চোট যেন এবার ভালোই ভোগাচ্ছে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির আগের ম্যাচে টরন্টোর বিপক্ষে পুরোটা খেলতে পারেননি তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই মাংসপেশির চোটে পড়ে অর্ধেক সময় খেলার আগেই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। আর ইন্টার মায়ামির জার্সিতে আজ তো খেলাই হয়নি তাঁর। জিততে পারেনি তাঁর দলও।
এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে আজ এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল অরলান্ডো সিটি। এই ম্যাচেও সমানে সমানে লড়াই করেছিল দুই দল। মায়ামি বল দখলে রেখেছিল ৪৮ শতাংশ ও ৫২ শতাংশ বল দখলে রেখেছিল অরলান্ডো সিটি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামির শট ছিল ৫টি আর ৬টি শট নিয়েছিল অরলান্ডো। ১৬ মিনিটে অরলান্ডোর মিডফিল্ডার ইভান আনগুলো শট করতে গেলে মায়ামির ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। এরপর ২৬ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ডিক্সন আরোয়োর অ্যাসিস্টে শট নিয়েছিলেন লিওনার্দো কাম্পানা। তবে মায়ামি গোলরক্ষক পেড্রো ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অরলান্ডো। রদ্রিগো ক্লেজেল হেড দিলেও তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধে দুটো দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো বা গোলরক্ষকদের দৃঢ়তায় গোল করা সম্ভব হয়নি। যার মধ্যে ৪২ মিনিটে মায়ামিকে এগিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন কাম্পানা। রবার্ট টেলরের ক্রস থেকে হেড করেন কাম্পানা। আর সেই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন ডেভিড রুইজ। এরপর ৫৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল অরলান্ডো। তবে মার্টিন ওজেদার শট ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এরপর সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি অরলান্ডোর। ৬৬ মিনিটে ডান পায়ের শটে গোল করেন অরলান্ডোর ফরোয়ার্ড ডানকান ম্যাকগোয়ার।
সমতায় ফেরার পর দুটো দলই এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে। ৭০ মিনিটে লিওনার্দো কাম্পানার অ্যাসিস্টে শট নিয়েছিলেন রবার্ট টেলর। মায়ামির এই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। এরপর ৭৭ মিনিটে রাফায়েল সান্তোসের ক্রসে হেড করেন ফাকুন্দো তরেস। অরলান্ডোর নিশ্চিত গোলও আটকে যায় মায়ামি গোলরক্ষকের দৃঢ়তায়। ৮৯ মিনিটে অরলান্ডোর আরও এক গোল হয়নি মায়ামি গোলরক্ষকের দুর্দান্ত সেভে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় অরলান্ডো-মায়ামি ম্যাচ।
১-১ গোলে ড্র হওয়ায় প্লে-অফে খেলা একটু কঠিনই হয়ে গেছে মায়ামির। ২৯ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১৫ হারে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯-এ থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৫। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
চোট যেন এবার ভালোই ভোগাচ্ছে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির আগের ম্যাচে টরন্টোর বিপক্ষে পুরোটা খেলতে পারেননি তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই মাংসপেশির চোটে পড়ে অর্ধেক সময় খেলার আগেই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। আর ইন্টার মায়ামির জার্সিতে আজ তো খেলাই হয়নি তাঁর। জিততে পারেনি তাঁর দলও।
এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে আজ এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল অরলান্ডো সিটি। এই ম্যাচেও সমানে সমানে লড়াই করেছিল দুই দল। মায়ামি বল দখলে রেখেছিল ৪৮ শতাংশ ও ৫২ শতাংশ বল দখলে রেখেছিল অরলান্ডো সিটি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামির শট ছিল ৫টি আর ৬টি শট নিয়েছিল অরলান্ডো। ১৬ মিনিটে অরলান্ডোর মিডফিল্ডার ইভান আনগুলো শট করতে গেলে মায়ামির ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। এরপর ২৬ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ডিক্সন আরোয়োর অ্যাসিস্টে শট নিয়েছিলেন লিওনার্দো কাম্পানা। তবে মায়ামি গোলরক্ষক পেড্রো ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অরলান্ডো। রদ্রিগো ক্লেজেল হেড দিলেও তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধে দুটো দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো বা গোলরক্ষকদের দৃঢ়তায় গোল করা সম্ভব হয়নি। যার মধ্যে ৪২ মিনিটে মায়ামিকে এগিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন কাম্পানা। রবার্ট টেলরের ক্রস থেকে হেড করেন কাম্পানা। আর সেই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন ডেভিড রুইজ। এরপর ৫৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল অরলান্ডো। তবে মার্টিন ওজেদার শট ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এরপর সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি অরলান্ডোর। ৬৬ মিনিটে ডান পায়ের শটে গোল করেন অরলান্ডোর ফরোয়ার্ড ডানকান ম্যাকগোয়ার।
সমতায় ফেরার পর দুটো দলই এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে। ৭০ মিনিটে লিওনার্দো কাম্পানার অ্যাসিস্টে শট নিয়েছিলেন রবার্ট টেলর। মায়ামির এই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। এরপর ৭৭ মিনিটে রাফায়েল সান্তোসের ক্রসে হেড করেন ফাকুন্দো তরেস। অরলান্ডোর নিশ্চিত গোলও আটকে যায় মায়ামি গোলরক্ষকের দৃঢ়তায়। ৮৯ মিনিটে অরলান্ডোর আরও এক গোল হয়নি মায়ামি গোলরক্ষকের দুর্দান্ত সেভে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় অরলান্ডো-মায়ামি ম্যাচ।
১-১ গোলে ড্র হওয়ায় প্লে-অফে খেলা একটু কঠিনই হয়ে গেছে মায়ামির। ২৯ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১৫ হারে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯-এ থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৫। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৫ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৭ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৭ ঘণ্টা আগে