এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান এখন আর মুখোমুখি হয় না। সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১৩ সালে। দুই প্রতিবেশীর ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় চালু হওয়ার প্রশ্ন যখন উঠেছে, ভারত সেটা অস্বীকার করেছে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে অংশ নিতেই পাকিস্তান সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাতে করে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আবার জোড়া লাগবে বলে ভক্ত-সমর্থকেরা হয়তো এমনটিই আশা করেছেন। সেটা অমূলকও নয়। কারণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পিসিবির প্রধান মহসিন নাকভির সঙ্গে জয়শঙ্করের বৈঠকে ক্রিকেট নিয়ে আলোচনার কথা পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। বৈঠকটি হয়েছে মঙ্গলবার। সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট আবার চালুর ব্যাপারে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, সে ব্যাপারে আমি বলব—এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি ভুল।’
ভারতীয় ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফরে গেছে ২০০৮ সালে। ১৬ বছর আগে পাকিস্তানের মাঠে ওয়ানডে সংস্করণে হয়েছিল এশিয়া কাপ। পরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড নিয়মিত পাকিস্তান সফরে গেছে ঠিকই; তবে ভারত বেশির ভাগ সময়ই নিরাপত্তার অজুহাত দেখিয়েছে। ২০২৩ এশিয়া কাপ পুরোপুরি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের কারণে সেটা হয়নি। ‘হাইব্রিড মডেলে’ পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে টুর্নামেন্টের আয়োজন করা হয়। রোহিত শর্মা-বিরাট কোহলিরা তাঁদের ম্যাচগুলো খেলেছিলেন শ্রীলঙ্কায়।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি। তবে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ এরই মধ্যে সূচি ফাঁস হয়েছে। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর—পাকিস্তানের এই তিন ভেন্যুতে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসির ইভেন্টটি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে পাকিস্তান সফর নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। যদি পাকিস্তানে না হয় টুর্নামেন্টটি, সে ক্ষেত্রে বিকল্প কিছু ভাবতে হবে বলে সম্প্রতি জানিয়েছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন।
এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান এখন আর মুখোমুখি হয় না। সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১৩ সালে। দুই প্রতিবেশীর ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় চালু হওয়ার প্রশ্ন যখন উঠেছে, ভারত সেটা অস্বীকার করেছে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে অংশ নিতেই পাকিস্তান সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাতে করে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আবার জোড়া লাগবে বলে ভক্ত-সমর্থকেরা হয়তো এমনটিই আশা করেছেন। সেটা অমূলকও নয়। কারণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পিসিবির প্রধান মহসিন নাকভির সঙ্গে জয়শঙ্করের বৈঠকে ক্রিকেট নিয়ে আলোচনার কথা পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। বৈঠকটি হয়েছে মঙ্গলবার। সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট আবার চালুর ব্যাপারে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, সে ব্যাপারে আমি বলব—এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি ভুল।’
ভারতীয় ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফরে গেছে ২০০৮ সালে। ১৬ বছর আগে পাকিস্তানের মাঠে ওয়ানডে সংস্করণে হয়েছিল এশিয়া কাপ। পরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড নিয়মিত পাকিস্তান সফরে গেছে ঠিকই; তবে ভারত বেশির ভাগ সময়ই নিরাপত্তার অজুহাত দেখিয়েছে। ২০২৩ এশিয়া কাপ পুরোপুরি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের কারণে সেটা হয়নি। ‘হাইব্রিড মডেলে’ পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে টুর্নামেন্টের আয়োজন করা হয়। রোহিত শর্মা-বিরাট কোহলিরা তাঁদের ম্যাচগুলো খেলেছিলেন শ্রীলঙ্কায়।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি। তবে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ এরই মধ্যে সূচি ফাঁস হয়েছে। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর—পাকিস্তানের এই তিন ভেন্যুতে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসির ইভেন্টটি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে পাকিস্তান সফর নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। যদি পাকিস্তানে না হয় টুর্নামেন্টটি, সে ক্ষেত্রে বিকল্প কিছু ভাবতে হবে বলে সম্প্রতি জানিয়েছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৪ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৬ ঘণ্টা আগে