Ajker Patrika

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২১: ০৯
প্রথম বিভাগ ক্রিকেট সময় মতো শুরু করতে পারছে না বিসিবি। ফাইল ছবি
প্রথম বিভাগ ক্রিকেট সময় মতো শুরু করতে পারছে না বিসিবি। ফাইল ছবি

ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম বিভাগ ক্রিকেট। উদ্ভূত পরিস্থিতিতে সেটি আপাতত স্থগিত।

ক্লাব প্রতিনিধিদের কাছে পাঁচ দিন সময় নিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেবে না ক্লাবগুলো। সংকটের সূত্রপাত নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া থেকে। গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল গত সপ্তাহে। সেই আলটিমেটাম নিয়ে আজ বিসিবি সভাপতির কাছে এসেছিলেন ক্লাব প্রতিনিধিরা। তাঁদের দাবি, বিসিবির গঠনতন্ত্রের খসড়া যেটা করা হয়েছে, সেটা বাতিল করতে হবে। গঠনতন্ত্র কমিটি বাতিল করতে। এক সপ্তাহের মধ্যে বোর্ড মিটিং দেখে নতুন করে গঠনতন্ত্র সংশোধনী কমিটি করতে হবে।

আজ যখন বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেট সংগঠকেরা দেখা করেন, সেখানে ছিলেন নাজমুল আবেদীন ফাহিমও। গত ৩১ অক্টোবরে বোর্ড সভায় তাঁকে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ফাহিমের সেই কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একজন প্রতিনিধি ও তিনজন আইনজীবী যুক্ত হন। ক্লাব ক্রিকেট নিয়ে গঠনতন্ত্রে এত বড় একটা সংশোধনী আনা হচ্ছে, সেটিতে কোনো ক্লাব প্রতিনিধিই রাখা হয়নি। এমনকি গত দুই মাসে একবারও খসড়া নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেননি ফাহিম।

আজ এক ক্লাব প্রতিনিধি আজকের পত্রিকাকে বলেছেন, ‘খসড়া বাজারে ছেড়ে তিনি (ফাহিম) এটাকে একটা অ্যাসিড টেস্ট হিসেবে দেখেছিলেন, ভেবেছিলেন দেখি কী হয়! খসড়া করার আগে আমাদের সঙ্গে বসতে পারতেন। সভাপতির সঙ্গে প্রতিদিন তাঁর কথা হয়, দেখা হয়। এত গুরুত্বপূর্ণ সংশোধনীর প্রস্তাব খসড়া করেছেন, সেটি কি সভাপতির সঙ্গে তিনি আলোচনা করেছেন? তিনি স্বীকার করে নিয়েছেন, আলোচনা করেননি বিসিবি সভাপতির সঙ্গে। তখন সভাপতি বলেছেন, আমার সঙ্গে একবার কথা বলে নিতে পারতেন।’

ফারুকের সঙ্গে আলোচনা শেষে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেছেন, ‘প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রথম বিভাগের ক্লাবগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। প্রথম বিভাগ সময় মতো শুরু হচ্ছে না। ক্লাব ক্রিকেট ও সংগঠকদের অপমান করা হয়েছে। আমাদের সঙ্গে কোনো আলাপই করেনি তারা। ভাগ্যিস খসড়া প্রস্তাব আমাদের হাতে পড়েছিল। শুরুতেই প্রশ্নবিদ্ধ কাজে দেশের ক্লাব ক্রিকেটকে অপমান করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রামে মধ্যরাতে শিবির ছাত্রদল মুখোমুখি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত