নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দলে ছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সফরেও তাই। কিন্তু দুই সফরের একটিতেও শেষ পর্যন্ত খেলেননি বাঁহাতি অলরাউন্ডার। এবারও যথারীতি ঘরের মাঠে হোম সিরিজের জন্য সাকিবকে দলে রেখেছেন নির্বাচকেরা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া যাবে কিনা পুরনো সেই সংশয়টা এখনো কাটেনি।
কয়েক বছর ধরে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ভালোই বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। সাকিবকে নিয়ে রহস্যের জটটা একটু বেশিই। সেটা মানছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা (সিনিয়র ক্রিকেটারদের) কারওর সঙ্গে মিলে না। ওকে নিয়ে বলাটা কঠিন। ওকে সব ফরম্যাটে সবাই চায়। কিন্তু পাওয়া কঠিন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকার পরও ছুটি নিয়ে সফর এড়িয়ে গেছেন সাকিব। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেও তাঁকে নিয়ে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত তিন ফরমেটে খেলবেন বলে সংবাদমাধ্যমের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। তখন তাঁর পাশেই দাঁড়ানো ছিলেন বোর্ড সভাপতি পাপন। সেই তিনিই আজ সাকিবকে নিয়ে বললেন, ‘আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না।’
পাপন যোগ করেন, ‘ওর (সাকিব) সঙ্গে আমি যখন কথা বলি, মনে হয় সবকটি (ফরম্যাটে) খেলতে চায়। কিন্তু যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে; এটা অস্বীকার করার উপায় নেই। আমি মনে করি, সিদ্ধান্তটা খেলোয়াড়দেরই নিতে হবে। খামোখা এসব মিডিয়াতে না বলে বোর্ডের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেই ভালো। বোর্ডেরও একটু সুবিধা হয় সবকিছু চিন্তা করতে। বাইরে এসব হয়, আমাদের দেশে হয়নি। কিন্তু হবে (আমাদের দেশেও)।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ফিরতি টেস্ট ঢাকায়; মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ২৩ মে থেকে। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দলে ছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সফরেও তাই। কিন্তু দুই সফরের একটিতেও শেষ পর্যন্ত খেলেননি বাঁহাতি অলরাউন্ডার। এবারও যথারীতি ঘরের মাঠে হোম সিরিজের জন্য সাকিবকে দলে রেখেছেন নির্বাচকেরা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া যাবে কিনা পুরনো সেই সংশয়টা এখনো কাটেনি।
কয়েক বছর ধরে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ভালোই বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। সাকিবকে নিয়ে রহস্যের জটটা একটু বেশিই। সেটা মানছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা (সিনিয়র ক্রিকেটারদের) কারওর সঙ্গে মিলে না। ওকে নিয়ে বলাটা কঠিন। ওকে সব ফরম্যাটে সবাই চায়। কিন্তু পাওয়া কঠিন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকার পরও ছুটি নিয়ে সফর এড়িয়ে গেছেন সাকিব। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেও তাঁকে নিয়ে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত তিন ফরমেটে খেলবেন বলে সংবাদমাধ্যমের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। তখন তাঁর পাশেই দাঁড়ানো ছিলেন বোর্ড সভাপতি পাপন। সেই তিনিই আজ সাকিবকে নিয়ে বললেন, ‘আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না।’
পাপন যোগ করেন, ‘ওর (সাকিব) সঙ্গে আমি যখন কথা বলি, মনে হয় সবকটি (ফরম্যাটে) খেলতে চায়। কিন্তু যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে; এটা অস্বীকার করার উপায় নেই। আমি মনে করি, সিদ্ধান্তটা খেলোয়াড়দেরই নিতে হবে। খামোখা এসব মিডিয়াতে না বলে বোর্ডের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেই ভালো। বোর্ডেরও একটু সুবিধা হয় সবকিছু চিন্তা করতে। বাইরে এসব হয়, আমাদের দেশে হয়নি। কিন্তু হবে (আমাদের দেশেও)।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ফিরতি টেস্ট ঢাকায়; মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ২৩ মে থেকে। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
২৭ মিনিট আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৪ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
৫ ঘণ্টা আগে