Ajker Patrika

ওয়াংখেড়েতে সাকিবকাণ্ড টেনে আনলেন পন্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৪: ৩২
ওয়াংখেড়েতে সাকিবকাণ্ড টেনে আনলেন পন্ত

কলম্বোর প্রেমাদাসা থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে। গল্পের প্রেক্ষাপট ভিন্ন হলেও চিত্রনাট্য একই। সাকিব আল হাসানের জায়গায় এদিন কেন্দ্রীয় চরিত্রে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত। ঘটনাটি গত রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ম্যাচের। 

শেষ ওভারে আম্পায়ারের একটি নো বল না দেওয়ার সিদ্ধান্তে মাঠের উত্তেজনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ডাগআউটে। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পারায় পন্তকে তখন হাত নেড়ে উইকেটে থাকা দুই ব্যাটারকে ডেকে নিতে দেখা যায়। ব্যাটাররা অবশ্য মাঠ ছাড়েননি। তিন বছর আগে প্রেমাদাসায় একই ঘটনার জন্ম দিয়েছিলেন সাকিবও।

সাকিবের বাংলাদেশ সেদিন ম্যাচ জিতলেও পন্তের দল অবশ্য শেষ পর্যন্ত হেরে যায়। শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান দরকার ছিল দিল্লির। রভম্যান পাওয়েল প্রথম তিনটি বলে পরপর তিনটি ছক্কা মারেন। তৃতীয় বলটি ছিল ফুলটস। দিল্লির খেলোয়াড়দের মনে হয় ওবেদ ম্যাকয়ের বলটি ব্যাটসম্যানের কোমরের উচ্চতার ওপরে ছিল। তাই তারা নো বলের দাবি জানাতে থাকে। কিন্তু আম্পায়ার নিতিন মেনন বলটিকে বৈধ বলেই রায় দেন। ব্যাটার পাওয়েল প্রথমে তর্কে জড়িয়ে পড়েন আম্পায়ারের সঙ্গে।

 পরে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে মাঠে নেমে পড়েন। তিনিও আম্পায়ারের সঙ্গে নো বল না ডাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন । ঠিক তখনই ডাগআউট থেকে ঋষভ পন্তকে দেখা যায় হাত নেড়ে ব্যাটসম্যানদের ডেকে নিতে। উত্তেজনার পারদে ঠাসা ম্যাচে শেষ পর্যন্ত  দিল্লি ম্যাচটি হেরে যায় ১৫ রানে। এ নিয়ে পরে পন্তের সঙ্গে  জস বাটলারকেও কথা বলতে দেখা যায়। 

আইপিএলে এর আগে মাহেন্দ্র সিং ধোনিকেও ডাগআউট থেকে মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা গিয়েছিল। এই তালিকায় আছেন সাকিব আল হাসানও। ঘটনাটি ২০১৮ সালের নিদহাস ট্রফির, অলিখিত সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শেষদিকে লড়াই জমিয়ে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। 

ওই ওভারের প্রথম দুই বলে লঙ্কান বোলার ইসুরু উদানা পরপর দুটি বাউন্সার মারেন। নিয়মানুযায়ী একটাকে নো বল ডাকা উচিত। কিন্তু আম্পায়ার তা করেননি। লেগ আম্পায়ার নাকি দুই বাউন্সের ইঙ্গিত দিলেও স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ানো আম্পায়ার তাতে পাত্তা দেননি। এতেই চটে যান অধিনায়ক সাকিবসহ বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব  ডাগআউট থেকে হাত ইশারা করে উঠে আসতে বলেছিলেন মাহমুদউল্লাহদের। 

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খেলা শুরু হয়। পরে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। ওই ম্যাচে সাকিবের ওই মাঠ ছেড়ে চলে আসার নির্দেশ বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত