Ajker Patrika

ভোরে মেসির ম্যাচ কোথায় দেখা যাবে

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০: ১২
ভোরে মেসির ম্যাচ কোথায় দেখা যাবে

লিওনেল মেসির ইন্টার মিয়ামি পর্ব শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। মেসির এই অভিষেক ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

আগামীকাল ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল, যা হতে যাচ্ছে মিয়ামিতে মেসির প্রথম ম্যাচ। অনলাইনে অ্যাপল টিভি প্লাসে দেখা যাবে এই ম্যাচ। অ্যাপল টিভি প্লাসের এমএলএস সিজন পাসে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে মেসির অভিষেক ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচে টিকিটের দামও প্রচুর। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ কয়েক দিন আগে দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। 

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গত রোববার ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। আতশবাজি, গানবাজনায় মুখরিত হয়ে উঠেছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সবার মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে। ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠান নিয়ে মুগ্ধতা ঝরেছে মেসির কণ্ঠেও। অনুষ্ঠানের দিন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘আমাকে এভাবে স্বাগত জানানোয় মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। হোসে, হোর্হে ও ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’ এরপর ইনস্টাগ্রামেও অনুষ্ঠানের প্রশংসা করেছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার, ‘সবাইকে গতকালের (রোববার) জন্য ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনা একটু পাল্টে গেছে। তবু সবকিছু দারুণ হয়েছে। অনুষ্ঠানে যাঁরা এসেছেন তাঁদের ধন্যবাদ। যে শিল্পীরা পারফর্ম করেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত