অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ’ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১০ জুন)। এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে। আগামী ১৪ জুন পর্যন্ত সম্মেলনটি চলবে। ঘরে বসেই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
আগামীকাল স্থানীয় সময় (যুক্তরাষ্ট্রের কুপারটিনো সময় অনুযায়ী) সকাল ১০টায় ও বাংলাদেশ সময় রাত ১১ টায় সম্মেলনটি শুরু হবে। নিচের প্ল্যাটফরমগুলো ব্যবহার করে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
ইউটিউব: সম্মেলনটি সরাসরি দেখার জন্য সহজ উপায় হলো ইউটিউব ব্যবহার করা। ইউটিউবের অ্যাপলের চ্যানেল থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। অনুষ্ঠান শুরুর সময় নোটিফিকেশন পেতে অ্যাপলের ইউটিউব চ্যানেলে গিয়ে অনুষ্ঠানটির ভিডিও উইন্ডোটি খুঁজে বের করুন। এরপর ‘নোটিফাই মি’ অপশনে ট্যাপ করুন।
অ্যাপলের ওয়েবসাইট: যে কোনো ব্রাউজার থেকে অ্যাপলের ওয়েবসাইটে এই অনুষ্ঠান দেখা যাবে। অ্যাপলের ওয়েবসাইটটি ইউটিউবের সম্প্রচার থেকে কয়েক সেকেন্ড এগিয়ে থাকে। তবে ইন্টারনেটের গতি কম থাকলে সম্প্রচারটি ইউটিউবের চেয়ে বেশি আটকে যায়।
অ্যাপল টিভি: অ্যাপল টিভির সাবস্ক্রিপশন থাকলে এই প্ল্যাটফরম থেকেও অনুষ্ঠানটি দেখা যাবে।
সম্মেলনে এবার যা যা থাকতে পারে
এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ হলো অ্যাপল কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি তাদের পণ্যে যুক্ত করছে। এআইভিত্তিক বিভিন্ন ফিচারও দেখানো হতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। অ্যাপলের এআই যেসব কাজ করে দিতে পারে—বিভিন্ন ওয়েবপেজ, নোট, মেসেজ, ইমেইল, নোটিফিকেশনের সারাংশ তৈরি করে দেবে, ইমেইল ও টেক্সট মেসেজ স্বয়ংক্রিয়ভাবে জবাব দিতে পারবে, কাস্টম ইমোজি তৈরি করে ছবি এডিট করতে পারবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে।
আইওএস ১৮-এর মাধ্যমে আইফোনের কন্ট্রোল সেন্টার ও নোটিফিকেশনের নকশায়ও পরিবর্তন দেখা দিতে পারে।
এই অনুষ্ঠানে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপেরও ঘোষণা দিতে পারে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে আইওএস ১৮ উন্মোচনের সঙ্গে সঙ্গে কোম্পানির লোগোর রং পরিবর্তন করে বেগুনি রঙের লোগো দেখা যেতে পারে।
এ ছাড়া অ্যাপলের ঘড়ির জন্য ওয়াচওস ১১ অপারেটিং সিস্টেম উন্মোচন করা হতে পারে। এর মাধ্যমে অ্যাপলের ওয়াচে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।
আইপ্যাড ও ম্যাকে ক্যালকুলেটর অ্যাপ নেই। তাই ব্যবহারকারীদের অনেক আক্ষেপ রয়েছে। তবে এবার সেই আক্ষেপ দূর করতে পারে অ্যাপল। এই অনুষ্ঠানে আইপ্যাডওএস ও ম্যাকওএসের জন্য ক্যালকুলেটর অ্যাপ উন্মোচন করা হতে পারে। এ ছাড়া রক্তচাপের তথ্য গুছিয়ে রাখতে হেলথ অ্যাপে নতুন ফিচার যুক্ত হতে যেতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ’ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১০ জুন)। এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে। আগামী ১৪ জুন পর্যন্ত সম্মেলনটি চলবে। ঘরে বসেই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
আগামীকাল স্থানীয় সময় (যুক্তরাষ্ট্রের কুপারটিনো সময় অনুযায়ী) সকাল ১০টায় ও বাংলাদেশ সময় রাত ১১ টায় সম্মেলনটি শুরু হবে। নিচের প্ল্যাটফরমগুলো ব্যবহার করে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
ইউটিউব: সম্মেলনটি সরাসরি দেখার জন্য সহজ উপায় হলো ইউটিউব ব্যবহার করা। ইউটিউবের অ্যাপলের চ্যানেল থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। অনুষ্ঠান শুরুর সময় নোটিফিকেশন পেতে অ্যাপলের ইউটিউব চ্যানেলে গিয়ে অনুষ্ঠানটির ভিডিও উইন্ডোটি খুঁজে বের করুন। এরপর ‘নোটিফাই মি’ অপশনে ট্যাপ করুন।
অ্যাপলের ওয়েবসাইট: যে কোনো ব্রাউজার থেকে অ্যাপলের ওয়েবসাইটে এই অনুষ্ঠান দেখা যাবে। অ্যাপলের ওয়েবসাইটটি ইউটিউবের সম্প্রচার থেকে কয়েক সেকেন্ড এগিয়ে থাকে। তবে ইন্টারনেটের গতি কম থাকলে সম্প্রচারটি ইউটিউবের চেয়ে বেশি আটকে যায়।
অ্যাপল টিভি: অ্যাপল টিভির সাবস্ক্রিপশন থাকলে এই প্ল্যাটফরম থেকেও অনুষ্ঠানটি দেখা যাবে।
সম্মেলনে এবার যা যা থাকতে পারে
এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ হলো অ্যাপল কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি তাদের পণ্যে যুক্ত করছে। এআইভিত্তিক বিভিন্ন ফিচারও দেখানো হতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। অ্যাপলের এআই যেসব কাজ করে দিতে পারে—বিভিন্ন ওয়েবপেজ, নোট, মেসেজ, ইমেইল, নোটিফিকেশনের সারাংশ তৈরি করে দেবে, ইমেইল ও টেক্সট মেসেজ স্বয়ংক্রিয়ভাবে জবাব দিতে পারবে, কাস্টম ইমোজি তৈরি করে ছবি এডিট করতে পারবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে।
আইওএস ১৮-এর মাধ্যমে আইফোনের কন্ট্রোল সেন্টার ও নোটিফিকেশনের নকশায়ও পরিবর্তন দেখা দিতে পারে।
এই অনুষ্ঠানে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপেরও ঘোষণা দিতে পারে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে আইওএস ১৮ উন্মোচনের সঙ্গে সঙ্গে কোম্পানির লোগোর রং পরিবর্তন করে বেগুনি রঙের লোগো দেখা যেতে পারে।
এ ছাড়া অ্যাপলের ঘড়ির জন্য ওয়াচওস ১১ অপারেটিং সিস্টেম উন্মোচন করা হতে পারে। এর মাধ্যমে অ্যাপলের ওয়াচে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।
আইপ্যাড ও ম্যাকে ক্যালকুলেটর অ্যাপ নেই। তাই ব্যবহারকারীদের অনেক আক্ষেপ রয়েছে। তবে এবার সেই আক্ষেপ দূর করতে পারে অ্যাপল। এই অনুষ্ঠানে আইপ্যাডওএস ও ম্যাকওএসের জন্য ক্যালকুলেটর অ্যাপ উন্মোচন করা হতে পারে। এ ছাড়া রক্তচাপের তথ্য গুছিয়ে রাখতে হেলথ অ্যাপে নতুন ফিচার যুক্ত হতে যেতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
২০১৩ সাল থেকে বাংলায় প্রযুক্তি রিভিউ কনটেন্ট নির্মাণ করে তিনি গড়ে তুলেছেন ‘এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’ নামের একটি ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে তিনি সহজ ভাষায় তুলে ধরছেন মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন স্মার্ট ডিভাইসের খুঁটিনাটি বিশ্লেষণ। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার
১ ঘণ্টা আগেসম্প্রতি একদল শৌখিন বিজ্ঞানী সৌরজগতের প্রায় শেষ সীমায়, প্লুটো থেকেও বহুদূরে কুইপার বেল্ট ছাড়িয়ে, আরেকটি রহস্যময় গ্রহ আবিষ্কার করতে পেরেছেন। সৌরজগতের ওই অঞ্চলে আলো এবং তাপমাত্রা খুব কম। তবে বিস্ময়কর গ্রহটি একটি সাধারণ গ্রহের তুলনায় আকার-আয়তনে বেশ ছোট। মাত্র ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল ব্যাসের এই বামন
১ ঘণ্টা আগেফেসবুকের গোপনীয়তা লঙ্ঘনে ৮ বিলিয়ন ডলারের মামলার তোপে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। অভিযোগটা ছিল গুরুতর, ফেসবুক নাকি বছরের পর বছর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গচ্ছিত রাখতে পারেনি। আর সেগুলো তৃতীয় পক্ষের হাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ দিন দিন বেড়েই চলেছে। এই প্লাস্টিক বর্জ্য এখন পরিবেশের জন্য এক মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবছর সমুদ্রে প্রায় ১১ মিলিয়ন টন বর্জ্য ফেলা হচ্ছে। এ কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য পড়ছে ধ্বংসের মুখে।
২ ঘণ্টা আগে