Ajker Patrika

২৮ বলের সেঞ্চুরিতে নতুন রেকর্ড গড়লেন ভারতের উর্বিল

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছেন উর্বিল প্যাটেল। ছবি: ক্রিকইনফো

ভারতের জার্সি এখনো গায়ে পরতে পারেননি উর্বিল প্যাটেল। তাঁরই আগে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন উর্বিল।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বর্তমানে তিনি খেলেছেন গুজরাটের হয়ে। ইন্দোরের ইমরাল্ড হাইস্কুল গ্রাউন্ডে ত্রিপুরার বিপক্ষে ঝোড়ো গতিতে সেঞ্চুরি করে স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন প্যাটেলের। তাতে ভেঙে দিয়েছেন ঋষভ পন্তের রেকর্ড। ২০১৮ সালে ৩২ বলে সেঞ্চুরি পন্ত করেছিলেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। এই বাঁহাতি ব্যাটার সেবার দিল্লির হয়ে করেছিলেন স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। হিমাচল প্রদেশের বিপক্ষে তখন ৫০ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পেয়েছিল দিল্লি।

পন্তের রেকর্ড ৬ বছর পর ভাঙলেও সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির কীর্তিটা নিজের করে নিতে পারেননি উর্বিল। ২৭ বলে সেঞ্চুরি করে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে এ বছরের জুন মাসে ঝোড়ো সেঞ্চুরি করেন চৌহান। উর্বিলের ২৮ বলে সেঞ্চুরি স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম।

ইন্দোরের ইমরাল্ড হাই স্কুল গ্রাউন্ডে আজ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে ত্রিপুরা। জয়ের লক্ষ্যে নেমে ১০.২ ওভারে ২ উইকেটে ১৫৬ রান করে গুজরাট। উর্বিল ৩৫ বলে ১২ ছক্কা ও ৭ চারে ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ঝোড়ো সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।

২৭ নভেম্বর তারিখকে উর্বিল ‘লাকি ডে’ ভাবলেও ভুল করবেন না। গুজরাটের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ২০২৩ সালের ২৭ নভেম্বর ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যেটি ছিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৪০ বলে তিন অঙ্ক ছুঁয়ে ভারতের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি গড়েছিলেন ইউসুফ পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত