নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। ওয়ানডে সিরিজে শুভসূচনা করার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।
রাওয়ালপিন্ডিতে গতকাল প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। ২৮৯-এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায়। ওয়ানডেতে তৃতীয় দল হিসেবে ৫০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। পাকিস্তানের আগে এই মাইলফলক ছুঁয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯৪ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ৫৩৯ ওয়ানডে।
পাকিস্তানের এই রেকর্ড গড়ার ম্যাচে রেকর্ড গড়েছেন বাবর আজমও। আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ দ্রুততম ব্যাটার হিসেবে ১২ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর। ২৭৭ ইনিংসে পাকিস্তান অধিনায়ক করেছেন ১২০৪৩ রান। এই তালিকায় সবার ওপরে আছেন ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটারের ১২ হাজার রান করতে লেগেছিল ২৫৫ ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান:
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ): ২৫৫ ইনিংস
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা): ২৬৪ ইনিংস
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া): ২৬৯ ইনিংস
জো রুট (ইংল্যান্ড): ২৭৫ ইনিংস
বিরাট কোহলি (ভারত): ২৭৬ ইনিংস
বাবর আজম (পাকিস্তান): ২৭৭ ইনিংস
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। ওয়ানডে সিরিজে শুভসূচনা করার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।
রাওয়ালপিন্ডিতে গতকাল প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। ২৮৯-এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায়। ওয়ানডেতে তৃতীয় দল হিসেবে ৫০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। পাকিস্তানের আগে এই মাইলফলক ছুঁয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯৪ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ৫৩৯ ওয়ানডে।
পাকিস্তানের এই রেকর্ড গড়ার ম্যাচে রেকর্ড গড়েছেন বাবর আজমও। আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ দ্রুততম ব্যাটার হিসেবে ১২ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর। ২৭৭ ইনিংসে পাকিস্তান অধিনায়ক করেছেন ১২০৪৩ রান। এই তালিকায় সবার ওপরে আছেন ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটারের ১২ হাজার রান করতে লেগেছিল ২৫৫ ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান:
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ): ২৫৫ ইনিংস
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা): ২৬৪ ইনিংস
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া): ২৬৯ ইনিংস
জো রুট (ইংল্যান্ড): ২৭৫ ইনিংস
বিরাট কোহলি (ভারত): ২৭৬ ইনিংস
বাবর আজম (পাকিস্তান): ২৭৭ ইনিংস
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে