দলবদলের মৌসুম এলেই ফুটবলারদের নিয়ে গুঞ্জন তো নিয়মিত ঘটনা। বিভিন্ন ক্লাবে ফুটবলারদের যাওয়ার কথা শোনা যায় প্রায়ই। পরের মৌসুমে আর্জেন্টিনার লাওতারো মার্তিনেজকে পেতে চলছে বিভিন্ন ক্লাবের লড়াই।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, মার্তিনেজকে দলে ভেড়ানোর লড়াই চলছে চেলসি ও রিয়াল মাদ্রিদের। এই মৌসুম শেষে মোটা অঙ্কের টাকায় আল ইত্তিহাদে চলে গেছেন করিম বেনজেমা। বেনজেমা চলে যাওয়ায় স্ট্রাইকার শূন্যতায় পড়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি এই ফরোয়ার্ডের শূন্যস্থান পূরণে মাদ্রিদ চোখ রাখছে মার্তিনেজের দিকে। এছাড়া চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কাই হ্যাভার্টজের দিকেও নজর রাখছে মাদ্রিদ। সম্ভবত চেলসিও তাকে ছেড়ে দিতে পারে। হ্যাভার্টজ চলে গেলে মার্তিনেজকে নেওয়া অনেকটা সহজ হয়ে যাবে ব্লুজদের জন্য। তাছাড়া মার্তিনেজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন চেলসির নতুন কোচ মরিসিও পচেত্তিনো।
চলতি মৌসুমে ইন্টার মিলানের জার্সিতে দুর্দান্ত খেলেছেন মার্তিনেজ। ৫৬ ম্যাচে করেছেন ২৮ গোল এবং ১১ গোলে অ্যাসিস্ট করেছেন। সিরি আ তে করেছেন ২১ গোল এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল। আর্জেন্টাইন এই তরুণ ফুটবলারের সামনে আজ রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জেতার রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে মার্তিনেজের। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি।
দলবদলের মৌসুম এলেই ফুটবলারদের নিয়ে গুঞ্জন তো নিয়মিত ঘটনা। বিভিন্ন ক্লাবে ফুটবলারদের যাওয়ার কথা শোনা যায় প্রায়ই। পরের মৌসুমে আর্জেন্টিনার লাওতারো মার্তিনেজকে পেতে চলছে বিভিন্ন ক্লাবের লড়াই।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, মার্তিনেজকে দলে ভেড়ানোর লড়াই চলছে চেলসি ও রিয়াল মাদ্রিদের। এই মৌসুম শেষে মোটা অঙ্কের টাকায় আল ইত্তিহাদে চলে গেছেন করিম বেনজেমা। বেনজেমা চলে যাওয়ায় স্ট্রাইকার শূন্যতায় পড়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি এই ফরোয়ার্ডের শূন্যস্থান পূরণে মাদ্রিদ চোখ রাখছে মার্তিনেজের দিকে। এছাড়া চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কাই হ্যাভার্টজের দিকেও নজর রাখছে মাদ্রিদ। সম্ভবত চেলসিও তাকে ছেড়ে দিতে পারে। হ্যাভার্টজ চলে গেলে মার্তিনেজকে নেওয়া অনেকটা সহজ হয়ে যাবে ব্লুজদের জন্য। তাছাড়া মার্তিনেজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন চেলসির নতুন কোচ মরিসিও পচেত্তিনো।
চলতি মৌসুমে ইন্টার মিলানের জার্সিতে দুর্দান্ত খেলেছেন মার্তিনেজ। ৫৬ ম্যাচে করেছেন ২৮ গোল এবং ১১ গোলে অ্যাসিস্ট করেছেন। সিরি আ তে করেছেন ২১ গোল এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল। আর্জেন্টাইন এই তরুণ ফুটবলারের সামনে আজ রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জেতার রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে মার্তিনেজের। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি।
বয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
২৪ মিনিট আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
১ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৩ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১৩ ঘণ্টা আগে