Ajker Patrika

মোশাররফ রুবেলকে কলকাতা নাইট রাইডার্সের শ্রদ্ধা 

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২০: ৪৪
মোশাররফ রুবেলকে কলকাতা নাইট রাইডার্সের শ্রদ্ধা 

৪০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়েছেন মোশাররফ হোসেন রুবেল। রুবেলের অকালপ্রয়াণ নাড়িয়ে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গন। শুধু বাংলাদেশ নয়, মোশাররফ রুবেলের মৃত্যুশোক ছুঁয়ে গেছে আইপিএলকেও।  

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স রুবেলকে শ্রদ্ধা জানিয়েছে। ফ্র্যাঞ্চাইজিকে তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘সাবেক বাংলাদেশি স্পিনার মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে আমাদের আন্তরিক সমবেদনা। ওপারে তিনি শান্তিতে থাকুন।’ 

২০১৯ সালের মার্চ থেকে ব্রেইন টিউমারের সঙ্গে লড়েছেন রুবেল। দেশের বাইরে গিয়ে কেমোথেরাপিসহ জটিল সব চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। অস্ত্রোপচার করানোর পর সুস্থ হয়ে উঠেছিলেন রুবেল। গত জানুয়ারিতে পুরোনো ব্যাধিতে নতুন করে আক্রান্ত হন তিনি। পুনরায় শুরু হয় কেমোথেরাপি। গত মাসের মাঝামাঝিতে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। 

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যন্ত নেওয়া হয় রুবেলকে। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দেশের ক্রিকেটের প্রায় সব মহল। চিকিৎসায় চিকিৎসার ব্যয় তাতে কিছুটা হলেও সংকুলান হয়। সব মিলিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন রুবেল। অথচ আগামী সপ্তাহে আবার কেমোথেরাপি নেওয়ার কথা ছিল তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত