বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। বিং–এর নতুন এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যের সারসংক্ষেপ আলাদাভাবে জানা যাবে।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, বিং-এর জেনারেটিভ সার্চ ফিচারটি ‘সার্চ ফলাফলের পেজের সঙ্গে জেনারেটিভ এআই ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) শক্তিকে একত্রিত করা হয়েছে। এর ফলে প্রশ্নের বিভিন্ন উত্তর সহজেই জানতে পারবে ব্যবহারকারীরা। যেমন: কোনো মুভির নাম দিয়ে বিং–এ সার্চ করা হলে মুভির তৈরির ইতিহাস, জেনার, উৎসসহ আরও বেশ কিছু তথ্য জানা যাবে। সেই সঙ্গে এআই দিয়ে তৈরি বিভিন্ন উত্তরও দেখা যাবে।
সার্চ ফলাফলের সারসংক্ষেপটি কোনো ওয়েবসাইটের লেখা থেকে তৈরি করা হয়েছে তার লিংকও দেওয়া হবে। সার্চ ফলাফলের বাম পাশে বিষয়টি সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটও দেখা যাবে।
গুগলের এআইভিত্তিক সার্চ ফলাফলের নিচে সাধারণ সার্চ ফলাফলগুলো দেখা যায়। তবে বিং সার্চের ক্ষেত্রে শুরুতেই অর্ধেক পেজ জুড়ে সাধারণ সার্চ ফলাফল দেখা যাবে।
বর্তমানে কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য এআইভিত্তিক সার্চ ফিচারটি চালু করা হয়েছে। মাইক্রোসফট বলেছে, ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে। সবার জন্য চালু করার আগে কোম্পানিটি আরও সময় নেবে। অন্যদের প্রতিক্রিয়াও বিবেচনা করবে।
প্রতিনিয়ত ইন্টারনেট থেকে বিভিন্ন কনটেন্ট সংগ্রহ করছে এআই। আর ওয়েবসাইটে প্রবেশের চেয়ে এআই দিয়ে তৈরি সারসংক্ষেপের দিকে বেশি ঝুঁকবে ব্যবহারকারীরা। এ সমস্যা সম্পর্কে কোম্পানিটি অবগত রয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রকাশকদের ওয়েবসাইটের ট্রাফিকের ওপর এআই কেমন প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করছে মাইক্রোসফট।
গুগল ও আর্কের মতো সার্চ ইঞ্জিনে গত কয়েক মাসে এআইভিত্তিক সার্চ ফিচার যুক্ত করা হয়েছে। তবে পিৎজায় আঠা লাগানোর মতো বিভিন্ন ভুল ও হাস্যকর তথ্য দিতে দেখা গিয়েছে গুগলের এআই ফিচারটিকে। এই ঘটনার পর একটি একটি করে ভুল ফলাফলগুলো সরানোর জন্য কাজ করেছে গুগল।
আর পায়ের আঙুল কেটে ফেললে আবার তা গজাবে–এমন ভুল তথ্য দেয় আর্ক সার্চ ইঞ্জিন।
বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। বিং–এর নতুন এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যের সারসংক্ষেপ আলাদাভাবে জানা যাবে।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, বিং-এর জেনারেটিভ সার্চ ফিচারটি ‘সার্চ ফলাফলের পেজের সঙ্গে জেনারেটিভ এআই ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) শক্তিকে একত্রিত করা হয়েছে। এর ফলে প্রশ্নের বিভিন্ন উত্তর সহজেই জানতে পারবে ব্যবহারকারীরা। যেমন: কোনো মুভির নাম দিয়ে বিং–এ সার্চ করা হলে মুভির তৈরির ইতিহাস, জেনার, উৎসসহ আরও বেশ কিছু তথ্য জানা যাবে। সেই সঙ্গে এআই দিয়ে তৈরি বিভিন্ন উত্তরও দেখা যাবে।
সার্চ ফলাফলের সারসংক্ষেপটি কোনো ওয়েবসাইটের লেখা থেকে তৈরি করা হয়েছে তার লিংকও দেওয়া হবে। সার্চ ফলাফলের বাম পাশে বিষয়টি সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটও দেখা যাবে।
গুগলের এআইভিত্তিক সার্চ ফলাফলের নিচে সাধারণ সার্চ ফলাফলগুলো দেখা যায়। তবে বিং সার্চের ক্ষেত্রে শুরুতেই অর্ধেক পেজ জুড়ে সাধারণ সার্চ ফলাফল দেখা যাবে।
বর্তমানে কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য এআইভিত্তিক সার্চ ফিচারটি চালু করা হয়েছে। মাইক্রোসফট বলেছে, ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে। সবার জন্য চালু করার আগে কোম্পানিটি আরও সময় নেবে। অন্যদের প্রতিক্রিয়াও বিবেচনা করবে।
প্রতিনিয়ত ইন্টারনেট থেকে বিভিন্ন কনটেন্ট সংগ্রহ করছে এআই। আর ওয়েবসাইটে প্রবেশের চেয়ে এআই দিয়ে তৈরি সারসংক্ষেপের দিকে বেশি ঝুঁকবে ব্যবহারকারীরা। এ সমস্যা সম্পর্কে কোম্পানিটি অবগত রয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রকাশকদের ওয়েবসাইটের ট্রাফিকের ওপর এআই কেমন প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করছে মাইক্রোসফট।
গুগল ও আর্কের মতো সার্চ ইঞ্জিনে গত কয়েক মাসে এআইভিত্তিক সার্চ ফিচার যুক্ত করা হয়েছে। তবে পিৎজায় আঠা লাগানোর মতো বিভিন্ন ভুল ও হাস্যকর তথ্য দিতে দেখা গিয়েছে গুগলের এআই ফিচারটিকে। এই ঘটনার পর একটি একটি করে ভুল ফলাফলগুলো সরানোর জন্য কাজ করেছে গুগল।
আর পায়ের আঙুল কেটে ফেললে আবার তা গজাবে–এমন ভুল তথ্য দেয় আর্ক সার্চ ইঞ্জিন।
একই সঙ্গে বহু মানুষের কাছে নিজের পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডকে তুলে ধরতে ব্যবহার করতে পারেন ফেসবুক বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন ফেসবুকের ফিডে দেখা যায়। বিজ্ঞাপনগুলো ছবি, ভিডিও, ক্যারোসল বা কালেকশনের মতো বিভিন্ন ফরম্যাটে পোস্ট করা যায়। উপযুক্ত ফরম্যাট ব্যবহার করে ক্রেতাদের আরও ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়
২ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
১২ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৬ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
২১ ঘণ্টা আগে