Ajker Patrika

‍শাকিলের সেঞ্চুরির পর লড়লেন ‘রক্তাক্ত’ সাজিদ

ক্রীড়া ডেস্ক    
চোট পাওয়ার পরও লড়লেন সাজিদ। ছবি: সংগৃহীত
চোট পাওয়ার পরও লড়লেন সাজিদ। ছবি: সংগৃহীত

মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাজিদ খান। পাকিস্তান ফেরে সিরিজ সমতায়। সিরিজ নির্ধারণী টেস্টে সাজিদ যেন নিজের নিবেদনকে আরও উচ্চতায় নিয়ে গেলেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২৭৬ রানে অলআউট করতে রেখেছেন অবদান।

আজ দ্বিতীয় দিন দলের প্রয়োজনের সময় ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাজিদ খেলেছেন ৪৮ বলে ৪৮ রানের অপরাজিত এক ইনিংস। মেরেছেন ৪টি ছক্কা ও ২টি চার। এর মধ্যে সাজিদের ‘রক্তাক্ত’ লড়াই মুগ্ধ করেছে সমর্থকদের। ব্যাটিংয়ের সময় চিবুকে বলের আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে ঝর ঝর করে রক্ত পড়া শুরু হয়।

রক্তে রঞ্জিত হয় নিজের সাদা জার্সি। ইনিংসের ৯২ তম ওভারের ঘটনা। ইংলিশ স্পিনার রেহান আহমেদের বল স্কুপ করতে গিয়ে ব্যাট ছুঁয়ে সাজিদের চিবুকে এসে লাগে বল। তখন ব্যাট করছিলেন ৩২ বলে ৩৭ রানে। তবে চোট পাওয়ার পরও সাজিদ চালিয়ে গেছেন ব্যাট। জার্সি পরিবর্তন এবং নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। সেই দৃশ্য পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক এক করে সবাই আউট হলেও ৪৮ রানে অপরাজিত থাকেন সাজিদ। নবম উইকেটে সেঞ্চুরিয়ান সৌদ শাকিলের সঙ্গে গড়েছেন ৭২ রানের দুর্দান্ত এক জুটি। পাকিস্তানের বিপর্যয় সামলে শাকিল খেলেছেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস। টেস্টের নিজের চতুর্থ শতকে মেরেছেন ৫টি চার। এ ছাড়া নোমান আলীর ব্যাট থেকে আসে ৪৫ রান।

অষ্টম উইকেটে নোমান-শাকিল গড়েন ৮৮ রানের আরেকটু গুরুত্বপূর্ণ জুটি। যার সৌজন্যে পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ৩৪৪ রান। লিড পায় ৭৭ রানের। ইংল্যান্ডের রেহান ৪টি ও শোয়েব বশির নিয়েছেন ৩টি উইকেট। তবে দিন শেষে ৭৭ রানে পিছিয়ে থেকে দিন শেষে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। নোমান দুটি ও সাজিদ একটি উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত