Ajker Patrika

মেসির শেষ মুহূর্তের গোলে বড় জয়ে সেমিতে মায়ামি 

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০: ৫৪
মেসির শেষ মুহূর্তের গোলে বড় জয়ে সেমিতে মায়ামি 

ইন্টার মায়ামির ম্যাচ মানেই লিওনেল মেসির গোল। মায়ামির হয়ে প্রথম পাঁচ ম্যাচের সব কটিতেই গোল পেয়েছেন তিনি। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আজ শেষ মুহূর্তে গোল করেছেন মেসি। শার্লট এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে পৌঁছেছে মায়ামি। 

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে আজ শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে ইন্টার মায়ামি। ১২ মিনিটেই গোল পেয়ে যায় দলটি। পেনাল্টিতে গোল করেন জোসেফ মার্তিনেজ। এরপর ৩১ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। এবার অ্যাসিস্ট করেছিলেন রবার্ট টেলর। তবে শার্লট এফসির গোলরক্ষক ক্রিস্টিয়ানো কাহলিনা তা ঠেকিয়ে দিয়েছেন। ঠিক তার পরের মিনিটে গোল পায় মায়ামি। এবার গোল করেন টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন দেআন্দ্রে ইয়েডলিন। এরপর ৪৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি শার্লট এফসি। কামিল জোজিয়াকের অ্যাসিস্টে হেড করেন স্কট আরফিল্ড। তবে তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলে ইন্টার মায়ামি-শার্লট এফসি দুই দল। তবে নিজেদের ভুল বা বিপক্ষ দলের গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোলমুখ খুলতে পারেনি। এরপর ৭৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় মায়ামি। এবার আত্মঘাতী গোল করেন শার্লটের আদিলসন মালান্দা। আর ৮৬ মিনিটে গোল করেন মেসি। লিওনার্দো কাম্পানার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। ৪-০ গোলের বড় জয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠে মায়ামি।

ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন মেসি এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। যার মধ্যে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তের ফ্রি কিকে গোল করেন মেসি। এরপর টানা তিন ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত