Ajker Patrika

মিয়ামিতে প্রথম ম্যাচেই গোল করে উচ্ছ্বসিত মেসি

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২: ৩৬
মিয়ামিতে প্রথম ম্যাচেই গোল করে উচ্ছ্বসিত মেসি

লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে নতুন শুরু নিয়ে অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থকেরা। হতাশ করেননি মেসি। গোল দিয়ে মিয়ামি পর্ব শুরু করলেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। 

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আজ ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামি খেলেছিল লিগস কাপ ম্যাচ। ৪৪ মিনিটে রবার্ট টেইলরের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মিয়ামি। আর মেসিকে নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের মিয়ামিতে অভিষেক হয় ৫৪ মিনিটে। মেসির অভিষেকের ১১ মিনিট পর গোল হজম করে মিয়ামি। ৬৫ মিনিটে ইউরিয়েল আন্তুনার গোলে সমতায় ফেরে ক্রুজ আজুল। ১-১ গোলে ড্র হওয়া যখন সময়ের অপেক্ষা, তখনই মেসি ম্যাজিক। অতিরিক্ত সময়ের চার মিনিটে ফ্রি-কিকে দারুণ গোল করেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। মিয়ামি ম্যাচ জেতে ২-১ গোলে। 

মিয়ামিতে অভিষেক ম্যাচে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘এগিয়ে চলো। জয় দিয়ে এই সপ্তাহ শুরু করা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ভক্ত-সমর্থকদের জন্যও তা গুরুত্বপূর্ণ ছিল। আর এভাবেই এগিয়ে যাব।’ 

মিয়ামি পর্ব শুরুর আগে মেসি খেলেছেন বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে। বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। আর পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন এবং ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটি লিগ ওয়ান ও একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস পিএসজির জার্সিতে জিতেছেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত