Ajker Patrika

ফিফা বর্ষসেরা পুরস্কারের আরও কাছে মেসি, বাদ রোনালদো-নেইমার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ২৬
ফিফা বর্ষসেরা পুরস্কারের আরও কাছে মেসি, বাদ রোনালদো-নেইমার

আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা জয় ও বার্সেলোনার হয়ে বিদায়ী মৌসুমে সর্বোচ্চ গোলের সুবাদে গত বছর নিজের সপ্তম ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। নতুন বছরের শুরুতে করোনা মুক্তির খবর পাওয়ার পর শুনলেন আরেকটি সুখবর। 

‘ফিফা দ্য বেস্ট’-এর (বর্ষসেরা ফুটবলার) সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেসি। এ পুরস্কার প্রাপ্তির দৌড় তাঁর দুই প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি ও লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার মোহামেদ সালাহ। এ নিয়ে টানা তৃতীয়বার সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ডের। 

সেরা খেলোয়াড় নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্টের মধ্যে পারফরম্যান্সের বিচারে একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল। আজ শুক্রবার রাতে সেটিই ৩ জনে নামিয়ে আনল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 

১১ জনের তালিকা থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং ব্রট হালান্ড, জর্জিনিয়ো ও এন’গোলো কান্তে। 

 ২০১৯ সালে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন লিওনেল মেসিনভেম্বরে সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর থেকেই ধারণা করা হচ্ছিল, ফিফা দ্য বেস্ট পুরস্কারেও এগিয়ে থাকবেন মেসি। হলোও তাই। আগামী ১৭ জানুয়ারি এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে বর্ষসেরার নাম। 

ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার পর ২০১৬ সাল থেকে দ্য বেস্ট পুরস্কার দিয়ে আসছে ফিফা। প্রথম দুবার সেরার স্বীকৃতি পান রোনালদো। ২০১৮ সালে জেতেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচ। পরের বছর এই স্বাদ পান মেসি। আর ২০২০ সালে জেতেন লেভানডফস্কি। 

বার্সার হয়ে বিদায়ী মৌসুমে দলীয় সাফল্য তেমন না পেলেও মেসি ব্যক্তিগত নৈপুণ্যে ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে জেতেন রেকর্ড অষ্টম পিচিচি ট্রফি। এ ছাড়া কোপা দেল রের ফাইনালে জোড়া গোল করেন তিনি। আর কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত