যুক্তরাষ্ট্রে এখনো লিওনেল মেসির খেলা শুরু হয়নি। তাঁর যাওয়ার ঘোষণা শুনেই দেশটিতে ছড়িয়ে পড়েছে ‘মেসি উন্মাদনা’। আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার নিজের নামে এনেছেন স্যান্ডউইচ।
২০২১ থেকে হার্ড রক ক্যাফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি। এবার হার্ড রক ক্যাফেতে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’ নামে নতুন এক স্যান্ডউইচ এনেছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে নিজের নামে স্যান্ডউইচের প্রচারণামূলক ভিডিও করেন মেসি। ভিডিওতে দেখা গেছে, হার্ড রক ক্যাফের রান্নাঘরে শেফ হিসেবে কাজ করছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘আরও এক স্বপ্ন সত্যি হলো। নতুন মেসি চিকেন স্যান্ডউইচের সঙ্গে পরিচয় করাতে পেরে আমি রোমাঞ্চিত। হার্ড রক ক্যাফের সঙ্গে মিলে আমি এটা বানিয়েছি। আমার প্রিয় খাবার দ্য মিলানিজ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছি। আপনারা কেউ মিস করবেন না।’
মেসি আসবেন বলে কয়েক দিন আগে মিয়ামিতে তাঁর ম্যুরাল আঁকা হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের ম্যুরাল খোদ এঁকেছেন ক্লাবের সহস্বত্বাধিকারী ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম। এ ছাড়া এর আগে মেসিকে বরণ করে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী নামবেন মিয়ামির হয়ে।
এর আগে মেসির নামে বার্গারও তৈরি হয়েছিল। গত বছরের মার্চে ‘মেসি বার্গার’ নামে বার্গার এনেছিল হার্ড রক। রেস্তোরাঁর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নামে বার্গারের নামকরণ করে তারা। হার্ড রক ক্যাফের সঙ্গে পাঁচ বছরের চুক্তি রয়েছে মেসির।
যুক্তরাষ্ট্রে এখনো লিওনেল মেসির খেলা শুরু হয়নি। তাঁর যাওয়ার ঘোষণা শুনেই দেশটিতে ছড়িয়ে পড়েছে ‘মেসি উন্মাদনা’। আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার নিজের নামে এনেছেন স্যান্ডউইচ।
২০২১ থেকে হার্ড রক ক্যাফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি। এবার হার্ড রক ক্যাফেতে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’ নামে নতুন এক স্যান্ডউইচ এনেছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে নিজের নামে স্যান্ডউইচের প্রচারণামূলক ভিডিও করেন মেসি। ভিডিওতে দেখা গেছে, হার্ড রক ক্যাফের রান্নাঘরে শেফ হিসেবে কাজ করছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘আরও এক স্বপ্ন সত্যি হলো। নতুন মেসি চিকেন স্যান্ডউইচের সঙ্গে পরিচয় করাতে পেরে আমি রোমাঞ্চিত। হার্ড রক ক্যাফের সঙ্গে মিলে আমি এটা বানিয়েছি। আমার প্রিয় খাবার দ্য মিলানিজ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছি। আপনারা কেউ মিস করবেন না।’
মেসি আসবেন বলে কয়েক দিন আগে মিয়ামিতে তাঁর ম্যুরাল আঁকা হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের ম্যুরাল খোদ এঁকেছেন ক্লাবের সহস্বত্বাধিকারী ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম। এ ছাড়া এর আগে মেসিকে বরণ করে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী নামবেন মিয়ামির হয়ে।
এর আগে মেসির নামে বার্গারও তৈরি হয়েছিল। গত বছরের মার্চে ‘মেসি বার্গার’ নামে বার্গার এনেছিল হার্ড রক। রেস্তোরাঁর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নামে বার্গারের নামকরণ করে তারা। হার্ড রক ক্যাফের সঙ্গে পাঁচ বছরের চুক্তি রয়েছে মেসির।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৬ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৮ ঘণ্টা আগে