চোটের সমস্যা তো কাটছেই না লিওনেল মেসির। এ নিয়ে ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচ মিস করেছেন তিনি। তাঁকে ছাড়া মায়ামি এই তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি। আজ কোনোমতে হার এড়িয়েছে দলটি।
ডিআরভি পিংক স্টেডিয়ামে মেজর লিগ সকারে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল নিউইয়র্ক সিটি। মেসিকে ছাড়া মায়ামি এই ম্যাচেও খেলেছে দাপটের সঙ্গে। ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল মায়ামি আর নিউইয়র্ক সিটি নিজেদের দখলে বল রেখেছিল ৩৫ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল নিউইয়র্ক সিটি। মায়ামির এক্ষেত্রে শট ছিল ১টি আর ৩টি শট করেছিল নিউইয়র্ক। যেখানে ১৩ মিনিটে নিউইয়র্ক এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা হাতছাড়া হয়েছে। আনদ্রেস জ্যাসনের পাস থেকে মুনসেফ বাকরা বাঁ পায়ে শট নিলেও তা কাজে লাগাতে পারেননি। ১৫ মিনিটে বাকরার আরও এক শট কাছাকাছি এসে লক্ষ্যভ্রষ্ট হয়। এবার অ্যাসিস্ট করেন তালেস ম্যাগনো।
পাল্টা আক্রমণে এরপর গোলের সুযোগ তৈরি করে মায়ামি। ১৯ মিনিটে ফাকুন্দো ফারিয়াস সেটপিস থেকে পাস দেন। তবে সেই পাস থেকে গোলপোস্টের ছয় গজের কাছাকাছি এসেও গোল করতে পারেননি লিওনার্দো কাম্পানা। ২১ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। বেনজামিন ক্রেমাশ্চির পাস থেকে ডেভিড রুইজ হেড দিলেও তা কাজে লাগাতে পারেননি। এভাবে আক্রমণ ও প্রতি আক্রমণে দুই দলই গোলের সুযোগ তৈরি করেছিল। তবে তা কাজে লাগাতে পারেনি কেউই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৮ মিনিটে নোয়া অ্যালেনের বাঁ পায়ের শট ডিবক্সের অনেক দূর থেকে বেরিয়ে যায়। ১ মিনিট পর অ্যালেন আরেকবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ৫১ মিনিটে নিউইয়র্কের বাকরার দারুণ শট করেন। তবে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর ৫৫ মিনিটে মায়ামির ডিক্সন আরোয়োর শট বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। তারপর ৬৩ মিনিটে নিউইয়র্কের আরও এক শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক। অবশেষে ম্যাচে প্রথম গোল হয় ৭৭ মিনিটে। টেভন গ্রের অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন সান্টিয়াগো রদ্রিগেজ। একটা পর্যায়ে মনে হচ্ছিল মায়ামির হার সময়ের ব্যাপার মাত্র। একদম শেষ মুহূর্তে হার এড়িয়েছে তারা। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে রবার্ট টেলরের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন টমাস আভিলেস। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ।
১-১ গোলে ড্র হওয়ায় প্লে-অফে খেলা একটু কঠিনই হয়ে গেছে মায়ামির। ৩০ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৫ হারে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকা মন্ট্রিয়লের পয়েন্ট ৩৭। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
চোটের সমস্যা তো কাটছেই না লিওনেল মেসির। এ নিয়ে ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচ মিস করেছেন তিনি। তাঁকে ছাড়া মায়ামি এই তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি। আজ কোনোমতে হার এড়িয়েছে দলটি।
ডিআরভি পিংক স্টেডিয়ামে মেজর লিগ সকারে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল নিউইয়র্ক সিটি। মেসিকে ছাড়া মায়ামি এই ম্যাচেও খেলেছে দাপটের সঙ্গে। ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল মায়ামি আর নিউইয়র্ক সিটি নিজেদের দখলে বল রেখেছিল ৩৫ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল নিউইয়র্ক সিটি। মায়ামির এক্ষেত্রে শট ছিল ১টি আর ৩টি শট করেছিল নিউইয়র্ক। যেখানে ১৩ মিনিটে নিউইয়র্ক এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা হাতছাড়া হয়েছে। আনদ্রেস জ্যাসনের পাস থেকে মুনসেফ বাকরা বাঁ পায়ে শট নিলেও তা কাজে লাগাতে পারেননি। ১৫ মিনিটে বাকরার আরও এক শট কাছাকাছি এসে লক্ষ্যভ্রষ্ট হয়। এবার অ্যাসিস্ট করেন তালেস ম্যাগনো।
পাল্টা আক্রমণে এরপর গোলের সুযোগ তৈরি করে মায়ামি। ১৯ মিনিটে ফাকুন্দো ফারিয়াস সেটপিস থেকে পাস দেন। তবে সেই পাস থেকে গোলপোস্টের ছয় গজের কাছাকাছি এসেও গোল করতে পারেননি লিওনার্দো কাম্পানা। ২১ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। বেনজামিন ক্রেমাশ্চির পাস থেকে ডেভিড রুইজ হেড দিলেও তা কাজে লাগাতে পারেননি। এভাবে আক্রমণ ও প্রতি আক্রমণে দুই দলই গোলের সুযোগ তৈরি করেছিল। তবে তা কাজে লাগাতে পারেনি কেউই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৮ মিনিটে নোয়া অ্যালেনের বাঁ পায়ের শট ডিবক্সের অনেক দূর থেকে বেরিয়ে যায়। ১ মিনিট পর অ্যালেন আরেকবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ৫১ মিনিটে নিউইয়র্কের বাকরার দারুণ শট করেন। তবে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর ৫৫ মিনিটে মায়ামির ডিক্সন আরোয়োর শট বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। তারপর ৬৩ মিনিটে নিউইয়র্কের আরও এক শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক। অবশেষে ম্যাচে প্রথম গোল হয় ৭৭ মিনিটে। টেভন গ্রের অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন সান্টিয়াগো রদ্রিগেজ। একটা পর্যায়ে মনে হচ্ছিল মায়ামির হার সময়ের ব্যাপার মাত্র। একদম শেষ মুহূর্তে হার এড়িয়েছে তারা। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে রবার্ট টেলরের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন টমাস আভিলেস। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ।
১-১ গোলে ড্র হওয়ায় প্লে-অফে খেলা একটু কঠিনই হয়ে গেছে মায়ামির। ৩০ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৫ হারে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকা মন্ট্রিয়লের পয়েন্ট ৩৭। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৫ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৭ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৭ ঘণ্টা আগে