নিরাপত্তার শঙ্কায় একের পর এক পাকিস্তান সফর বাতিল করেছিল দলগুলো। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও না খেলেই ফিরে আসে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ড সফরও পিছিয়ে দেয়।
অবশেষে পাকিস্তান ক্রিকেটের জন্য এল স্বস্তির খবর। আগামী মাসে দেশটিতে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ডিসেম্বরের এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে সিরিজ বাতিল হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে পাকিস্তানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর ও উপভোগ্য মৌসুম শুরু হবে। এরপর আছে পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রিয় দলগুলোর একটি।’
পাকিস্তানে করোনামুক্ত করতে কাজ করছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। রমিজের বিশ্বাস, সংস্থাটি আসন্ন সিরিজে উল্লেখযোগ্যসংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেবে।
২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটিতে তারা এবার ওয়ানডে খেলবে ১৫ বছর পর। আগামী ৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য তিন দিন সময় পাবে তারা।
১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ২২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। সব ম্যাচ হবে করাচিতে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। তাদের সফর শেষ হবে ৮ ডিসেম্বর। দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে নামতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
নিরাপত্তার শঙ্কায় একের পর এক পাকিস্তান সফর বাতিল করেছিল দলগুলো। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও না খেলেই ফিরে আসে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ড সফরও পিছিয়ে দেয়।
অবশেষে পাকিস্তান ক্রিকেটের জন্য এল স্বস্তির খবর। আগামী মাসে দেশটিতে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ডিসেম্বরের এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে সিরিজ বাতিল হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে পাকিস্তানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর ও উপভোগ্য মৌসুম শুরু হবে। এরপর আছে পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রিয় দলগুলোর একটি।’
পাকিস্তানে করোনামুক্ত করতে কাজ করছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। রমিজের বিশ্বাস, সংস্থাটি আসন্ন সিরিজে উল্লেখযোগ্যসংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেবে।
২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটিতে তারা এবার ওয়ানডে খেলবে ১৫ বছর পর। আগামী ৯ ডিসেম্বর পাকিস্তানে পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য তিন দিন সময় পাবে তারা।
১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ২২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। সব ম্যাচ হবে করাচিতে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। তাদের সফর শেষ হবে ৮ ডিসেম্বর। দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে নামতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৬ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১২ ঘণ্টা আগে