Ajker Patrika

ব্রাজিলের তরুণ ফুটবলারকে ৬০০ কোটি টাকায় নিতে চাচ্ছে বার্সা 

ব্রাজিলের তরুণ ফুটবলারকে ৬০০ কোটি টাকায় নিতে চাচ্ছে বার্সা 

বয়সভিত্তিক ফুটবল খেলেই আলোচনায় ভিতোর রকি। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েও গেছে ব্রাজিলের এই ফুটবলারের। ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলারকে প্রায় ৬০০ কোটি টাকায় নিতে চাচ্ছে বার্সেলোনা। 

ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস এই দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েন্সের জার্সিতে খেলছেন রনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল ও ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৩ কোটি ইউরোতে বার্সা তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। আনুষঙ্গিক আরও ২ কোটি ইউরোও পেতে পারেন। সব মিলে ট্রান্সফার ফি হতে পারে ৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৫৯০ কোটি ৯২ লাখ টাকা। বার্সেলোনা দরকারি নথিপত্র প্যারানায়েন্সকে পাঠিয়েছে। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের ফোন পেয়ে রীতিমতো অবাক হয়েছেন রকি। ব্রাজিলিয়ান এই ফুটবলারের এজেন্ট আন্দ্রে কুরি বলেছেন, ‘তাকে নিতে অন্যান্য দলও আগ্রহ দেখিয়েছিল। তবে ভিতোর (রকি) বার্সেলোনায় যেতে চেয়েছে।’ ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, পিএসজিও নিতে চেয়েছিল রকিকে। 

রকির সঙ্গে বার্সার ছয় বছরের চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা এখনো আসেনি। ২০২৩-২৪ মৌসুমের শুরু থেকে না পাওয়া যেতে পারে তাঁকে। যদি তা না হয় তাহলে ২০২৪ এর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত