Ajker Patrika

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক চালুর কথা অস্বীকার করল ভারত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২: ০৬
পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক চালুর কথা অস্বীকার করল ভারত

এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান এখন আর মুখোমুখি হয় না। সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১৩ সালে। দুই প্রতিবেশীর ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় চালু হওয়ার প্রশ্ন যখন উঠেছে, ভারত সেটা অস্বীকার করেছে। 

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে অংশ নিতেই পাকিস্তান সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাতে করে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আবার জোড়া লাগবে বলে ভক্ত-সমর্থকেরা হয়তো এমনটিই আশা করেছেন। সেটা অমূলকও নয়। কারণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পিসিবির প্রধান মহসিন নাকভির সঙ্গে জয়শঙ্করের বৈঠকে ক্রিকেট নিয়ে আলোচনার কথা পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। বৈঠকটি হয়েছে মঙ্গলবার। সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট আবার চালুর ব্যাপারে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, সে ব্যাপারে আমি বলব—এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি ভুল।’

ভারতীয় ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফরে গেছে ২০০৮ সালে। ১৬ বছর আগে পাকিস্তানের মাঠে ওয়ানডে সংস্করণে হয়েছিল এশিয়া কাপ। পরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড নিয়মিত পাকিস্তান সফরে গেছে ঠিকই; তবে ভারত বেশির ভাগ সময়ই নিরাপত্তার অজুহাত দেখিয়েছে। ২০২৩ এশিয়া কাপ পুরোপুরি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের কারণে সেটা হয়নি। ‘হাইব্রিড মডেলে’ পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে টুর্নামেন্টের আয়োজন করা হয়। রোহিত শর্মা-বিরাট কোহলিরা তাঁদের ম্যাচগুলো খেলেছিলেন শ্রীলঙ্কায়। 

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি। তবে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ এরই মধ্যে সূচি ফাঁস হয়েছে। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর—পাকিস্তানের এই তিন ভেন্যুতে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসির ইভেন্টটি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে পাকিস্তান সফর নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। যদি পাকিস্তানে না হয় টুর্নামেন্টটি, সে ক্ষেত্রে বিকল্প কিছু ভাবতে হবে বলে সম্প্রতি জানিয়েছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত