Ajker Patrika

স্টাম্প মাইক বিতর্কে শাস্তি পেতে হচ্ছে না কোহলিদের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৩: ১২
স্টাম্প মাইক বিতর্কে শাস্তি পেতে হচ্ছে না কোহলিদের

কেপটাউন টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিততে উন্মুখ ছিল ভারত। বিরাট কোহলিদের শরীরী ভাষায় সেটারই প্রমাণ মিলছিল। তবে কোনো কিছুই কাজে আসেনি। প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখে কেপটাউন টেস্ট শেষ হয়ে গেলেও আলোচনার কেন্দ্রে কোহলিদের স্টাম্প মাইক বিতর্ক। 

টেস্টের তৃতীয় দিন ডিন এলগারের একটি এলবিডব্লিউ ডিআরএসে বাতিল হওয়া মেনে নিতে পারেনি ভারত। স্টাম্প মাইকে সেটার প্রতিবাদ করতে দেখা যায় কোহলি-লোকেশ রাহুল-রবিচন্দ্রন অশ্বিনদের। মাঠে ভারতীয় খেলোয়াড়দের এমন আচরণের পর শাস্তির কথা বলছিলেন অনেকে। 

শাস্তির সঙ্গে কয়েক ম্যাচের নিষেধাজ্ঞার কথাও শোনা যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত কোনো কিছুর মুখে পড়তে হয়নি কোহলিদের। শুধু অনানুষ্ঠানিকভাবে মৌখিক সতর্কতায় শেষ হয়েছে বিষয়টি। ঘটনাটা ঘটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারে। অশ্বিনের বল এলগারের পায়ে লাগলে এলবিডব্লিউ আউট দেন মাঠের আম্পায়ার মারিয়াস এরাসমাস। কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থেকে শেষ মুহূর্তে রিভিউ নেন এলগার। সাদা চোখে দেখা যায়, বলটা এলগারের প্যাডের রোলের (হাঁটুর নিচে) নিচে ছিল। কিন্তু বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল স্টাম্পের ওপর দিয়ে যাচ্ছে। 

ভেতরেএতেই রেগেমেগে আগুন হয়ে ওঠেন ভারতীয় খেলোয়াড়েরা। স্টাম্প মাইকের কাছে গিয়ে ভারত টেস্ট অধিনায়ক কোহলি বলেন, ‘অভিনন্দন ডিআরএস, খুব ভালো খেলেছ!’ একে একে স্টাম্প মাইকে রাহুল বলেন, ‘পুরো দেশ (দক্ষিণ আফ্রিকা) ১১ জনের বিপক্ষে খেলছে।’ কোহলিকে আরও বলতে শোনা যায়, ‘শুধু প্রতিপক্ষ নয়, নিজের দলের দিকেও ক্যামেরা তাক করো, নজরটা সব সময় যেন আমাদের দিকেই।’ 

বাদ থাকেননি বোলার অশ্বিনও। ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প মাইকে দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থা ‘সুপারস্পোর্ট’-এর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘সুপারস্পোর্টসের উচিত অন্যভাবে জয়ের পথ খুঁজে নেওয়া।’ মাঠে এমন আচরণের পর অল্পতেই বেঁচে গেলেন ভারতীয় খেলোয়াড়েরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত