Ajker Patrika

মেসির চুমু খেয়ে বিশ্বাসই হচ্ছে না ভক্তের 

মেসির চুমু খেয়ে বিশ্বাসই হচ্ছে না ভক্তের 

লিওনেল মেসিকে নিয়ে যুক্তরাষ্ট্রে পুরোদমে চলছে উন্মাদনা। মেসির সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ নিতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবার এক ভক্তের গালে চুমু খেয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। 

লিগ কাপের শেষ ষোলোতে আগামীকাল ভোরে এফসি ডালাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ইন্টার মায়ামিতে খেলার পর এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবেন মেসি। গতকাল ডালাসে পৌঁছেছে মায়ামি দল। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনুশীলনে যাওয়ার সময় মেসি গাড়ি থামিয়েছেন। তরুণ এক ভক্ত বলছিলেন, ‘আপনাকে আমি ভালোভাসি অধিনায়ক। আমাকে চুমু দিন।’ এরপর মেসির সঙ্গে করমর্দন করেন তিনি। তারপর সেই ভক্তের গালে আর্জেন্টাইন তারকা ফুটবলার চুমু দিয়েছেন। চুমু খেয়ে ভক্তের যেন বিশ্বাসই হচ্ছিল না। অবাক হয়ে নিজের গালে হাত দিয়েছেন তিনি। 

এর আগে মেসির অটোগ্রাফ নিতে গিয়ে এক ভক্তের চাকরিও চলে যায়। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গত বৃহস্পতিবার লিগ কাপের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। সেদিন ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামের এক কলম্বিয়ান নাগরিক ক্লিনারের কাজ করছিলেন। মেসিকে দেখে অটোগ্রাফ নিতে ছুটে যান তিনি (সালামাঞ্চা)। মেসিও তাকে (সালামাঞ্চা) হতাশ করেননি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নেসিওনকে অটোগ্রাফ নেওয়ার ব্যাপারে সালামাঞ্চা বলেন, ‘যেখানে বাস পার্ক করা হয়, সেখানের বাথরুম পরিষ্কার করছিলাম। সৌভাগ্যবশত, বাস আসার পর যখন খেলোয়াড়েরা নামতে শুরু করলেন, আমি সেখানে ছিলাম। সবার শেষে বের হয়েছিলেন মেসি। ‘হে বিশ্ব চ্যাম্পিয়ন’ বলে আমি চিৎকার করেছিলাম। আমি যে ড্রেস পরেছিলাম, তার নিচে আর্জেন্টিনার জার্সি ছিল। আমার সঙ্গে মার্কারও ছিল। তিনি তাঁর অটোগ্রাফ দিলেন। এরপর নিরাপত্তাকর্মী এসে আমাকে বের করে দিলেন এবং চাকরি থেকেও বরখাস্ত করলেন।’ 

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে।  অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। মেজর লিগ সকারে (এমএলএস) মেসির অভিষেক হতে একটু সময় লাগবে। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ২০ আগস্ট শার্লটের বিপক্ষে খেলবে মায়ামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত