Ajker Patrika

কিউইদের বিপক্ষে পাকিস্তানের জয়ে যত রেকর্ড

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৫: ৫১
কিউইদের বিপক্ষে পাকিস্তানের জয়ে যত রেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। ওয়ানডে সিরিজে শুভসূচনা করার ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড। 

রাওয়ালপিন্ডিতে গতকাল প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। ২৮৯-এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায়। ওয়ানডেতে তৃতীয় দল হিসেবে ৫০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। পাকিস্তানের আগে এই মাইলফলক ছুঁয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯৪ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ৫৩৯ ওয়ানডে। 

পাকিস্তানের এই রেকর্ড গড়ার ম্যাচে রেকর্ড গড়েছেন বাবর আজমও। আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ দ্রুততম ব্যাটার হিসেবে ১২ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর। ২৭৭ ইনিংসে পাকিস্তান অধিনায়ক করেছেন ১২০৪৩ রান। এই তালিকায় সবার ওপরে আছেন ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটারের ১২ হাজার রান করতে লেগেছিল ২৫৫ ইনিংস। 

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান: 
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ): ২৫৫ ইনিংস
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা): ২৬৪ ইনিংস
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া): ২৬৯ ইনিংস
জো রুট (ইংল্যান্ড): ২৭৫ ইনিংস
বিরাট কোহলি (ভারত): ২৭৬ ইনিংস
বাবর আজম (পাকিস্তান): ২৭৭ ইনিংস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত