Ajker Patrika

অধিনায়কত্ব নিয়ে ভাবনা বদলেছে সাকিবের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩: ০৫
অধিনায়কত্ব নিয়ে ভাবনা বদলেছে সাকিবের

বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়কত্ব করবেন না—এমন কথা টিভি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ২০২৩ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে।  বিশ্বকাপ শেষের প্রায় ১ মাস হতে চলল। চোটে পড়ায় সাকিবও আছেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের ভাবনাও বদলেছে নেতৃত্বের ব্যাপারে। 

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি। সাকিব অধিনায়কত্ব তো বটেই, কত দিন খেলবেন সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশার মধ্যে । বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক লাইভে কাল রাতে তাঁর (সাকিব) কাছে ফিরে এসেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। প্রশ্নটা ছিল, সাকিব কি ওয়ানডের নেতৃত্বে সত্যিই ফিরবেন না? তাঁর উত্তর,  ‘,‘আসলে এটা সময়ই বলে দেবে। আমি তো বিশ্বকাপের আগে বলেই গিয়েছিলাম (বিশ্বকাপের পর অধিনায়কত্ব না করার ঘোষণা)। যে কদিন খেলব, স্বাধীনভাবে যেন খেলতে পারি। দায়িত্ব তো অনেক নিয়েছি। এখন উপভোগ করতে চাই। আর এখন একটা সিরিজ চলছে। বাংলাদেশ দলকে শুভকামনা। আগামীকাল (আজ) তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড সিরিজের পর সংসদ নির্বাচন। নির্বাচন শেষ হলে সবাই একসঙ্গে বসব। বাংলাদেশ দল সামনের দিকে কীভাবে এগোবে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নেব। সবাই মিলে চিন্তা করে যেটা ভালো মনে হবে করব। তখন যদি মনে হয়, আমার নেতৃত্ব চালিয়ে যাওয়া উচিত তাহলে করব। আর এখন তো শান্ত, লিটন, মিরাজ...দুই-চারজন ক্রিকেটার আছে, তাদের অনেক সম্ভাবনা রয়েছে (অধিনায়কত্ব করার) ।’  

সাকিবের এবার নাম নেই আইপিএল কিংবা পিএসএলের ড্রাফটেও।নির্বাচনের পর বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার পরিকল্পনার কথা কদিন আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছিলেন। আইপিএল-পিএসএল নিলামে নাম না দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছিলেন, ‘আইপিএলে নাম দিইনি। পিএসএলে আমার নাম নেই। আমার পরিকল্পনা, পুরো সময়ে জাতীয় দলে যেন দিতে পারি। ভবিষ্যৎ নিয়ে তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’

সাকিবের জায়গায় এখন অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সিরিজে প্রশংসিত হয়েছে শান্তর অধিনায়কত্ব। নেতৃত্বের নতুন গ্রুপ গড়ে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আশাবাদী করে তুলছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে। এই সফর দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বের গ্রুপে যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ। তিনি নিউজিল্যান্ড সফরে শান্তর ডেপুটি। দলীয় সূত্রের মাধ্যমে জানা গেছে, বিসিবি শান্ত-মিরাজকে দিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করতে চায়। এ কারণে কঠিন এবং বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাকিব ফিরলেই তাঁকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত