Ajker Patrika

৫ উপায়ে মোবাইল ডেটা খরচ কমান

ফিচার ডেস্ক
Thumbnail image

প্রতিনিয়ত বাড়ছে মোবাইল ইন্টারনেটের খরচ। ১ জিবি প্যাকেজ যেন নিমেষেই শেষ হয়ে যায়। বর্তমান স্মার্টফোনগুলোর অনেক ফিচার ব্যবহারের কারণে ডেটার ওপর চাপ পড়ে। কিন্তু সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অতিরিক্ত ডেটা খরচের হাত থেকে বাঁচা যাবে। 

অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করুন
আপনার ফোনের অনেক অ্যাপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা ছাড়াও মোবাইল ডেটা খরচ হয়। এই সমস্যা সমাধান করতে পারেন দুইভাবে। প্রথমত, প্রয়োজন ছাড়া মোবাইল ফোনের ডেটা চালু থেকে বিরত থাকুন। এ ছাড়া সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ রাখার অপশন চালু করুন। 

হাই রেজ্যুশন ভিডিও এড়িয়ে চলুন
ভিডিও কোয়ালিটির ওপর ডেটার ব্যয় নির্ভর করে। হাই রেজ্যুশন ভিডিও দেখতে স্বাভাবিকভাবে ডেটা খরচ বেশি হয়। কিন্তু প্রতিটি ডিভাইসেই রেজ্যুশন কমানোর অপশন থাকে। তাই আপনার ফোনে যদি ডেটার ঘাটতি কমাতে চান, তাহলে ভিডিও দেখার সময় সেটিংস থেকে হাই রেজ্যুশন ভিডিও দেখার অপশনটি বদলে নিন। এ ছাড়া এ ধরনের ভিডিও ডাউনলোড এড়িয়ে চলুন। 

অফলাইন মুডের ব্যবহার করুন
বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অফলাইন মুডের সুবিধা রয়েছে। এর মধ্যে অতি প্রয়োজনীয় গুগল ম্যাপ। এই অ্যাপে আগে থেকে নির্দিষ্ট কোনো এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখা যায়। এতে আপনার ফোনে ইন্টারনেট সচল না থাকলেও সেটি ব্যবহার করা যাবে। এ ছাড়া ওয়াই-ফাই ব্যবহার করে ইউটিউবের অনেক ভিডিও ডাউনলোড করে সংযোগ বন্ধ অবস্থাতেও দেখা যায়। 

ডেটার লিমিট ঠিক করে দিন
ইন্টারনেট ব্যবহারের সময় হুট করে ডেটা শেষ হয়ে যাওয়া নিয়মিত বিষয়। এ ক্ষেত্রে মোবাইল ফোনের সেটিংসে রয়েছে ডেটা লিমিট ঠিক করে দেওয়ার সুবিধা। এর ফলে নির্দিষ্ট লিমিটের ডেটা ব্যবহার শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। 

অপ্রয়োজনীয় অ্যাপ বাদ দিন
স্মার্টফোনে এমন অনেক অ্যাপ থাকে, যার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেগুলো নিয়মিত আপনার ডেটা খরচ করছে। এমন অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইল ফোন থেকে ডিলিট বা আনইনস্টল করে দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত