অনলাইন ডেস্ক
ভিডিও প্রেজেন্টেশন তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নিয়ে নতুন অ্যাপ ‘ভিডস’ নিয়ে এল গুগল। অ্যাপটি কয়েক মিনিটের মধ্যেই ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দেবে। কোনো ডকুমেন্ট, স্লাইড, ভয়েস রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং দিলেই এগুলো দিয়ে গোছানো একটি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবে অ্যাপটি।
গুগলের এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে কাজ করবে ভিডস অ্যাপটি। জেমিনিকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে এটি সেভাবেই ভিডিওটি তৈরি করে দেবে। এরপর চাইলে ভিডিওটি এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন অ্যাপটি নিয়ে গুগল বলেছে, ভিডস একটি এআইভিত্তিক ভিডিও তৈরির অ্যাপ যা কাজের জন্য ডিজাইন করা হয়েছে ও আপনি প্রতিদিন যে ওয়ার্কস্পেস স্যুট ব্যবহার করেন তার সঙ্গে গভীরভাবে একত্রিত।’
ভিডস অ্যাপটি অনেক সহজে ব্যবহার করা যায়। এ সম্পর্কে গুগল বলছে, আপনি যদি স্লাইড বানাতে পারেন তাহলে ভিডস–এ ভিডিও বানাতে পারবেন।
গুগল ভিডস–এ অনেকগুলো টেম্পলেট থাকবে। এর মধ্যে থেকে পছন্দের মতো টেম্পলেট দিয়ে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করা যাবে।
অ্যাপটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করে জেমিনি। ভিডিওতে দেখা যায়, জেমিনি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে স্টক ফুটেজ, স্ক্রিপ্ট ও এআই ভয়েসওভার ভিডিও প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত করবে অ্যাপটি।
প্রাথমিকভাবে অ্যাপটি কিছু বাছাই করা নির্ভরযোগ্য টেস্টারদের কাছে উন্মুক্ত করা হবে। গুগল ওয়ার্ক স্পেসের অন্যান্য পণ্যের মতোই ভিডিও প্রকল্পগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
এ ছাড়া ভিডিওর সঙ্গে যুক্ত করার জন্য আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ইংরেজিসহ বিভিন্ন উপভাষায় উদ্যমী, বন্ধুত্বপূর্ণ ও শান্ত বিভিন্ন ধরনের কণ্ঠস্বর বেছে নিতে দেয় ব্যবহারকারীরা।
গত এপ্রিলে প্রথমবারের মতো ভিডিও প্রেজেন্টেশন টুলটির ঘোষণা দেয় গুগল। জুন গুগল এআই মডেলের নতুন সংস্করণ জেমিনি ১.৫ প্রো ডেভেলপারদের জন্য উন্মোচন করে। সেই সঙ্গে ওপেন সোর্স ল্যাংগুয়েজ মডেল গেমা ২–ও উন্মোচন করে গুগল।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ভিডিও প্রেজেন্টেশন তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নিয়ে নতুন অ্যাপ ‘ভিডস’ নিয়ে এল গুগল। অ্যাপটি কয়েক মিনিটের মধ্যেই ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দেবে। কোনো ডকুমেন্ট, স্লাইড, ভয়েস রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং দিলেই এগুলো দিয়ে গোছানো একটি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবে অ্যাপটি।
গুগলের এআই মডেল জেমিনির ওপর ভিত্তি করে কাজ করবে ভিডস অ্যাপটি। জেমিনিকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে এটি সেভাবেই ভিডিওটি তৈরি করে দেবে। এরপর চাইলে ভিডিওটি এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন অ্যাপটি নিয়ে গুগল বলেছে, ভিডস একটি এআইভিত্তিক ভিডিও তৈরির অ্যাপ যা কাজের জন্য ডিজাইন করা হয়েছে ও আপনি প্রতিদিন যে ওয়ার্কস্পেস স্যুট ব্যবহার করেন তার সঙ্গে গভীরভাবে একত্রিত।’
ভিডস অ্যাপটি অনেক সহজে ব্যবহার করা যায়। এ সম্পর্কে গুগল বলছে, আপনি যদি স্লাইড বানাতে পারেন তাহলে ভিডস–এ ভিডিও বানাতে পারবেন।
গুগল ভিডস–এ অনেকগুলো টেম্পলেট থাকবে। এর মধ্যে থেকে পছন্দের মতো টেম্পলেট দিয়ে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করা যাবে।
অ্যাপটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করে জেমিনি। ভিডিওতে দেখা যায়, জেমিনি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে স্টক ফুটেজ, স্ক্রিপ্ট ও এআই ভয়েসওভার ভিডিও প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত করবে অ্যাপটি।
প্রাথমিকভাবে অ্যাপটি কিছু বাছাই করা নির্ভরযোগ্য টেস্টারদের কাছে উন্মুক্ত করা হবে। গুগল ওয়ার্ক স্পেসের অন্যান্য পণ্যের মতোই ভিডিও প্রকল্পগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
এ ছাড়া ভিডিওর সঙ্গে যুক্ত করার জন্য আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ইংরেজিসহ বিভিন্ন উপভাষায় উদ্যমী, বন্ধুত্বপূর্ণ ও শান্ত বিভিন্ন ধরনের কণ্ঠস্বর বেছে নিতে দেয় ব্যবহারকারীরা।
গত এপ্রিলে প্রথমবারের মতো ভিডিও প্রেজেন্টেশন টুলটির ঘোষণা দেয় গুগল। জুন গুগল এআই মডেলের নতুন সংস্করণ জেমিনি ১.৫ প্রো ডেভেলপারদের জন্য উন্মোচন করে। সেই সঙ্গে ওপেন সোর্স ল্যাংগুয়েজ মডেল গেমা ২–ও উন্মোচন করে গুগল।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১৩ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১৪ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১৪ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১৭ ঘণ্টা আগে