ক্রীড়া ডেস্ক
ডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
হিলসবোরো স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের পুরো ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
প্রথমার্ধে দুটি ফ্রি কিক আদায় করেন হামজা। আজ অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। হামজা দুয়েকবার ফাউলের শিকার হয়েছেন বটে। তেমন বড় ধরনের কোনো চোটে না পড়ে ম্যাচটি দারুণভাবে শেষ করেন হামজা।
ম্যাচ শেষ করে সিলেটের বিমান ধরতে হবে হামজাকে। কাল সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। পরে নিজগ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি। পরশু হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।
ডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
হিলসবোরো স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের পুরো ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
প্রথমার্ধে দুটি ফ্রি কিক আদায় করেন হামজা। আজ অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। হামজা দুয়েকবার ফাউলের শিকার হয়েছেন বটে। তেমন বড় ধরনের কোনো চোটে না পড়ে ম্যাচটি দারুণভাবে শেষ করেন হামজা।
ম্যাচ শেষ করে সিলেটের বিমান ধরতে হবে হামজাকে। কাল সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। পরে নিজগ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি। পরশু হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে...
৬ ঘণ্টা আগেঅফফর্মের চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ সংস্করণ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দল পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল।
৬ ঘণ্টা আগেতরুণ থেকে প্রবীণ—হবিগঞ্জের স্নানঘাট গ্রামের সব বয়সী মানুষের ভেতর বইছে একই উন্মাদনা। কারণ, হামজা চৌধুরী আসছেন। হবিগঞ্জে এর আগেও বেশ কয়েকবার পা রেখেছেন তিনি। কিন্তু বাংলাদেশের ফুটবলার হিসেবে এবারই প্রথম আসা হচ্ছে তাঁর। তাঁকে ঘিরে হবিগঞ্জজুড়ে ঈদের মতোই উৎসবের আমেজ বিরাজ করছে।
৮ ঘণ্টা আগেদুর্দান্ত ঢাকা থেকে নাম বদলে ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইটি খেলেছে ঢাকা ক্যাপিটালস নামে। এবার ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী ছিলেন শাকিব খান। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশ হতে হয়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ নামে পরিচিত এই নায়ককে।
৮ ঘণ্টা আগে