ক্রীড়া ডেস্ক
ডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
হিলসবোরো স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের পুরো ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
প্রথমার্ধে দুটি ফ্রি কিক আদায় করেন হামজা। আজ অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। হামজা দুয়েকবার ফাউলের শিকার হয়েছেন বটে। তেমন বড় ধরনের কোনো চোটে না পড়ে ম্যাচটি দারুণভাবে শেষ করেন হামজা।
ম্যাচ শেষ করে সিলেটের বিমান ধরতে হবে হামজাকে। কাল সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। পরে নিজগ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি। পরশু হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।
ডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
হিলসবোরো স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের পুরো ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
প্রথমার্ধে দুটি ফ্রি কিক আদায় করেন হামজা। আজ অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। হামজা দুয়েকবার ফাউলের শিকার হয়েছেন বটে। তেমন বড় ধরনের কোনো চোটে না পড়ে ম্যাচটি দারুণভাবে শেষ করেন হামজা।
ম্যাচ শেষ করে সিলেটের বিমান ধরতে হবে হামজাকে। কাল সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। পরে নিজগ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি। পরশু হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৬ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৮ ঘণ্টা আগে