Ajker Patrika

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী বছর মার্চে দক্ষিণ আফ্রকা সফরে যাবে বাংলাদেশ দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ রাতে তাদের গ্রীষ্মকালীন সূচিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপ সুপার লিগের আওতাধীন ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ। রঙিন পোশাকের শেষ দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ।

আর টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি মাঠে গড়াবে ৩০ মার্চ। সফরের শেষ টেস্ট শুরু ৭ এপ্রিল।

তবে দিনক্ষণ চূড়ান্ত করলেও ভেন্যুর নাম জানায়নি প্রোটিয়া বোর্ড।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ও টেস্টে কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্সদের দেশে কখনোই দ্বিপক্ষীয় সিরিজে ম্যাচ জয়ের স্বাদ পাননি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

এ নিয়ে ষষ্ঠবার দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ দল। আগের পাঁচটি সফরের তিনটি ছিল ২০০২,২০০৮ ও ২০১৭ সালে দ্বিপক্ষীয় সিরিজ। আর ২০০৩ সালে ওয়ানডে ও ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেলসন ম্যান্ডেলার দেশে পা রেখেছিল বাংলাদেশ দল।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের  সূচি
ম্যাচ                   তারিখ
প্রথম ওয়ানডে      ১৮ মার্চ ২০২২

দ্বিতীয় ওয়ানডে     ২০ মার্চ ২০২২

তৃতীয় ওয়ানডে     ২৩ মার্চ ২০২২
প্রথম টেস্ট          ৩০ মার্চ-১ এপ্রিল ২০২২
দ্বিতীয় টেস্ট         ৭-১১ এপ্রিল ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত