আনুষ্ঠানিক চুক্তি না হলেও ইন্টার মিয়ামিতে যাওয়া লিওনেল মেসির অনেকটাই নিশ্চিত। মেসির নতুন এই ক্লাবে যাওয়া নিয়ে চলছে নানা রকম আলোচনা। মিয়ামি নিয়ে আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের সঙ্গে মজা করলেন সার্জিও আগুয়েরো।
মেসি যে ইন্টার মিয়ামিতে খেলতে যাচ্ছেন, সেই দল ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামি আছে এবার ইস্টার্ন কনফারেন্স গ্রুপে। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ১৫ নম্বরে আছে মিয়ামি। পয়েন্ট তালিকার তলানিতে থাকার স্ক্রিনশট পাঠিয়ে মেসির সঙ্গে মজা করেছেন আগুয়েরো। স্ক্রিনশটের ব্যাপারে আগুয়েরো ইএসপিএনকে বলেন, ‘আমি মেসির সঙ্গে গতকাল কথা বলেছি। তাকে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার স্ক্রিনশট পাঠিয়েছিলাম এবং তাকে বললাম, তোমার দল অনেক পিছিয়ে। তোমাদের ৮,৯ নম্বরে উঠে আসতে হবে। আমার কথা শুনে মেসি পাগল হয়ে গেছে। এরপর মেসি বলল, আমরা প্লে অফ খেলব।’
২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। ৩৪ ম্যাচের মধ্যে মিয়ামি খেলে ফেলেছে ১৬ ম্যাচ। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। একই কনফারেন্সে ৯ নম্বরে থাকা চার্লোটের পয়েন্ট ২১। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে। ১৮ দল নিয়ে অক্টোবর-নভেম্বরে শুরু হয় এমএলএস কাপ প্লে অফ। আর এখান থেকে দল বাছাই করে ডিসেম্বরে শুরু হয় এমএলএস কাপ, যা এমএলএসের শিরোপা নির্ধারণী পর্ব। সবকিছু ঠিকঠাক থাকলে মেসির যুক্তরাষ্ট্র পর্ব শুরু হতে পারে ১১ জুন। জিলেট স্টেডিয়ামে মিয়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
১৯৯৬ থেকে হচ্ছে এমএলএস কাপ। ২০২২ সালে হওয়া সর্বশেষ এমএলএস কাপে চ্যাম্পিয়ন হয়েছে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব। টুর্নামেন্টে এটি তাদের প্রথম শিরোপা। সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এল আ গ্যালাক্সি)। তা ছাড়া সর্বোচ্চ চারবার করে সাপোর্টার্স শিল্ড জিতেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এল আ গ্যালাক্সি) ও ডিসি ইউনাইটেড। টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল পায় সাপোর্টার্স শিল্ড পুরস্কার।
আনুষ্ঠানিক চুক্তি না হলেও ইন্টার মিয়ামিতে যাওয়া লিওনেল মেসির অনেকটাই নিশ্চিত। মেসির নতুন এই ক্লাবে যাওয়া নিয়ে চলছে নানা রকম আলোচনা। মিয়ামি নিয়ে আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের সঙ্গে মজা করলেন সার্জিও আগুয়েরো।
মেসি যে ইন্টার মিয়ামিতে খেলতে যাচ্ছেন, সেই দল ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামি আছে এবার ইস্টার্ন কনফারেন্স গ্রুপে। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ১৫ নম্বরে আছে মিয়ামি। পয়েন্ট তালিকার তলানিতে থাকার স্ক্রিনশট পাঠিয়ে মেসির সঙ্গে মজা করেছেন আগুয়েরো। স্ক্রিনশটের ব্যাপারে আগুয়েরো ইএসপিএনকে বলেন, ‘আমি মেসির সঙ্গে গতকাল কথা বলেছি। তাকে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার স্ক্রিনশট পাঠিয়েছিলাম এবং তাকে বললাম, তোমার দল অনেক পিছিয়ে। তোমাদের ৮,৯ নম্বরে উঠে আসতে হবে। আমার কথা শুনে মেসি পাগল হয়ে গেছে। এরপর মেসি বলল, আমরা প্লে অফ খেলব।’
২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। ৩৪ ম্যাচের মধ্যে মিয়ামি খেলে ফেলেছে ১৬ ম্যাচ। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। একই কনফারেন্সে ৯ নম্বরে থাকা চার্লোটের পয়েন্ট ২১। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে। ১৮ দল নিয়ে অক্টোবর-নভেম্বরে শুরু হয় এমএলএস কাপ প্লে অফ। আর এখান থেকে দল বাছাই করে ডিসেম্বরে শুরু হয় এমএলএস কাপ, যা এমএলএসের শিরোপা নির্ধারণী পর্ব। সবকিছু ঠিকঠাক থাকলে মেসির যুক্তরাষ্ট্র পর্ব শুরু হতে পারে ১১ জুন। জিলেট স্টেডিয়ামে মিয়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
১৯৯৬ থেকে হচ্ছে এমএলএস কাপ। ২০২২ সালে হওয়া সর্বশেষ এমএলএস কাপে চ্যাম্পিয়ন হয়েছে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব। টুর্নামেন্টে এটি তাদের প্রথম শিরোপা। সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এল আ গ্যালাক্সি)। তা ছাড়া সর্বোচ্চ চারবার করে সাপোর্টার্স শিল্ড জিতেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এল আ গ্যালাক্সি) ও ডিসি ইউনাইটেড। টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল পায় সাপোর্টার্স শিল্ড পুরস্কার।
বয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
২৪ মিনিট আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
১ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৩ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১৩ ঘণ্টা আগে