আর্জেন্টিনা ফুটবল দলের কাছে শিরোপা ছিল ‘অমাবশ্যার চাঁদের’ মতো। শিরোপার আশায় চাতক পাখির মতো অপেক্ষায় থাকতেন আর্জেন্টাইন সমর্থকেরা। ফাইনালে গিয়ে পরাজয়ের ঘটনাও ঘটছিল আলবিসেলেস্তেদের সঙ্গে। শিরোপার জন্য খাঁ খাঁ করছিল আর্জেন্টিনার শোকেস।
অবশেষে ২০২১ এর ১১ জুলাই এল সেই মাহেন্দ্রক্ষণ। মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল। আনহেল দি মারিয়ার দুর্দান্ত গোলে ২২ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই ১-০ গোলের জয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়ে পুরো আর্জেন্টাইন ডাগআউট। ২৮ বছর পর শিরোপা এসেছে আকাশী-নীলদের শোকেসে। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে প্রথম শিরোপা জেতেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে প্রথম শিরোপা জয়ের আবেগ সেদিন লুকোতে পারেননি মেসি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৭ ম্যাচে করেন ৪ গোল ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার গোলপোস্ট অতন্দ্র প্রহরীর মতো সামলেছেন এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শ্যুটআউট, মূল ম্যাচ-প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল থেকে আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন মার্তিনেজ।
কোপা আমেরিকা জয়ের ধারাবাহিকতা আর্জেন্টিনা ২০২২ সালেও। ওয়েম্বলিতে ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারায় আকাশী-নীলরা। একটি করে গোল করেন লাওতারো মার্তিনেজ, দি মারিয়া ও পাওলো দিবালা। আর টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে যায় আলবিসেলেস্তেরা। সৌদি আরবের বিপক্ষে লুসাইলে মেসির গোলে প্রথমে এগিয়েও গিয়েছিল আর্জেন্টিনা। তবে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরে যায় আর্জেন্টাইনরা। বিশ্বকাপে আকাশী-নীলদের হার বলতে শুধু এটাই। টানা জয়ে ফাইনালে চলে যায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। কোপার মতো বিশ্বকাপেও আর্জেন্টিনার দুর্ভেদ্য দেয়াল হিসেবে কাজ করেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
১৮ ডিসেম্বর, ২০২২- লুসাইলে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স। ধ্রুপদী সেই ফাইনাল ড্র হয় ৩-৩ গোলে। ফাইনালে জোড়া গোল করেন মেসি। টাইব্রেকারে দুর্দান্ত গোলকিপিং করেন মার্তিনেজ। আর গঞ্জালো মন্তিয়েলের গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে আর্জেন্টিনা দল। কোপা, ফিনালিসিমার পর বিশ্বকাপ-আন্তর্জাতিক ফুটবলে তিনটি শিরোপা জেতেন মেসি। গোল্ডেন বলের পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর গোল্ডেন গ্লাভস জিতেছেন মার্তিনেজ।
২০২২ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন মেসি। ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। কাতার বিশ্বকাপে গড়েছেন একের পর এক রেকর্ড। ১৩ গোল করে আর্জেন্টাইনদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করা একমাত্র ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে জেতেন গোল্ডেন বল। বিশ্বকাপের পর এই বছর ফিফা দ্য বেস্ট, লরিয়াস পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।
আর্জেন্টিনা ফুটবল দলের কাছে শিরোপা ছিল ‘অমাবশ্যার চাঁদের’ মতো। শিরোপার আশায় চাতক পাখির মতো অপেক্ষায় থাকতেন আর্জেন্টাইন সমর্থকেরা। ফাইনালে গিয়ে পরাজয়ের ঘটনাও ঘটছিল আলবিসেলেস্তেদের সঙ্গে। শিরোপার জন্য খাঁ খাঁ করছিল আর্জেন্টিনার শোকেস।
অবশেষে ২০২১ এর ১১ জুলাই এল সেই মাহেন্দ্রক্ষণ। মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল। আনহেল দি মারিয়ার দুর্দান্ত গোলে ২২ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই ১-০ গোলের জয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়ে পুরো আর্জেন্টাইন ডাগআউট। ২৮ বছর পর শিরোপা এসেছে আকাশী-নীলদের শোকেসে। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে প্রথম শিরোপা জেতেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে প্রথম শিরোপা জয়ের আবেগ সেদিন লুকোতে পারেননি মেসি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৭ ম্যাচে করেন ৪ গোল ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার গোলপোস্ট অতন্দ্র প্রহরীর মতো সামলেছেন এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শ্যুটআউট, মূল ম্যাচ-প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল থেকে আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন মার্তিনেজ।
কোপা আমেরিকা জয়ের ধারাবাহিকতা আর্জেন্টিনা ২০২২ সালেও। ওয়েম্বলিতে ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারায় আকাশী-নীলরা। একটি করে গোল করেন লাওতারো মার্তিনেজ, দি মারিয়া ও পাওলো দিবালা। আর টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে যায় আলবিসেলেস্তেরা। সৌদি আরবের বিপক্ষে লুসাইলে মেসির গোলে প্রথমে এগিয়েও গিয়েছিল আর্জেন্টিনা। তবে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরে যায় আর্জেন্টাইনরা। বিশ্বকাপে আকাশী-নীলদের হার বলতে শুধু এটাই। টানা জয়ে ফাইনালে চলে যায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। কোপার মতো বিশ্বকাপেও আর্জেন্টিনার দুর্ভেদ্য দেয়াল হিসেবে কাজ করেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
১৮ ডিসেম্বর, ২০২২- লুসাইলে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স। ধ্রুপদী সেই ফাইনাল ড্র হয় ৩-৩ গোলে। ফাইনালে জোড়া গোল করেন মেসি। টাইব্রেকারে দুর্দান্ত গোলকিপিং করেন মার্তিনেজ। আর গঞ্জালো মন্তিয়েলের গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে আর্জেন্টিনা দল। কোপা, ফিনালিসিমার পর বিশ্বকাপ-আন্তর্জাতিক ফুটবলে তিনটি শিরোপা জেতেন মেসি। গোল্ডেন বলের পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর গোল্ডেন গ্লাভস জিতেছেন মার্তিনেজ।
২০২২ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন মেসি। ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। কাতার বিশ্বকাপে গড়েছেন একের পর এক রেকর্ড। ১৩ গোল করে আর্জেন্টাইনদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির। এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করা একমাত্র ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে জেতেন গোল্ডেন বল। বিশ্বকাপের পর এই বছর ফিফা দ্য বেস্ট, লরিয়াস পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৬ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৮ ঘণ্টা আগে