তাঁর অধীনেই অন্য এক আর্জেন্টিনাকে দেখছে ফুটবল বিশ্ব। আলবিসেলেস্তেদের ২৮ বছরের শিরোপার খরাও কাটিয়েছেন তিনি। এ বছরই তাঁর হাত ধরে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনাকে ক্রমাগত সাফল্য এনে দেওয়া সেই লিওনেল স্কালোনি এবার জায়গা পেয়েছেন ফিফার ২০২১ সালের সেরা কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায়।
গতকাল সোমবার রাতে পুরুষ ফুটবলের বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা সাতজনের তালিকা প্রকাশ করেছে ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত সময়কে বিবেচনায় নিয়ে করা হয়েছে এই তালিকা। এই সময়ের মধ্যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন স্কালোনি। এরই মধ্যে তাঁর অধীনে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন মেসি-দি মারিয়ারা।
এমনিতে স্কালোনির অধীনে দারুণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা তো সে কথাই বলছে। আর্জেন্টিনার এই সাফল্যের বড় কৃতিত্ব স্কালোনির। সেই সাফল্যের ধারাবাহিকতায় তো বছরসেরা কোচ হওয়ার সাতজনের দৌড়ে আছেন তিনি। জানুয়ারির শুরুর দিকে সাতজনের তালিকা কমে আসবে তিনজনে। তবে সেরা হওয়াটা নিশ্চিতভাবেই স্কালোনির জন্য বিশেষ কিছুই হবে।
স্কালোনি ছাড়াও গত মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের দেখা পাওয়া রবার্তো মানচিনি, দিয়েগো সিমিওনে, টমাস টুখেলরাও আছেন এই তালিকায়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বছরের সেরা কোচের নাম।
বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা:
অ্যান্থনিও কন্তে (ইন্টার মিলান/টটেনহ্যাম), হান্সি ফ্লিক (বায়ার্ন মিউনিখ, জার্মানি), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), রবার্তো মানচিনি (ইতালি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), দিয়েগো সিমিওনে (অ্যাতলেতিকো মাদ্রিদ), টমাস টুখেল (চেলসি)।
তাঁর অধীনেই অন্য এক আর্জেন্টিনাকে দেখছে ফুটবল বিশ্ব। আলবিসেলেস্তেদের ২৮ বছরের শিরোপার খরাও কাটিয়েছেন তিনি। এ বছরই তাঁর হাত ধরে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনাকে ক্রমাগত সাফল্য এনে দেওয়া সেই লিওনেল স্কালোনি এবার জায়গা পেয়েছেন ফিফার ২০২১ সালের সেরা কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায়।
গতকাল সোমবার রাতে পুরুষ ফুটবলের বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা সাতজনের তালিকা প্রকাশ করেছে ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত সময়কে বিবেচনায় নিয়ে করা হয়েছে এই তালিকা। এই সময়ের মধ্যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন স্কালোনি। এরই মধ্যে তাঁর অধীনে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন মেসি-দি মারিয়ারা।
এমনিতে স্কালোনির অধীনে দারুণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা তো সে কথাই বলছে। আর্জেন্টিনার এই সাফল্যের বড় কৃতিত্ব স্কালোনির। সেই সাফল্যের ধারাবাহিকতায় তো বছরসেরা কোচ হওয়ার সাতজনের দৌড়ে আছেন তিনি। জানুয়ারির শুরুর দিকে সাতজনের তালিকা কমে আসবে তিনজনে। তবে সেরা হওয়াটা নিশ্চিতভাবেই স্কালোনির জন্য বিশেষ কিছুই হবে।
স্কালোনি ছাড়াও গত মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের দেখা পাওয়া রবার্তো মানচিনি, দিয়েগো সিমিওনে, টমাস টুখেলরাও আছেন এই তালিকায়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বছরের সেরা কোচের নাম।
বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা:
অ্যান্থনিও কন্তে (ইন্টার মিলান/টটেনহ্যাম), হান্সি ফ্লিক (বায়ার্ন মিউনিখ, জার্মানি), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), রবার্তো মানচিনি (ইতালি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), দিয়েগো সিমিওনে (অ্যাতলেতিকো মাদ্রিদ), টমাস টুখেল (চেলসি)।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে