Ajker Patrika

চিলির অভিযোগ প্রত্যাখ্যান, বিশ্বকাপে থাকছে ইকুয়েডর

চিলির অভিযোগ প্রত্যাখ্যান, বিশ্বকাপে থাকছে ইকুয়েডর

দুর্ভাগাদের দলে নামটা প্রায় তুলেই ফেলেছিল ইকুয়েডর। বাছাইপর্বের বাধা ডিঙিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেও শঙ্কায় ছিল খেলতে না পারার। 

ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের (এফইএফ) বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ে এক খেলোয়াড়ের জন্মস্থান ও তারিখ জালিয়াতির অভিযোগ এনেছিল চিলি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাতে হতো ইকুয়েডরকে। 

তবে তদন্তের পর চিলির অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ফলে কাতার বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা রইল না দক্ষিণ আমেরিকার দেশটির। 

আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে ফের আবেদন করার সুযোগ আছে চিলির সামনে। 

বায়রন কাস্টিয়োকে খেলিয়ে বিপদ ডেকে এনেছিল ইকুয়েডর। চিলি তাদের অভিযোগপত্রে দাবি করে, ভুয়া জন্মসনদ ও নাগরিকত্ব সনদ বানিয়ে এবারের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর দলে খেলেছেন ডিফেন্ডার বাইরন কাস্টিয়ো। আসলে তাঁর জন্ম কলম্বিয়ার তুমাকোয়। এ কারণে শাস্তি হিসেবে ইকুয়েডরকে বিশ্বকাপের অযোগ্য ঘোষণা করে নিজেদের সুযোগ দিতে বলে চিলি। 

দক্ষিণ আমেরিকান (কনমেবল) অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হয়ে কাতারের টিকিট পেয়েছিল ইকুয়েডর। যদি তাদের বহিষ্কার করা হতো, তাহলে ১৪ পয়েন্ট হারিয়ে নয়ে নেমে যেত। আর চিলি আরও ৫ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করত। কারণ, তাদের বিপক্ষে দুই লেগেই খেলেছেন কাস্টিয়ো। 

ফিফার সিদ্ধান্ত জানার পর ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হলো। জানতাম, আমরা সব সময়ই ঠিক ছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

এলাকার খবর
Loading...