Ajker Patrika

পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফি এতটাই কমে গেল

ক্রীড়া ডেস্ক    
ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের ম্যাচ ফি অনেকটাই কমিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছবি: এএফপি
ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের ম্যাচ ফি অনেকটাই কমিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছবি: এএফপি

ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের ম্যাচ ফি হঠাৎই কমিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন ১০ হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি হিসেবে সেটা ৪৩৪০ টাকা। আগের তুলনায় ৭৫ শতাংশ কমে গেল। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে সবশেষ আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৪০ হাজার রুপি (১৭৩৬০ টাকা)।

এবারের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররা ম্যাচ প্রতি ৫০০০ রুপি পাবেন। বাংলাদেশি হিসেবে ২১৭০ টাকা। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে হঠাৎ করেই ম্যাচ ফি এতটা কমানো আর্থিক কারণে হয়নি বলে পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন। উপরন্তু পিসিবির মনে হচ্ছে ঘরোয়া ক্যালেন্ডারে টুর্নামেন্টের সংখ্যা বেশি থাকায় ক্রিকেটারদের আয়ের সুযোগ বেড়েছে।

পিসিবির বর্তমান সভাপতি মহসিন নাকভির অধীনে বোর্ডে যে পরিমাণ ব্যয় বেড়েছে, সেখানে টি-টোয়েন্টি কাপের ক্রিকেটারদের ম্যাচ ফি এতটা কমে যাওয়া অবাক করার মতোই। ২০২৪ সালের ফেব্রুয়ারি পিসিবি সভাপতি হওয়ার পর নাকভি জানিয়েছিলন, পিসিবির তহবিল পুরোপুরি হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়নি এবং পাকিস্তান ক্রিকেটারের উন্নতির স্বার্থে সেটা ব্যবহার করা হবে। তখন থেকেই স্টেডিয়াম পুন: সংস্কার করা, বিদেশি কোচদের মোটা অঙ্কের টাকা বেতনে এনে আবার সরিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ পরামর্শক মিলিয়ে প্রতি মাসে ৫০ লাখ পাকিস্তানি রুপি খরচ হয়েছে। বাংলাদেশি হিসেবে ২১ লাখ ৭০ হাজার টাকা।

২০২২-২৩ মৌসুমে ঘরোয়া ক্রিকেটের জন্য যে ম্যাচ ফি পিসিবি ঘোষণা করেছিল, সেটাও অনেক বেশি ছিল এবারের তুলনায়। আড়াই বছর আগে পিসিবির ঘোষণা অনুযায়ী ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ক্রিকেটাররা ম্যাচ প্রতি ৬০ হাজার পাকিস্তানি রুপি পেতেন। কায়েদ-ই-আজম ট্রফির জন্য ছিল আরও বেশি। পাকিস্তানের এই ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২০২২-২৩ মৌসুমের ম্যাচ ফি ছিল ১ লাখ রুপি।

১৮ দলের ২০২৪-২৫ মৌসুমের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। ফয়সালাবাদ, লাহোর, মুলতান—এই তিন স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ৪০ ম্যাচ। ২৭ মার্চ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত