Ajker Patrika

অস্ট্রেলিয়াকে টপকে টেস্টের সেরা ভারত

আপডেট : ০২ মে ২০২৩, ১৫: ৫৭
অস্ট্রেলিয়াকে টপকে টেস্টের সেরা ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সুসংবাদ পেল ভারত। অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল তারা।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হালনাগাদ করা বার্ষিক র‍্যাঙ্কিংয়ের আগে টেস্টে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ছিল ১২২ পয়েন্ট আর ভারতের ছিল ১১৯ পয়েন্ট। নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ৬ পয়েন্ট খুঁইয়েছে অজিরা। আর ভারত ২ পয়েন্ট বেশি পেয়েছে। ১২১ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে ভারত আর ১১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সর্বশেষ ৪ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে রোহিত শর্মার ভারত। ১১৪ পয়েন্ট নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার পরে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। চার ও পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ১০৪ ও ১০০। ৬, ৭ ও ৮ নম্বরে থাকা পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৬, ৮৪ ও ৭৬ পয়েন্ট। ৪৫ ও ২২ পয়েন্ট নিয়ে ৯ ও ১০ নম্বরে আছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত মাসে মিরপুরে টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।    

এর আগে ভারতকে টপকে গত বছরের জানুয়ারিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। ২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেই মূলত শীর্ষস্থান খুইয়েছিল ভারত। আগামী ৭ জুন লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত