ক্রীড়া ডেস্ক
নিরাপত্তার শঙ্কায় একের পর এক পাকিস্তান সফর বাতিল করেছিল দলগুলো। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও না খেলেই ফিরে আসে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ড সফরও পিছিয়ে দেয়।
অবশেষে পাকিস্তান ক্রিকেটের জন্য এল স্বস্তির খবর। আগামী মাসে দেশটিতে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ডিসেম্বরের এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে সিরিজ বাতিল হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে পাকিস্তানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর ও উপভোগ্য মৌসুম শুরু হবে। এরপর আছে পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রিয় দলগুলোর একটি।’
পাকিস্তানে করোনামুক্ত করতে কাজ করছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। রমিজের বিশ্বাস, সংস্থাটি আসন্ন সিরিজে উল্লেখযোগ্যসংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেবে।
২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটিতে তারা এবার ওয়ানডে খেলবে ১৫ বছর পর। আগামী ৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য তিন দিন সময় পাবে তারা।
১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ২২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। সব ম্যাচ হবে করাচিতে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। তাদের সফর শেষ হবে ৮ ডিসেম্বর। দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে নামতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
নিরাপত্তার শঙ্কায় একের পর এক পাকিস্তান সফর বাতিল করেছিল দলগুলো। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও না খেলেই ফিরে আসে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ড সফরও পিছিয়ে দেয়।
অবশেষে পাকিস্তান ক্রিকেটের জন্য এল স্বস্তির খবর। আগামী মাসে দেশটিতে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ডিসেম্বরের এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে সিরিজ বাতিল হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে পাকিস্তানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর ও উপভোগ্য মৌসুম শুরু হবে। এরপর আছে পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রিয় দলগুলোর একটি।’
পাকিস্তানে করোনামুক্ত করতে কাজ করছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। রমিজের বিশ্বাস, সংস্থাটি আসন্ন সিরিজে উল্লেখযোগ্যসংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেবে।
২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটিতে তারা এবার ওয়ানডে খেলবে ১৫ বছর পর। আগামী ৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য তিন দিন সময় পাবে তারা।
১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ২২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। সব ম্যাচ হবে করাচিতে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। তাদের সফর শেষ হবে ৮ ডিসেম্বর। দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে নামতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
২ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৩ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৩ ঘণ্টা আগে