প্রযুক্তি ডেস্ক, ঢাকা
এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, অর্থাৎ এআইয়ের জয়জয়কার। এখন তারা গানের কথা থেকে শুরু করে টেলিভিশন অনুষ্ঠানের চিত্রনাট্যও লিখে দিচ্ছে মুহূর্তের মধ্যে। নিমেষেই লিখে দিচ্ছে বিজ্ঞাপন কিংবা যেকোনো ধরনের কপি। মিডজার্নি এঁকে দিচ্ছে বিভিন্ন ধরনের ছবি। এআইয়ের ভবিষ্যৎ কী হবে, এ নিয়ে প্রতিদিনই আলোচনা হচ্ছে পৃথিবীজুড়ে। সেই সব আতঙ্কজনক খবরের বাইরের খবর হলো, এই প্রযুক্তি ব্যবহার করে ব্যবসাকে লাভজনক করা সম্ভব।
গ্রাহকসেবা
গ্রাহকসেবার কর্মীরা সাধারণত সরাসরি বিভিন্ন সেবা দিয়ে থাকেন সেবাগ্রহীতাকে। তবে পুরো গ্রাহকসেবা ব্যবস্থার বেশ বড় অংশ সামলাতে এআই কার্যকর ভূমিকা রাখছে এখন।
চ্যাটবটের মাধ্যমে যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠান গ্রাহকদের প্রাথমিক প্রশ্নগুলো স্বয়ংক্রিয় বার্তার মাধ্যমে জানিয়ে দিচ্ছে। এ ক্ষেত্রে শিপিং আপডেট, পণ্য অর্ডারের সময় এবং পণ্যের বিস্তারিত তথ্যগুলো আলাদা করে কর্মীদের জানাতে হবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সব তথ্য গ্রাহকের সামনে চলে আসবে। গ্রাহকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাঁদের তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনে তথ্যগত পরিবর্তনের ব্যবস্থাও করতে পারে এআই। এ ধরনের চ্যাটবট বিভিন্ন ভাষায় তথ্য আদান-প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী গ্রাহকসেবা ছড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে।
ই-মেইল যোগাযোগে নতুনত্ব
ব্যবসাপ্রতিষ্ঠানে সাধারণভাবে বিভিন্ন ধরনের ই-মেইলের আদান-প্রদান হয়। সেসব ই-মেইলে অর্ডার, অনুসন্ধান, ট্র্যাকিং নম্বর এবং অনেক কিছুর তথ্য থাকে। এমন অবস্থায় সুসংগঠিত একটি দলও খেই হারিয়ে ফেলতে পারে। এতগুলো মাইক্রোটাস্ক একসঙ্গে কার্যকরভাবে এবং দ্রুত পরিচালনা করা কেবল চ্যালেঞ্জিংই নয়; বরং এতে গ্রাহকদের জবাব দিতে দেরি হতে পারে।
অন্যদিকে একটি ই-মেইল বটের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সহজে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব। পণ্যের দাম, অর্ডারের পর পণ্য প্রাপ্তির বিষয়ে অগ্রগতিসহ বিভিন্ন তথ্য সহজে গ্রাহককে সরবরাহ করতে পারে এআই।
রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন
অ্যাডমিনে অতিরিক্ত সময় ব্যয় না করে যদি অন্যান্য খাতে জোর দেওয়া হয়, তাহলে যেকোনো প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হয়। বর্তমান বিপণনব্যবস্থায় এআই শুধু ই-মেইল কিংবা গ্রাহকসেবার মধ্যেই সীমাবদ্ধ নেই।
এর মূল সুবিধা হলো, এটি আগের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে। একটি সমীক্ষা অনুসারে, এআই প্রযুক্তি ব্যবহার করে ৬১ শতাংশ সেলস টিম রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সমর্থ হয়েছে।
ব্লগ লেখা এবং এসইও
ওয়েব পেজ ও ব্লগ পোস্টে এসইও অপটিমাইজ করতে বেশ কিছু প্রক্রিয়া আছে এবং বিষয়টি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এসব কাজ বাস্তবসম্মত, সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এআই।
এআই প্রযুক্তি ব্যবহার করে লেখা এবং সম্পাদনার সময়কে কমিয়ে আনা সম্ভব। এআই বিপণনব্যবস্থা যথাযথভাবে পরিমার্জন করে ব্যবসার জন্য একটি কার্যকর রূপরেখা তৈরি করতে পারে।
এআই প্রযুক্তি সম্পূর্ণভাবে কর্মীদের জায়গা নিয়ে নেবে, বিষয়টা ঠিক এমন নয়। এই পদ্ধতিতে কর্মীদের কাজ আরও সহজ হয়ে যাচ্ছে। এতে কর্মীরা সৃজনশীলতা, কৌশল বং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো বিষয়গুলোর দিকে ভালো করে নজর দিতে পারছেন।
সূত্র: অন্ট্রাপ্রেনার ডটকম
এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, অর্থাৎ এআইয়ের জয়জয়কার। এখন তারা গানের কথা থেকে শুরু করে টেলিভিশন অনুষ্ঠানের চিত্রনাট্যও লিখে দিচ্ছে মুহূর্তের মধ্যে। নিমেষেই লিখে দিচ্ছে বিজ্ঞাপন কিংবা যেকোনো ধরনের কপি। মিডজার্নি এঁকে দিচ্ছে বিভিন্ন ধরনের ছবি। এআইয়ের ভবিষ্যৎ কী হবে, এ নিয়ে প্রতিদিনই আলোচনা হচ্ছে পৃথিবীজুড়ে। সেই সব আতঙ্কজনক খবরের বাইরের খবর হলো, এই প্রযুক্তি ব্যবহার করে ব্যবসাকে লাভজনক করা সম্ভব।
গ্রাহকসেবা
গ্রাহকসেবার কর্মীরা সাধারণত সরাসরি বিভিন্ন সেবা দিয়ে থাকেন সেবাগ্রহীতাকে। তবে পুরো গ্রাহকসেবা ব্যবস্থার বেশ বড় অংশ সামলাতে এআই কার্যকর ভূমিকা রাখছে এখন।
চ্যাটবটের মাধ্যমে যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠান গ্রাহকদের প্রাথমিক প্রশ্নগুলো স্বয়ংক্রিয় বার্তার মাধ্যমে জানিয়ে দিচ্ছে। এ ক্ষেত্রে শিপিং আপডেট, পণ্য অর্ডারের সময় এবং পণ্যের বিস্তারিত তথ্যগুলো আলাদা করে কর্মীদের জানাতে হবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সব তথ্য গ্রাহকের সামনে চলে আসবে। গ্রাহকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাঁদের তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনে তথ্যগত পরিবর্তনের ব্যবস্থাও করতে পারে এআই। এ ধরনের চ্যাটবট বিভিন্ন ভাষায় তথ্য আদান-প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী গ্রাহকসেবা ছড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে।
ই-মেইল যোগাযোগে নতুনত্ব
ব্যবসাপ্রতিষ্ঠানে সাধারণভাবে বিভিন্ন ধরনের ই-মেইলের আদান-প্রদান হয়। সেসব ই-মেইলে অর্ডার, অনুসন্ধান, ট্র্যাকিং নম্বর এবং অনেক কিছুর তথ্য থাকে। এমন অবস্থায় সুসংগঠিত একটি দলও খেই হারিয়ে ফেলতে পারে। এতগুলো মাইক্রোটাস্ক একসঙ্গে কার্যকরভাবে এবং দ্রুত পরিচালনা করা কেবল চ্যালেঞ্জিংই নয়; বরং এতে গ্রাহকদের জবাব দিতে দেরি হতে পারে।
অন্যদিকে একটি ই-মেইল বটের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সহজে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব। পণ্যের দাম, অর্ডারের পর পণ্য প্রাপ্তির বিষয়ে অগ্রগতিসহ বিভিন্ন তথ্য সহজে গ্রাহককে সরবরাহ করতে পারে এআই।
রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন
অ্যাডমিনে অতিরিক্ত সময় ব্যয় না করে যদি অন্যান্য খাতে জোর দেওয়া হয়, তাহলে যেকোনো প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হয়। বর্তমান বিপণনব্যবস্থায় এআই শুধু ই-মেইল কিংবা গ্রাহকসেবার মধ্যেই সীমাবদ্ধ নেই।
এর মূল সুবিধা হলো, এটি আগের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে। একটি সমীক্ষা অনুসারে, এআই প্রযুক্তি ব্যবহার করে ৬১ শতাংশ সেলস টিম রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সমর্থ হয়েছে।
ব্লগ লেখা এবং এসইও
ওয়েব পেজ ও ব্লগ পোস্টে এসইও অপটিমাইজ করতে বেশ কিছু প্রক্রিয়া আছে এবং বিষয়টি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এসব কাজ বাস্তবসম্মত, সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এআই।
এআই প্রযুক্তি ব্যবহার করে লেখা এবং সম্পাদনার সময়কে কমিয়ে আনা সম্ভব। এআই বিপণনব্যবস্থা যথাযথভাবে পরিমার্জন করে ব্যবসার জন্য একটি কার্যকর রূপরেখা তৈরি করতে পারে।
এআই প্রযুক্তি সম্পূর্ণভাবে কর্মীদের জায়গা নিয়ে নেবে, বিষয়টা ঠিক এমন নয়। এই পদ্ধতিতে কর্মীদের কাজ আরও সহজ হয়ে যাচ্ছে। এতে কর্মীরা সৃজনশীলতা, কৌশল বং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো বিষয়গুলোর দিকে ভালো করে নজর দিতে পারছেন।
সূত্র: অন্ট্রাপ্রেনার ডটকম
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
৮ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
৯ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
১১ ঘণ্টা আগে