ইন্টার মিয়ামিতে খেলতে যাওয়া লিওনেল মেসির অনেকটাই নিশ্চিত। মিয়ামি শহরেই আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার কিনেছেন প্রায় ৯৮ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
অ্যাপার্টমেন্ট কিনতে তার খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ার এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। আমেরিকায় পরিবার নিয়ে থাকার জন্য বাড়িটি উপযুক্ত। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকতেই মেসি বাড়িটি কিনেছেন। তাঁর তিন সন্তানের বিশ্ববিদ্যালয়ে ওঠার আগে তাদের স্কুলে ভর্তি করাতে চান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বাড়িতে রয়েছে আশপাশের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার সুযোগ। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আবাসিক গাড়ি রাখার জন্য এই বিল্ডিংয়ে রয়েছে আকর্ষণীয়, নজরকাড়া লিফট। মালিকেরা তাঁদের গাড়ি পছন্দের জায়গায় পার্ক করে রাখতে পারেন। ৬০ তলার এই বাড়ি ফ্লোরিয়া অঙ্গরাজ্যের বল হারবার ও অ্যাভেঞ্চুরা শহরের মাঝে অবস্থিত। ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ ও রেসিং সিমুলেটরস। ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাও রয়েছে এই বাড়িতে।
গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সম্ভাব্য গন্তব্য হিসেবে আল হিলালের নাম শোনা যাচ্ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের মতে, ৬ জুন আল হিলাল মেসিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চেয়েছিল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষা করছিল। পরে মেসি মিয়ামিতে যাওয়ার কথা নিজেই জানিয়েছেন। যদিও তাঁর এবং ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি।
ইন্টার মিয়ামিতে খেলতে যাওয়া লিওনেল মেসির অনেকটাই নিশ্চিত। মিয়ামি শহরেই আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার কিনেছেন প্রায় ৯৮ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
অ্যাপার্টমেন্ট কিনতে তার খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ার এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। আমেরিকায় পরিবার নিয়ে থাকার জন্য বাড়িটি উপযুক্ত। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকতেই মেসি বাড়িটি কিনেছেন। তাঁর তিন সন্তানের বিশ্ববিদ্যালয়ে ওঠার আগে তাদের স্কুলে ভর্তি করাতে চান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বাড়িতে রয়েছে আশপাশের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার সুযোগ। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আবাসিক গাড়ি রাখার জন্য এই বিল্ডিংয়ে রয়েছে আকর্ষণীয়, নজরকাড়া লিফট। মালিকেরা তাঁদের গাড়ি পছন্দের জায়গায় পার্ক করে রাখতে পারেন। ৬০ তলার এই বাড়ি ফ্লোরিয়া অঙ্গরাজ্যের বল হারবার ও অ্যাভেঞ্চুরা শহরের মাঝে অবস্থিত। ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ ও রেসিং সিমুলেটরস। ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাও রয়েছে এই বাড়িতে।
গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সম্ভাব্য গন্তব্য হিসেবে আল হিলালের নাম শোনা যাচ্ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের মতে, ৬ জুন আল হিলাল মেসিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চেয়েছিল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষা করছিল। পরে মেসি মিয়ামিতে যাওয়ার কথা নিজেই জানিয়েছেন। যদিও তাঁর এবং ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি।
বয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
২৪ মিনিট আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
১ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৩ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১৩ ঘণ্টা আগে