ ভার্সন ব্যবহার করতে পারবেন।
চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে টেক্সট নির্দেশনার ভিত্তিতে ছবি তৈরির প্রথম টুল নিয়ে আসে ওপেনএআই। চ্যাটবটকে নির্দেশনা দিয়ে ছবি তৈরির পাশাপাশি ছবি পরিবর্তন আনা যায়।
ওপেনএআইর বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ডাল–ই ৩ ভার্সনের মাধ্যমে ছোট বা অল্প নির্দেশনা দিয়েও ডিটেইল ও নির্ভুল ছবি তৈরি করা যায়। এই সংস্করণে সুরক্ষা জোরদার করা হয়েছে। সহিংস, শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী ও ঘৃণা ছড়ানোর মতো বিষয়বস্তু তৈরির ক্ষমতা সীমিত করে দেওয়া হয়েছে।
কোনো পাবলিক ফিগারের ছবি বা জীবন্ত শিল্পীর স্টাইলে ছবি তৈরির নির্দেশনা দেয়- টুলকে এমন অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ওপেনএআই বলছে, টেক্সট থেকে ছবি তৈরির টুলকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবহৃত চিত্রকর্মের সবটা বা অংশবিশেষ নির্মাতারা পরে প্রত্যাহার করে নিতে পারবেন।
টেক্সট থেকে নির্ভুলভাবে ছবি তৈরির ক্ষেত্রে বাজারে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী আলিবাবার টঙগিই ওয়ানক্সিয়াং, মিডজার্নি ও স্ট্যাবিলটি এআই। এসব কোম্পানিও তাদের টুল উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।
এআই দিয়ে ছবি তৈরির প্রসার যত বাড়ছে, পাল্লা দিয়ে উদ্বেগও তত বাড়ছে। গত আগস্টেই ওয়াশিংটন ডিসির আদালত রায় দিয়েছ, মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধু এআই দিয়ে তৈরি শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের আইনে কপিরাইট পাবে না।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৪ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৪ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৭ ঘণ্টা আগে