Ajker Patrika

উপেক্ষিত সেই দুই বোলারই এবারের আইপিএলে ছড়ি ঘোরাচ্ছেন 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

আইপিএলে কুলদীপ যাদবের শেষ কয়েক মৌসুম কেটেছে ভুলে যাওয়ার মতো। শেষবার কলকাতার হয়ে বেঞ্চ গরম করতে করতেই পার করেছেন গোটা মৌসুম। এবার নতুন মৌসুমে নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজেকে নতুন ভাবে চেনাচ্ছেন এই চায়নাম্যান বোলার। আরেক ভারতীয় বোলার উমেশ যাদবের ক্ষেত্রেও তাই। 

গতকাল আগের মৌসুমের দল কলকাতাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেনও এই কুলদীপ। দিল্লির জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। আইপিএলে ৪ ম্যাচে ঝুলিতে পুড়েছেন ১০ উইকেট। এবারের আইপিএলে এখন পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। উমেশ যাবদও অবশ্য ১০ উইকেট নিয়েছেন তবে খেলেছেন ৫ ম্যাচ। 

কুলদীপের মতো যাদবও গত আইপিএলের একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সেবার ছিলেন দিল্লি ক্যাপিটালসে। দল পাল্টে পুরোনো দল কলকাতার হয়ে নতুন মৌসুমে শুরু থেকেই চমক দেখাচ্ছেন এই ভারতীয় পেসার। এই দুজনের চেয়ে এক উইকেট বেশি নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার সবার উপরে আছেন আরেক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। 

নতুন মৌসুমে দুই যাদবের শুরুটা হয়েছে দুর্দান্ত। এখনো অনেক ম্যাচ বাকি আছে। তবে শুরুর এই ছন্দ ধরে রাখতে পারলে টুর্নামেন্ট শেষেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকেই এ দুজন থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত