Ajker Patrika

মাশরাফিকে মাগুরায় আনার কারণ জানালেন সাকিব 

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২০: ৫৩
Thumbnail image

প্রথমবার জাতীয় নির্বাচনের মাঠে সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনি। তাঁর পক্ষে প্রচারণা চালাতে মাগুরায় ছুটে গেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদারের মতো তারকা ক্রিকেটাররা। এবার তাঁদের নিয়ে সাকিবের নির্বাচনী প্রচারণা করলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি নিজেও দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন নড়াইল থেকে। তবে নির্বাচনের এমন ব্যস্ততার মাঝেও নিজের এলাকা থেকে তিনি মাগুরায় গিয়ে নির্বাচনী প্রচারণা করলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক জাতীয় ক্রিকেট দলের সতীর্থ সাকিবের পক্ষে।

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা নোমানী ময়দানে ডাকবাংলাতে পৌঁছান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত ও এবার নড়াইল-২ আসনে নৌকার মাঝি। নিজের প্রচারণার মাঝেই একসময়কার ক্রিকেট সতীর্থ সাকিবের পক্ষে সময় বের করে মাগুরায় আসেন ‘ম্যাশ’।

মাশরাফি মাগুরায় আসার আগে বেলা ১১টা থেকে জেলা শহরের ডাকবাংলোতে অবস্থান নেন সাকিব। নির্বাচনের শেষ মুহূর্তে মাশরাফির মাগুরা আসা নিয়ে সকাল থেকেই ছিল মানুষের মাঝে কৌতূহল।

সাকিবের নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করছেন মাশরাফি।দুপুর সাড়ে ১২টায় সাদা জিপ গাড়িতে মাশরাফি ও তাঁর একটি গাড়িবহর নোমানী ময়দানে পৌঁছালে সাকিবের নির্বাচনী প্রচারণায় সবাই তাঁকে ডাকবাংলোর ভেতরে নিয়ে যান। এরপর দেড় ঘণ্টা পর সাকিব ও মাশরাফি একসঙ্গে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।

মাগুরায় আসার ব্যাপারে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘সাকিব নতুন আসছে রাজনীতিতে। তাই ভাবলাম ওর কাছে আসা উচিত। নিজের নির্বাচনী প্রচারণা রেখে মাগুরায় এসে কোনো ক্ষতি হলো কি না, এই প্রশ্নে মাশরাফি বলেন, ‘ও (সাকিব) তো নতুন আসছে। আর আমি তো পাঁচ বছর ছিলাম। তাই আমার কাছে কয়েক ঘণ্টা কোনো ক্ষতির কারণ নয়।’ মাশরাফি আরও বলেন, ‘মাগুরার প্রতি সড়ক আমি চিনি। এখানকার সবকিছু আমার ভালো চেনা।’

মাশরাফির মাগুরায় আসায় নির্বাচনে সাকিবের জন্য কতটুকু সুবিধা হলো, এ প্রশ্নে সাকিব বলেন, ‘মাশরাফি ভাই ও পাপন (নাজমুল হাসান) ভাই দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু মাশরাফি ভাইয়ের পাঁচ বছরের অভিজ্ঞতা আর পাপন ভাইয়ের অভিজ্ঞতা অনেক দিনের, দুজনের অভিজ্ঞতা কাজে লাগাতে মাগুরায় মাশরাফি ভাইকে আনা। পাপন ভাই রাজনীতির মানুষ। মাশরাফি ও পাপন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেহেতু তাঁরা আমার খেলার সঙ্গে সম্পৃক্ত।’

এরপর একটি খোলা গাড়িতে করে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে মাশরাফি, সাকিব ও অন্য তারকা ক্রিকেটাররা শহরের দিকে প্রবেশ করেন। এ সময় তাঁরা রাস্তার পাশে থাকা মানুষকে সাকিবকে ভোট দিতে মাশরাফিকে নৌকার লিফলেট বিতরণ করতে দেখা যায়।

সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি মাগুরা শহরে ২০ মিনিট গাড়িতে করে ঘুরে লিফলেট বিতরণ করেন। এরপর তাঁর নির্বাচনী এলাকা পাশের জেলা নড়াইল-২ আসনের উদ্দেশ্য রওনা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত