Ajker Patrika

অষ্টম ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না মেসি

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১২: ৩৭
অষ্টম ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না মেসি

ক্যারিয়ারে যা অপূর্ণতা ছিল, সর্বশেষ কাতার বিশ্বকাপে তা পূর্ণ করেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সঙ্গে নিজের ষোলোকলা পূর্ণ করেছেন ফুটবল জাদুকর। 

এমন পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জেতায় এগিয়ে রয়েছেন মেসি। অনেকে ধারণা করছেন, ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন তিনি। আগামী ৩০ অক্টোবর তাঁর হাতেই সেরা পুরস্কারটি উঠবে—এমন অভিমতও ফুটবল বিশেষজ্ঞদের। 

অন্যরা এ নিয়ে মাথা ঘামালেও নিজে কিন্তু পুরস্কারটি নিয়ে ভাবছেন না মেসি। গতকাল লিগস কাপের ফাইনালের সংবাদ সম্মেলনে তেমনই জানালেন ৩৬ বছর বয়সী তারকা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। 

সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অরের বিষয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্ততা প্রকাশ করেন মেসি। মায়ামির অধিনায়ক বলেছেন, ‘স্বীকৃতির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এটা নিয়ে আর ভাবছি না। আপনারা জানেন, দল হিসেবে ট্রফি জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ 

ক্যারিয়ারে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ঘরের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা এই পুরস্কারের সঙ্গে আরও অনেক ব্যক্তিগত পুরস্কার জিতেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নামের পাশে খালি ছিল শুধু বিশ্বকাপ না থাকা। কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোয় ব্যালন ডি’অর নিয়ে না ভাবার ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

মেসি বলেছেন, ‘সৌভাগ্যবান যে ক্যারিয়ারে এমন ট্রফি অনেক জিতেছি। শুধু বিশ্বকাপ না পাওয়ার অপূর্ণতা ছিল। তাই এখন আর এই ট্রফি নিয়ে খুব বেশি ভাবছি না। বিশ্বকাপ জয়ই গুরুত্বপূর্ণ ছিল এবং মুহূর্তগুলো উপভোগ করছি। যদি পাই ভালো।, না পেলেও সমস্যা নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত