Ajker Patrika

‘মেসির বার্সায় না ফেরাটা লজ্জার বিষয়’ 

‘মেসির বার্সায় না ফেরাটা লজ্জার বিষয়’ 

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল গত কয়েক মাস। মেসির পুরনো ক্লাবে ফেরার গুঞ্জন শোনা যেত প্রায়ই। শেষ পর্যন্ত আর্জেন্টাইন কিংবদন্তি তাঁর পুরোনো ক্লাবে ফিরতে পারেননি। মেসির বার্সায় না ফেরাটা লজ্জার মনে করছেন নেদারল্যান্ডস ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ং। 

সৌদি আরবের পর্যটনদূত হিসেবে মে মাসের প্রথম সপ্তাহে মেসি সৌদি সফরে যান পুরো পরিবার নিয়ে। এরপরই পিএসজির রোষানলে পড়েন তিনি। ক্লাব কর্তৃপক্ষের বিনা অনুমতিতে যাওয়ায় তিনি পেয়েছেন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। তখনই এই মৌসুম শেষে পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক ছিন্ন হওয়ার আভাস পাওয়া যায়। তখনও চলতে থাকে মেসির বার্সায় ফেরার গুঞ্জন। আর পিএসজি ছাড়ার পর মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে বৈঠক করেছিল বার্সেলোনা। তবু তাঁকে বার্সায় ফেরানো সম্ভব হয়নি। 

মেসির বার্সেলোনায় না ফেরায় তাঁর (মেসি) সঙ্গে পুনরায় দেখা করার সুযোগ হয়নি ডি ইয়ংয়ের। ২০১৯ থেকে ২০২১-এই দুই বছর আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে একসঙ্গে খেলেছেন ডি ইয়ং। নেদারল্যান্ডসের ডে টেলিগ্রাফকে ডাচ এই মিডফিল্ডার বলেন, ‘আমি মনে করি সব দলই লিওনেলকে চাইবে। কারণ তিনি (মেসি) যেকোনো জায়গায়, যেকোনো সময় পার্থক্য গড়ে দিতে পারেন। বার্সেলোনায় তার ফিরে না আসাটা লজ্জার। আমি তাঁকে চেয়েছিলাম।’ 
 
গত ৯ মে আল হিলালের সঙ্গে মেসির ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। মেসির পক্ষ থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষা করছিল সৌদি ক্লাবটি। তবে সৌদি ক্লাবেও যাওয়া হয়নি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও আর্জেন্টাইন তারকা ফুটবলারের পরবর্তী গন্তব্য যে ইন্টার মিয়ামি, তা অনেকটাই নিশ্চিত। মিয়ামিতে এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ার এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত