Ajker Patrika

জাতীয় দলের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ‘বিসর্জন’ সাকিবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২২: ৩৩
জাতীয় দলের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ‘বিসর্জন’ সাকিবের

আঙুলের চোটে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা খেলা হয়নি সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ছিলেন না তিনি। কদিন পর থেকে নেমে পড়তে হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই আজ বাংলাদেশ অধিনায়ক যোগ দেন আওয়ামী লীগের এক অনুষ্ঠানে। সাকিব চেয়েছিলেন বছরের শেষ এই সফরে থাকতে। কিন্তু আঙুলের চোটে পড়ে আর থাকা হলো না তাঁর।

সাকিবের এবার নাম নেই আইপিএল কিংবা পিএসএলের ড্রাফটেও। গতকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বাঁহাতি অলরাউন্ডার তাঁর হাতের চোট নিয়ে বলেছেন, ‘ইচ্ছা ছিল নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাব। চার সপ্তাহের মধ্যে সেরে ওঠার আশা ছিল। দুদিন আগেও চিকিৎসক দেখিয়েছি। তিনি বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে। তারপর রিহ্যাব শুরু করতে। যতটুকু সময় লাগার কথা ছিল, তার চেয়ে বেশি লাগছে। ফিটনেস ফিরে পেতে বিপিএলের আগে খুব বেশি উপায় দেখছি না (খেলায় ফেরার)। এই সময়ে নির্বাচনও আছে। এই দিকে আমি ব্যস্ত থাকব।’

নির্বাচনের পর সাকিবের পরিকল্পনা বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার। তবে তিনি কেন আইপিএল-পিএসএল নিলামে নাম দেননি, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন, ‘আইপিএলে নাম দিইনি। পিএসএলে আমার নাম নেই। আমার পরিকল্পনা, পুরো সময়ে জাতীয় দলে যেন দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি বিসর্জন দেব। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ নিয়ে তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত