Ajker Patrika

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যুর বকেয়া বিদ্যুৎ বিল ৪ কোটি টাকা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যুর বকেয়া বিদ্যুৎ বিল ৪ কোটি টাকা

ছত্তিশগড়ের রাইপুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম কর্তৃপক্ষকে কেউ চাইলে ‘কৃপণ’ বলতেই পারেন। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুতের সমস্যা সমাধানের মতো পর্যাপ্ত টাকা-পয়সা যেন নেই। এই স্টেডিয়ামের ৪ কোটি টাকারও বেশি পরিমাণ বিদ্যুৎ বিল এখনো বাকি রয়েছে। 

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দেখা গেল স্টেডিয়ামের কিছু অংশে কোনো বিদ্যুৎ নেই। এর কারণ ২০০৯ সাল থেকে বিদ্যুতের বিলই দেওয়া হচ্ছে না। বকেয়া বিলের অঙ্কটা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ১৮ লাখ টাকা। 

২০১৮ সালে হাফ ম্যারাথন যখন অনুষ্ঠিত হয়েছিল, তখনই অ্যাথলেটরা বুঝতে পেরেছিলেন যে মাঠে বিদ্যুৎ নেই। তখনই জানানো হয় যে ২০০৯ থেকে কোনো বিদ্যুৎ দেওয়া হচ্ছে না। সেই ২০১৮ সালেই মাঠের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। স্টেডিয়াম বানানোর সময় এর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় গণপূর্ত বিভাগকে। বাকি খরচ বহন করার দায়িত্ব বর্তায় ক্রীড়া বিভাগের। অপরিশোধিত বিলের জন্য গণপূর্ত বিভাগ, ক্রীড়া বিভাগকে নোটিশ পাঠিয়েছে বিদ্যুৎ কোম্পানি। তবে কোনো বিল এখন পর্যন্ত দেওয়া হয়নি। গণপূর্ত বিভাগ, ক্রীড়া বিভাগ দুই পক্ষই একে অপরকে দায়ী করে আসছে। 

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। বিশাখাপত্তনম ও তিরুবনন্তপুরমে প্রথম দুই ম্যাচ জিতেছে ভারত। এরপর গুয়াহাটিতে সিরিজের তৃতীয় ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। রাইপুরে আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির আগে এই মাঠে একটা আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এ বছরের ২১ জানুয়ারি ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৮ উইকেটে জিতেছিল ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত