সাকিব আল হাসান মানেই যে বিশেষ কিছু। মাঠের পারফরম্যান্সে গড়েছেন অনেক রেকর্ড। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বিয়েও করেছেন বিশেষ এক দিনে।
উম্মে আল হাসান শিশিরের সঙ্গে ২০১২-এর ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাকিব। দিনটাও একটু বিশেষ। ১২.১২.১২-দিন, মাস, সাল—একবিংশ শতাব্দীতে তিনটা সংখ্যা একই হওয়ার শেষ তারিখ ছিল এটা। দেখতে দেখতে সাকিব-শিশির জুটি পেরিয়েছে ১১ বসন্ত। ১১তম বিবাহবার্ষিকীর দিন যেন একটু স্মৃতিকাতর হয়ে পড়েন শিশির। সাকিবের স্ত্রী তাঁদের কাপল ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের ১১ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়া খুবই ছোট। এখানে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মানের স্থানটাই বেশি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা একে অপরের পাশে রয়েছি। আল্লাহ আমাদের মঙ্গল করুন এবং শেষ পর্যন্ত আমরা এভাবে কাটিয়ে দিতে পারি। ভালোবাসা শুধু একটা শব্দ। তবে অনুভূতিটাই বিশেষ কিছু। ১১ বছরে পা দিলাম ও আরও হবে ইনশা আল্লাহ।’
২০১৫ সালে সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। ২০২০ এর এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর ২০২১ এর মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়। পরিবার নিয়ে প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে থাকেন সাকিব।
সাকিব আল হাসান মানেই যে বিশেষ কিছু। মাঠের পারফরম্যান্সে গড়েছেন অনেক রেকর্ড। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বিয়েও করেছেন বিশেষ এক দিনে।
উম্মে আল হাসান শিশিরের সঙ্গে ২০১২-এর ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাকিব। দিনটাও একটু বিশেষ। ১২.১২.১২-দিন, মাস, সাল—একবিংশ শতাব্দীতে তিনটা সংখ্যা একই হওয়ার শেষ তারিখ ছিল এটা। দেখতে দেখতে সাকিব-শিশির জুটি পেরিয়েছে ১১ বসন্ত। ১১তম বিবাহবার্ষিকীর দিন যেন একটু স্মৃতিকাতর হয়ে পড়েন শিশির। সাকিবের স্ত্রী তাঁদের কাপল ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের ১১ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়া খুবই ছোট। এখানে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মানের স্থানটাই বেশি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা একে অপরের পাশে রয়েছি। আল্লাহ আমাদের মঙ্গল করুন এবং শেষ পর্যন্ত আমরা এভাবে কাটিয়ে দিতে পারি। ভালোবাসা শুধু একটা শব্দ। তবে অনুভূতিটাই বিশেষ কিছু। ১১ বছরে পা দিলাম ও আরও হবে ইনশা আল্লাহ।’
২০১৫ সালে সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। ২০২০ এর এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর ২০২১ এর মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়। পরিবার নিয়ে প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে থাকেন সাকিব।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৮ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১০ ঘণ্টা আগে