অনলাইন ডেস্ক
ডেভেলপার ও বেটা সংস্করণের জন্য আনুষ্ঠানিকভাবে আইওএস ১৭.৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে অ্যাপল। এই আপডেটে ওয়েব ডিস্ট্রিবিউশনের মতো বেশ কিছু নতুন ফিচার ও নকশার পরিবর্তন দেখা গিয়েছে।
চলতি মাসের মাঝামাঝিতে সব আইফোনে এই আপডেট নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই আপডেট আইওএস ১৭ এর মতো বড় হবে না। তবে এতে নতুন কয়েকটি প্রয়োজনীয় ফিচার যুক্ত করা হয়েছে।
নকশার পরিবর্তন
আইওএস ১৭.৫ বেটাতে আইওএসের নকশার কিছু পরিবর্তন দেখা গেছে। পডকাস্ট উইজেটের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারী যে পডকাস্ট শুনবেন তার কভার ছবি অনুযায়ী পডকাস্টের উইজেটের ইন্টারফেসের রঙের পরিবর্তন হবে।
অ্যাপল বুকস অ্যাপের ন্যাভিগেশন বারের ওপরে থাকা ‘রিডিং গোল’ এর আইকোন পরিবর্তন করেছে।
সেটিংসের ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনের নিচে নতুন ‘পাসকি অ্যাকসেস ফর ওয়েব ব্রাউজার’ নামে নতুন একটি ফিচার দেখা যাবে।
ডেভেলপার ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল
আইওএস ১৭.৫ আপডেটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা ডেভেলপার ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাপ ইনস্টল করতে পারবে। নতুন ‘ওয়েব ডিস্ট্রিবিউশন’ ফিচারটি গত মাসে উন্মোচন করে অ্যাপল।
তবে ডেভেলপারদের এই ফিচারের সুবিধা পাওয়ার জন্য অ্যাপল স্টোরের নীতিমালা মানতে হবে। যদি কোনো অ্যাপ ১২ মাসে ১০ লাখের বেশি ডেভেলপার ওয়েবসাইট থেকে ডাউনলোড হয় তবে এর পর প্রতিটি ডাউনলোডের জন্য কোম্পানিকে ০.৫০ ইউরো দিতে হবে।
যেসব ওয়েবসাইট অ্যাপল স্টোরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কেবল সেগুলো থেকেই আইফোনে অ্যাপ ইনস্টল করা যাবে।
আইওএস ১৭.৫ বেটা সংস্করণে ওয়েব ডিস্ট্রিবিউশন ফিচারের সমর্থনের জন্য সফটওয়্যার যুক্ত করা হবে।
নতুন গেম
যুক্তরাষ্ট্রের ও কানাডার অ্যাপল নিউজের সাবস্ক্রাইবারদের জন্য নিউজ অ্যাপের জন্য নতুন গেম ‘কোয়ারটাইলস’ যুক্ত করা হবে। এটি একধরনের শব্দ মেলানোর পাজল গেম। গত বছর অ্যাপটিতে ডেইলি ক্রসওয়ার্ড ও মিসি ক্রসওয়ার্ড গেম যুক্ত করা হয়েছিল।
এই তিনটি গেমের জন্যই গেম সেন্টার ফিচার দেখা যাবে। এর মাধ্যমে গেমারদের স্কোরের তালিকা দেখা যাবে।
ফাইন্ড মাই নেটওয়ার্ক আপডেট
আইওএস ১৭.৫ নতুন সিস্টেম যুক্ত করা হতে পারে। যার মাধ্যমে এয়ারট্যাগের মতো এক্সেসরিজ শনাক্ত করবে অ্যাপল। অর্থাৎ কেউ যদি এসব প্রযুক্তি ব্যবহার করে কারও গতিবিধি অনুসরণ করতে থাকে তাহলে অ্যাপল তার জন্য নোটিফিকেশন পাঠাবে। এ জন্য গত বছর গুগলের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে অ্যাপল।
নতুন ফিচারটির মাধ্যমে নিজেদের পণ্য ছাড়াও ট্র্যাকিং এক্সেসরিজ শনাক্ত করবে অ্যাপল। ফলে ব্যবহারকারীরা ডিভাইসটির লোকেশন জেনে সেটি বন্ধ করতে পারবে।
গত ৮ এপ্রিল গুগলও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক উন্মোচন করেছে। এটি ধীরে ধীরে সব অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু করা হবে।
রিপেয়ার স্টেট
আইওএম ১৭.৫ বেটাতে ‘রিপেয়ার স্টেট’ ফিচার যুক্ত করতে দেখা গিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আইফোন মেরামত করার পূর্বে অ্যাপল আইডি ও পাসওয়ার্ড নিশ্চিত করার সুযোগ দেয়। ফলে অ্যাপলের টেকনিশিয়ানরা নিশ্চিত করতে পারেন যে, ব্যক্তিটি আইফোনের মালিক। এই ফিচারের ফলে ফোন ঠিক করা সময় ডিভাইস প্রোটেকশন এবং ফাইন্ড মাই ফিচারটি বন্ধ করার প্রয়োজন হবে না। ফলে আইফোনের প্রকৃত মালিক মেরামতের সময়ও ডিভাইসটি ট্র্যাক করতে পারবে।
আইওএস ১৭.৫ এ বিভিন্ন ফিচার যুক্ত করলেও নতুন আপডেটটি ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার ওপর লক্ষ্য রেখে নিয়ে আসা হবে।
ডেভেলপার ও বেটা সংস্করণের জন্য আনুষ্ঠানিকভাবে আইওএস ১৭.৫ অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে অ্যাপল। এই আপডেটে ওয়েব ডিস্ট্রিবিউশনের মতো বেশ কিছু নতুন ফিচার ও নকশার পরিবর্তন দেখা গিয়েছে।
চলতি মাসের মাঝামাঝিতে সব আইফোনে এই আপডেট নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই আপডেট আইওএস ১৭ এর মতো বড় হবে না। তবে এতে নতুন কয়েকটি প্রয়োজনীয় ফিচার যুক্ত করা হয়েছে।
নকশার পরিবর্তন
আইওএস ১৭.৫ বেটাতে আইওএসের নকশার কিছু পরিবর্তন দেখা গেছে। পডকাস্ট উইজেটের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারী যে পডকাস্ট শুনবেন তার কভার ছবি অনুযায়ী পডকাস্টের উইজেটের ইন্টারফেসের রঙের পরিবর্তন হবে।
অ্যাপল বুকস অ্যাপের ন্যাভিগেশন বারের ওপরে থাকা ‘রিডিং গোল’ এর আইকোন পরিবর্তন করেছে।
সেটিংসের ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনের নিচে নতুন ‘পাসকি অ্যাকসেস ফর ওয়েব ব্রাউজার’ নামে নতুন একটি ফিচার দেখা যাবে।
ডেভেলপার ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল
আইওএস ১৭.৫ আপডেটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা ডেভেলপার ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাপ ইনস্টল করতে পারবে। নতুন ‘ওয়েব ডিস্ট্রিবিউশন’ ফিচারটি গত মাসে উন্মোচন করে অ্যাপল।
তবে ডেভেলপারদের এই ফিচারের সুবিধা পাওয়ার জন্য অ্যাপল স্টোরের নীতিমালা মানতে হবে। যদি কোনো অ্যাপ ১২ মাসে ১০ লাখের বেশি ডেভেলপার ওয়েবসাইট থেকে ডাউনলোড হয় তবে এর পর প্রতিটি ডাউনলোডের জন্য কোম্পানিকে ০.৫০ ইউরো দিতে হবে।
যেসব ওয়েবসাইট অ্যাপল স্টোরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কেবল সেগুলো থেকেই আইফোনে অ্যাপ ইনস্টল করা যাবে।
আইওএস ১৭.৫ বেটা সংস্করণে ওয়েব ডিস্ট্রিবিউশন ফিচারের সমর্থনের জন্য সফটওয়্যার যুক্ত করা হবে।
নতুন গেম
যুক্তরাষ্ট্রের ও কানাডার অ্যাপল নিউজের সাবস্ক্রাইবারদের জন্য নিউজ অ্যাপের জন্য নতুন গেম ‘কোয়ারটাইলস’ যুক্ত করা হবে। এটি একধরনের শব্দ মেলানোর পাজল গেম। গত বছর অ্যাপটিতে ডেইলি ক্রসওয়ার্ড ও মিসি ক্রসওয়ার্ড গেম যুক্ত করা হয়েছিল।
এই তিনটি গেমের জন্যই গেম সেন্টার ফিচার দেখা যাবে। এর মাধ্যমে গেমারদের স্কোরের তালিকা দেখা যাবে।
ফাইন্ড মাই নেটওয়ার্ক আপডেট
আইওএস ১৭.৫ নতুন সিস্টেম যুক্ত করা হতে পারে। যার মাধ্যমে এয়ারট্যাগের মতো এক্সেসরিজ শনাক্ত করবে অ্যাপল। অর্থাৎ কেউ যদি এসব প্রযুক্তি ব্যবহার করে কারও গতিবিধি অনুসরণ করতে থাকে তাহলে অ্যাপল তার জন্য নোটিফিকেশন পাঠাবে। এ জন্য গত বছর গুগলের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে অ্যাপল।
নতুন ফিচারটির মাধ্যমে নিজেদের পণ্য ছাড়াও ট্র্যাকিং এক্সেসরিজ শনাক্ত করবে অ্যাপল। ফলে ব্যবহারকারীরা ডিভাইসটির লোকেশন জেনে সেটি বন্ধ করতে পারবে।
গত ৮ এপ্রিল গুগলও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক উন্মোচন করেছে। এটি ধীরে ধীরে সব অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু করা হবে।
রিপেয়ার স্টেট
আইওএম ১৭.৫ বেটাতে ‘রিপেয়ার স্টেট’ ফিচার যুক্ত করতে দেখা গিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আইফোন মেরামত করার পূর্বে অ্যাপল আইডি ও পাসওয়ার্ড নিশ্চিত করার সুযোগ দেয়। ফলে অ্যাপলের টেকনিশিয়ানরা নিশ্চিত করতে পারেন যে, ব্যক্তিটি আইফোনের মালিক। এই ফিচারের ফলে ফোন ঠিক করা সময় ডিভাইস প্রোটেকশন এবং ফাইন্ড মাই ফিচারটি বন্ধ করার প্রয়োজন হবে না। ফলে আইফোনের প্রকৃত মালিক মেরামতের সময়ও ডিভাইসটি ট্র্যাক করতে পারবে।
আইওএস ১৭.৫ এ বিভিন্ন ফিচার যুক্ত করলেও নতুন আপডেটটি ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার ওপর লক্ষ্য রেখে নিয়ে আসা হবে।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৪ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৯ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
২১ ঘণ্টা আগে